চুরি করা ২৪ ল্যাপটপ সহ ভারতে গ্রেফতার যুবতী
ভারতের ২৯ বছর বয়সী এক যুবতী। একে একে তিনি চুরি করেছেন ২৪টি ল্যাপটপ। এর মূল্য প্রায় ১০ লাখ রুপি। কিন্তু চুরি করা ল্যাপটপকে তিনি ‘হজম’ করতে পারেননি। পুলিশের জালে ধরা পড়েছেন। জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সব। এতে বলা হয়, অভিযোগের প্রেক্ষিতে রাজস্থান থেকে ওই যুবতীকে গ্রেপ্তার করেছে ব্যাঙ্গালোর পুলিশ। ২০২২ সাল থেকে বিভিন্ন শহরে ‘পেইয়িং’ গেস্ট হিসেবে থাকার পর এসব ল্যাপটপ...