পর্যটন গন্তব্য থেকে যেভাবে মাদক সাম্রাজ্য হয়েছে ইকুয়েডর
‘পরিস্থিতি খুবই ভয়াবহ। যে কোনো দিক থেকে মৃত্যু এসে হাজির হতে পারে,’ বলছিলেন পল। ছোট খাটো, হালকা গড়ন, বছর ত্রিশেক বয়স। ইকুয়েডরের সবচেয়ে দুর্ধর্ষ অপরাধী চক্রের সদস্য তিনি। তার বিশ্বাস, গত দেড় বছর ধরে বিপক্ষ দলের হিট লিস্টে (সম্ভাব্য খুনের তালিকায়) তার নাম জ্বলজ্বল করছে। তবু যে তিনি এখনো বেঁচে আছেন তার কারণ তার মায়ের প্রার্থনা।
‘মনে হয় সৃষ্টিকর্তা আমাকে ওপরে...