সাপ আতঙ্কে জাপানি বুলেট ট্রেন পরিষেবা বিলম্বিত
জাপানের বহুমুখী বুলেট ট্রেনে সামান্য বিলম্বও বিরল এবং এমনকি আরও অস্বাভাবিক সাপ ঢুকে পড়ে বুলেট ট্রেন পরিষেবাগুলো থামিয়ে দেয়া। মঙ্গলবার সন্ধ্যায়, একজন যাত্রী ৪০-সেন্টিমিটার (প্রায় ১৬-ইঞ্চি) একটি সাপ সম্পর্কে নিরাপত্তা কর্মীদের সতর্ক করেছিলেন।নাগোয়া এবং টোকিওর মধ্যে চলাচলকারী একটি ট্রেনে সাপ লুকিয়ে থাকার ঘটনায় ট্রেনটির যাত্রা ১৭ মিনিট বিলম্বিত হয়।সাপটি বিষাক্ত ছিল কিনা বা কীভাবে এটি ট্রেনে এসেছে তা স্পষ্ট নয়।...