দীর্ঘ জীবন পাওয়ার রহস্য কি? জানিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে প্রবীণ ব্যক্তি
এই মুহূর্তে তিনিই বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষ। বয়স ১১১ বছর। উত্তর ইংল্যান্ডের বাসিন্দা ব্রাইটন জন টিনিসউড। ভেনিজুয়েলার জুয়ান ভিসেনটে পেরেজ মোরা কদিন আগে পর্যন্ত ছিলেন বিশ্বের বয়স্কতম ব্যক্তি। কিন্তু ১১৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে এই সপ্তাহেই। তার পর থেকে এই তকমার অধিকারী ব্রাইটন। কিন্তু কীভাবে সম্ভব এমন দীর্ঘায়ু পাওয়া? মোক্ষম জবাব দিয়েছেন ওই বৃদ্ধ।
১১১ বছর ২২২ দিনের ব্রাইটনের জন্ম...