যুক্তরাষ্ট্রে প্রতি ৯৮ সেকেন্ডে কেউ না কেউ যৌন হেনস্থার শিকার
আমেরিকা। অনেকেই বলেন, সব-পেয়েছির দেশ। সেই দেশেই যৌন হেনস্থার তথ্য শুনলে চমকে উঠবেন। নিউইয়র্ক সিটির ন্যাশনাল অর্গানাইজেশন ফর ওম্যানের তথ্য বলছে, প্রতি ৯৮ সেকেন্ডে আমেরিকায় কেউ না কেউ যৌন হেনস্থার শিকার হন। গড়ে ৩ জন মহিলার কমপক্ষে একজন নিকট কারও হাতে যৌন হিংস্রা, ধর্ষণের শিকার হয়েছেন। পুরুষদের থেকে মহিলাদের উপর যৌন নির্যাতনের হার অনেকটাই বেশি। তথ্য বলছে, ধর্ষণ কিংবা যৌন...