বাংলাদেশ সীমান্তে জান্তার গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল আরাকান আর্মির
বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের জান্তা সরকারের একটি বর্ডার গার্ড হেডকোয়ার্টার দখল করেছে আরাকান আর্মি (এএ)। শুক্রবার (৩ মে) রাখাইন রাজ্যের উত্তর মংডু টাউনশিপে হেডকোয়ার্টার দখলের পর এর সৈন্যরা শহরে প্রবেশ করেছে।
এর আগে কি কান পাইন ক্যাম্প আক্রমণ করেছিল আরাকান আর্মি। সেটা প্রতিহত করেছিল জান্তা পুলিশ ও সৈন্যরা।
আরাকান আর্মির একটি সূত্র জানায়, কি কান পাইন গ্রামটি মংডু থেকে ১২ কিলোমিটার উত্তরে। ঘাঁটি...