আমার মা তো দেশের জন্য মঙ্গলসূত্র বিসর্জন দিয়েছেন: প্রিয়াঙ্কা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার নারীদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেয়ার যে `কংগ্রেসি পরিকল্পনা`র কথা বলে আক্রমণ করছেন, তার জবাব দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। নিজের দাদী ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং মা - কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর মঙ্গলসূত্র বিসর্জন দেয়ার কথা উল্লেখ করে মঙ্গলবার বেঙ্গালুরুতে এক নির্বাচনী সভায় প্রিয়াঙ্কা গান্ধী বক্তব্য দেন।
ডেকান হেরাল্ড সংবাদপত্র ওই সভার প্রতিবেদন করতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে...