টয়লেটে সাপ
আপনি আপনার জুতা, সোফা বা কম্বলের নিচে একটি সাপ খুঁজে পেলে কতটা ভয় পাবেন? এখন ভাবুন তো টয়লেট থেকে যদি একটা সাপ বেরিয়ে আসে! এমনই কিছু ঘটেছে মহারাষ্ট্রের একটি বাড়িতে, যেখানে এক ব্যক্তির টয়লেট থেকে একটি হিংস্র শব্দ শুনতে পান। লোকটি যখন টয়লেট সিঙ্কে উঁকি দিলেন, তখন তার চোখ বড় হয়ে গেল।
স্নেক ক্যাচারের মতে, এর নাম ধামন সাপ, যা ইন্ডিয়ান...