ভারতে প্রথম দফার ভোটে ২৫২ ‘দাগি’ প্রার্থী, শীর্ষে বিজেপি
হাতে আর মাত্র ১০ দিন। তার পরেই শুরু হচ্ছে ভারতের লোকসভার ভোট। ১৯ এপ্রিল ভারতের ২১ রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে আসনে ভোট নেয়া হবে। আর ওই ভোটে খুন, খুনের চেষ্টা, ধর্ষণ-সহ নানা গুরুতর ফৌজদারি মামলার প্রার্থীরা আইনপ্রণেতা হওয়ার লড়াইয়ে নামছেন। তথাকথিত দাগিদের প্রার্থী করার ক্ষেত্রে অবশ্য বাকি দলগুলিকে টেক্কা দিয়েছে স্বচ্ছ রাজনীতির বুলি আওড়ানো নরেন্দ্র মোদির দল। পদ্ম শিবিরের ২৮...