একটুখানি শীতল পানি-২
২২ মে ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২২ মে ২০২৪, ১২:০৬ এএম
পানি পান করানো ও পানির ব্যবস্থা করার ফযীলতের কথা যেমন হাদিসে এসেছে, তেমনি পানি থেকে বাধা দিলেও কঠিন হুমকির কথা এসেছে। সহীহ বুখারীর বর্ণনা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাদের একজন হলো : চলার পথে যার কাছে প্রয়োজন-অতিরিক্ত পানি ছিল, কিন্তু তা থেকে সে পথিককে দান করেনি। (সহীহ বুখারী : ২৩৫৮)।
আরেকটি বিষয়ও লক্ষ্যণীয়। অনেক সময় বিভিন্নভাবে জনগণের পানি সরবরাহের ক্ষেত্রে বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। বিষয়টি অত্যন্ত নিন্দিত! রাসূল (সা.) এ ব্যাপারে কঠিনভাবে নিষেধ করেছেন এবং বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেনও না। তাদের একজন হলো : ...এবং ওই লোক, যে প্রয়োজন-অতিরিক্ত পানি আটকে রেখেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, যা তুমি নিজে সৃষ্টি করনি, তার প্রয়োজন-অতিরিক্তটা তুমি যেভাবে আটকে রেখেছ, আজ আমিও আমার দয়া ও করুণা আটকে রাখব। (সহীহ বুখারী : ২৩৬৯)।
এছাড়াও আরো বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। পিপাসার্তকে পানি পান না করানোকে আল্লাহ তাআলা নিজের সঙ্গে সম্পৃক্ত করে বলেছেন, সে যেন আমাকে পানি পান করায়নি। হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদের ডেকে বলবেন : হে আদমসন্তান! আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানি দাওনি। সে বলবে, হে প্রভু! কীভাবে আমি আপনাকে পানি পান করাব, আপনি তো সারা জাহানের প্রভু! তিনি বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, কিন্তু তুমি তাকে পানি দাওনি। তুমি যদি তাকে পানি পান করাতে, তা আমার কাছে পেতে। (সহীহ মুসলিম : ২৫৬৯)।
আমরা ইচ্ছা করলে বিভিন্নভাবে লাভ করতে পারি পানি পান করানোর এই গুরুত্বপূর্ণ সওয়াব। মসজিদ ও দ্বীনী কোনো আয়োজন-অনুষ্ঠানে, পথের ধারে, হাঁট-বাজার ও মার্কেটে, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ইত্যাদিতে; যেখানে মানুষ সহজে পানি পায় না বা পানির জন্য উদগ্রীব থাকে। বোতলজাত করে বিশুদ্ধ পানি যেমন বিতরণ করা যায়, তেমনি ফিল্টার জাতীয় কিছুও বসানো যায়। সামর্থ্যবানদের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতির মাধ্যমে নলকূপ বা পানির কল বসানোও সম্ভব। ক্ষমতাসীনদের পক্ষে নগর ও শহরের বিভিন্ন স্থানে পানি পরিশোধন ও সরবরাহের যথাযথ ব্যবস্থা করে দেয়া চমৎকার কাজ। পানি সরবরাহে কোনো বাধা ও প্রতিবন্ধকতা থাকলে তার জন্য যথাযথ ব্যবস্থা নেয়াও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
রাসূল (সা.) মদীনায় আগমন করার পর দেখলেন, এখানে সুপেয় পানি পান করার কোনো ব্যবস্থা নেই। কেবল এক ইহুদীর ‘রূমা’ নামক কূপ ছাড়া আর কোনো পানির ব্যবস্থা নেই, যার পানি অনেক চড়া মূল্যে বিক্রি করা হয়। তখন রাসূল (সা.) কূপটি ব্যক্তি মালিকানা থেকে সরিয়ে আম জনতার জন্য উন্মুক্ত করার ব্যবস্থা করলেন। ঘোষণা দিলেন : কে ‘রূমা’ নামক কূপটি কিনে সাধারণ মুসলিমদের জন্য উন্মুক্ত করে দেবে? এবং এর বিনিময়ে জান্নাতে আরো উত্তম পুরস্কার লাভ করবে? একথা শুনে উসমান (রা.) এই কূপ খরিদ করে জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করলেন। (দ্র. জামে তিরমিযী : ৩৭০৩)।
সময়ের বিবেচনায় কিছু কাজের গুরুত্ব বেড়ে যায়। বাংলায় যাকে বলা হয় ‘সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।’ তীব্র গরম ও দাবদাহের এই মৌসুমে জীবন-জীবিকার জন্য ঘরের বাইরে বের হওয়া মানুষগুলোর মুখে একটুখানি শীতল পানি তুলে দিয়ে অথবা জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থা করে নিজেকে শামিল করে নিতে পারি সৌভাগ্যবানদের কাতারে। লাভ করতে পারি আল্লাহ তাআলার ক্ষমা ও অনুগ্রহ। আল্লাহ তাওফীক দান করুন। (আমীন)।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
মানসিক সুস্থতায় কর্মবিরতি