লন্ডনে ইতিহাস গড়লেন সাদিক খান
০৫ মে ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৫ মে ২০২৪, ১২:০৬ এএম
সাদিক খান লন্ডনের মেয়র হিসাবে তৃতীয় মেয়াদে জয়ী হয়ে ইতিহাস গড়লেন। লেবার সূত্রগুলো দাবি করছে যে, প্রাথমিক ফলাফলে সাদিক খান বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। লন্ডনের মেয়র নির্বাচনের প্রাথমিক ফলাফল কনজারভেটিভ এবং সুসান হল থেকে লেবার পার্টির দিকে ঝুঁকে যাওয়ার পরে সাদিক খানের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। তিনি ওয়েস্ট সেন্ট্রাল নির্বাচনী এলাকায় জয় পেয়েছেন, যেখানে তিনি তার প্রতিপক্ষ হলের (৪৩,৪০৫) তুলনায় বেশি ভোট (৫৪,৪৮১) পান। ২০২১ সালে শন বেইলি সাদিক খানকে পরাজিত করার জন্য একটি নির্বাচনী এলাকায় জিততে ব্যর্থ হওয়ার পরে ওয়েস্ট সেন্ট্রালের ফলাফলটিহলের জন্য একটি বিশাল ধাক্কা।
মারটন এবং ওয়ান্ডসওয়ার্থে, ৫ দশমিক ১ শতাংশ ভোটার কনজারভেটিভ থেকে লেবারের দিকে ঝুঁকেছিল, সেখানে সাদিক খান ৪৮.৩ শতাংশ ভোট এবং তার টোরি প্রতিদ্বন্দ্বী সুসান হল ২৮.৬ শতাংশ ভোট পেয়েছিলেন। গ্রিনউইচ এবং লুইশামে, ৪.৫ শতাংশ সুইং ছিল। সেখানে সাদিক খান ৪৬.৫ শতাংশ এবং হল ২৬.২ শতাংশ ভোট অর্জন করেছেন। পাকিস্তানি বংশোদ্ভূত ইমিগ্রান্ট পরিবারের সন্তান সাদিক খান। লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার আগে মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করা সাদিক লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। সাদিক খানের বাবা ছিলেন একজন বাস ড্রাইভার এবং মা দর্জির কাজ করতেন।
ব্রিটেনের বিভিন্ন অংশে স্থানীয় নির্বাচনে অনেকগুলি এলাকায় বড় ধাক্কা খেয়েছে প্রধানমন্ত্রী সুনাকের দল কনজারভেটিভ পার্টি। উল্টো দিকে, বিরোধী দল লেবার পার্টির উত্থান চোখে পড়ার মতো। ২৬ শতাংশ বেশি ভোট এ বার গিয়েছে তাদের দখলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম এত বড় সাফল্য পেয়েছে লেবার পার্টি। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মোট তিনটি কাউন্সিলে হেরে গিয়েছে কনজারভেটিভ পার্টি। অন্তত ১০০ জন কাউন্সিলরও হারিয়েছে তারা। তবে বেশ কয়েকটি আসনে ফল ঘোষণা এখনও বাকি। ব্ল্যাকপুল সাউথের পার্লামেন্টের আসনটি এ বার ফিরে পেয়েছে লেবার পার্টি। ফলে পার্লামেন্টে একটি আসন হারিয়েছে সুনাকদের দল। ওই কেন্দ্রের নতুন এমপি ক্রিস ওয়েব কনজারভেটিভ পার্টির ডেভিড জোনসকে হারিয়েছেন। এ ছাড়া রেডিচ, থাররক, হার্টলেপুল, রাশমুরের মতো কেন্দ্রেও স্থানীয় ভোটে জয় পেয়েছেন লেবার প্রার্থীরা।
শুধু ওল্ডহ্যামে জয় পায়নি তারা। সেখানকার মুসলিম সম্প্রদায় গাজা নিয়ে লেবার পার্টির অবস্থানে আদৌ সন্তুষ্ট নন। তারা মনে করছেন, গাজায় যুদ্ধ-বিরতির কথা ভাবেনি লেবার পার্টি। তবে দলের এই সাফল্যে উচ্ছ্বসিত লেবার পার্টির নেতা তথা ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলনেতা কিয়ার স্টার্মার। আজই সাংবাদিকদের স্টার্মার বলেছেন, ‘এই ফল আশা করি ঋষি সুনাককে একটা বড়সড় বার্তা দিতে পেরেছে। এ বার ওর যাওয়ার পালা। ব্রিটেনের সাধারণ মানুষ জানতে পেরে গিয়েছেন যে, এই লেবার পার্টি সম্পূর্ণ নতুন রূপে ফিরে এসেছে। তাই এ বার আমাদের নিজেদের কাজটা করতে দিন।’ দলের এই ভাল ফলাফলের পরে আগামী অক্টোবরের সাধারণ নির্বাচনও এগিয়ে আনার দাবি জানিয়েছেন স্টার্মার।
লেবার পার্টির মতো কিছু এলাকায় সাফল্য পেয়েছে গ্রিন পার্টিও। ব্রেক্সিটের সময়ে শুরু হওয়া নাইজেল ফারাজের দল ‘রিফর্ম ইউ কে’-ও বেশ কিছু আসনে জয় পেয়েছে। সব মিলিয়ে অক্টোবরের নির্বাচনের আগে প্রবল চাপে সুনাক। ভোটের আগে তার দলেরই কিছু এমপি তার পদত্যাগ চাইতে পারেন বলে খবর। সুনাকের জায়গায় পেনি মরড্যান্টের নাম হাওয়ায় ভাসছে। তবে পেনি স্পষ্ট জানিয়েছেন, বদলি হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটে তিনি ঢুকতে চান না। সূত্র : দ্য টেলিগ্রাফ, ট্রিবিউন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
উৎপাদনমুখী শিল্পের জন্য আত্মঘাতী
আল-কুরআনে মানবহত্যার শাস্তি-১
১৮ হাজার কর্মীকে প্রবেশের সুযোগ দিতে মালয়েশিয়ার প্রতি প্রধান উপদেষ্টার আহবান
স্বাস্থ্য পরীক্ষার ফল ইতিবাচক : সাহায্য ছাড়াই হাঁটতে পারছেন খালেদা জিয়া
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি বিএনপির
এপ্রিলে দেশে ফিরবেন তারেক রহমান
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
রংপুরে নেসকোর সভায় মুজিববর্ষের ছবি নিয়ে তুমুল হট্টগোল
এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত
শিক্ষার্থীদের তিন দফা দাবির সমর্থনে ত্রিপক্ষীয় বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান
লস অ্যাঞ্জেলেসে দাবানল আরো তীব্র হওয়ার শঙ্কা
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে -কর্নেল অলি
যুক্তরাষ্ট্রের অভিবাসন সমস্যা সমাধানে একটি বড় ধারণা
উত্তর গাজায় ইসরাইলের হামলা : ১০০ দিনে ৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা
চট্টগ্রাম আদালতে ইসকনের তান্ডব : আসামি ৬৩ আইনজীবীর আত্মসমর্পণ, জামিন লাভ
রিকশায় বিশৃঙ্খল ঢাকা
এবার মাদক অধিদপ্তরের ডিসপ্লেতে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে
১ ফেব্রুয়ারি থেকে ওমরাযাত্রীদের ভ্যাকসিন বাধ্যতামূলক
মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সুযোগ অবারিত