দক্ষিণ কোরিয়ায় যৌন উৎসব নিয়ে যা হলো
লি হি টাই তার যৌন উৎসবের জন্য অনেক বেশি আশাবাদী ছিলেন। এ ধরনের উৎসব দক্ষিণ কোরিয়ায় ‘প্রথম ও বৃহত্তম’ পর্যায়ের হতে যাচ্ছে ভেবে তিনি গর্ব বোধ করছিলেন।
লি হি টাই কল্পনা করেছিলেন পাঁচ হাজার ভক্ত তাদের প্রিয় জাপানি পর্ন অভিনেতা এবং অভিনেত্রীদের দেখতে ভিড় জমাবেন। গত শনিবার এসব অভিনেতা ও অভিনেত্রী জাপান থেকে উড়ে এসেছিলেন। এই উৎসবে ফ্যাশন শো, সেক্স টয়...