সামনে এল ‘লুনা ক্রেটার’-এর রহস্য, ৪০০০ বছর আগে কী হয়েছিল এখানে?
৪ হাজার বছর আগে পৃথিবীতে ঠিক কী ঘটেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। গুজরাটের ভুজে অবস্থিত ১.৮ কিলোমিটার প্রশস্ত জ্বালামুখ ‘লুনা ক্রেটার’-এর রহস্য উন্মোচিত হয়েছে। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে দেখেছেন, পৃথিবীতে উল্কাপাতের কারণে এই গর্তটি তৈরি হয়েছে।
অনুমান করা হয় যে, গত ৫০ হাজার বছর আগে পৃথিবীর বৃহত্তম উল্কাটি লুনা ক্রেটারে আচড়ে পড়েছিল। উল্কাপি-ের আঘাতে সৃষ্টি হওয়া ধাক্কা এবং বনে আগুন...