ঢাকা   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ | ৪ অগ্রহায়ণ ১৪৩১

সে-ই স্বাধীন যে সিজদা করে এক আল্লাহকে

Daily Inqilab মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক

১৮ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০৭ এএম

মুসলিম জাহানের বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীলদের প্রতি হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর একটি ফরমান ছিল- “তোমাদের সব বিষয়ের মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ‘সালাত’। যে তা রক্ষা করেছে অথবা বলেছেন, যে এ ব্যাপারে যত্নবান হয়েছে সে তার দ্বীনকে রক্ষা করেছে। আর যে তা ধ্বংস করেছে সে তো অন্যান্য ব্যাপারে হবে আরো বিধ্বংসী।” (মুয়াত্তা মালেক-৬) আল্লাহর রাসূলের দ্বিতীয় খলিফার এ বাণী ও ফরমান এক অমোঘ বাস্তবতার তরজুমান। আল্লাহর ভয়ই হচ্ছে ওই মহা নিয়ন্ত্রক শক্তি যা মানুষের ভিতর-বাহির গোপন-প্রকাশ্য সব অবস্থাকে নিয়ন্ত্রণ করে। যে শক্তি দুর্বলকেও নিয়ন্ত্রণ করে, শক্তিমানকেও নিয়ন্ত্রণ করে, ক্ষমতাহীনকেও নিয়ন্ত্রণ করে, ক্ষমতাসীনকেও নিয়ন্ত্রণ করে। আল্লাহর ভয় না থাকলে শত ব্যবস্থার মাঝেও অন্যায়-অনাচার চলতে থাকে এবং অন্যায়-নিয়ন্ত্রণের ও সুবিচার প্রতিষ্ঠার দায়িত্ব যাদের তারাই অন্যায়-অবিচারে জড়িয়ে পড়ে; বরং আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে। আর তখনই রক্ষক পরিণত হয় ভক্ষকে আর ব্যবস্থার বজ্র আঁটুনি পর্যবসিত হয় ফস্কা গেরোতে। সত্য যে, পার্থিব জীবনের স্থিতি ও ভারসাম্যের জন্যও তাকওয়া ও আল্লাহ-ভীরুতার কোনো বিকল্প নেই।

আল্লাহভীরু মানুষের মনেই প্রশ্ন জাগে ন্যায়-অন্যায় এবং করণীয়-বর্জনীয়ের। এ কারণেই যে কুরআন সর্বমানবের পথ-প্রদর্শনের জন্য অবতীর্ণ তার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাÑ ‘এ কুরআন পথপ্রদর্শক আল্লাহ-ভীরুদের জন্য।’ (সূরা বাকারা ২ : ৩) অর্থাৎ কুরআনের বিধান ও নির্দেশনায় এদের উপকার হয়। তো এই আসমানি কালাম ও সর্বোত্তম ব্যবস্থার দ্বারাই যখন শুধু তারাই পরিশুদ্ধ হয় যারা আল্লাহভীরু, তাহলে অন্য সব ব্যবস্থার নীতিকথার উপদেশ বাণীতে আল্লাহর ভয় ছাড়া কীভাবে কারো পরিশুদ্ধি ঘটতে পারে।

এ কারণে ব্যক্তি-সংশোধন ও সমাজ-সংশোধনের গোড়ার কথা হচ্ছে, মানুষের মনে আল্লাহর স্মরণ ও আল্লাহর ভয় জাগ্রত করা। এ সেবাই ব্যক্তি ও সমাজের সবচেয়ে বড় সেবা। এ সেবায় যারা নিয়োজিত তারাই সমাজ ও ব্যক্তির সবচেয়ে বড় সেবক। এ সত্য যে জাতি উপলব্ধি করে না সে জাতি আপন শত্রু-মিত্র নির্ভুলভাবে নির্ণয়ে ব্যর্থ হয়। আর যে নেতৃত্ব এ বাস্তবতা সম্পর্কে উদাসীন হয় বা উদাসীন বনে তার দ্বারা জাতীয় কল্যাণের আশা আত্মপ্রবঞ্চনা মাত্র।

জাতীয় উন্নতি-অগ্রগতির জন্য প্রয়োজনীয় জাগতিক শিক্ষা ও কুশলতা অপরিহার্য। আর এ কারণে জাতির সর্ব প্রকারের যোগ্যতা ও কর্ম-কুশলতার বিকাশ-চেষ্টা অতি জরুরি। এ অঙ্গনেও সত্যিকারের কর্ম-পরিকল্পনা ও কর্ম-তৎপরতা তাদের মাধ্যমেই সম্ভব যারা সত্যিকার অর্থেই জাতির ওফাদার সেবক। জাতির প্রতি ওফাদারীর প্রভাবক চেতনা এবং ব্যক্তিস্বার্থ ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠার সৎসাহসেরও প্রধান সূত্র ঈমান ও তাকওয়া। এ দু’য়ের অনুপস্থিতিতে ওই বাস্তবতাই ঘুরে ঘুরে আসে, মুসলিম জাহান এখন যার ভুক্তভোগী।

দ্বিতীয়ত, জাতির সম্মিলিত মেধা ও কুশলতাকে সঠিক পথে পরিচালিত করার জন্যও প্রয়োজন তাকওয়া ও খোদাভীতির। এর অনুপস্থিতিতে সব যোগ্যতা ও কর্মশক্তি ব্যবহৃত হয় ভোগ-বিলাস, অন্যায়-অনাচার ও যুলুম-অবিচারের নিত্য নতুন কৌশল উদ্ভাবনে। ফলে জাতি নিমজ্জিত হয় আত্মবিস্মৃতির এক সর্বগ্রাসী অন্ধকারে এবং জড়িয়ে পড়ে আত্মঘাতী ও ভ্রাতৃঘাতী এক অনিঃশেষ চক্রে।

যে আল্লাহকে সিজদা করে না সে সিজদা করে শয়তানকে; সিজদা করে নিজ খাহিশ ও প্রবৃত্তিকে, সিজদা করে অর্থ ও স্বার্থকে, সিজদা করে প্রচলিত সব পার্থিব রীতি-নীতিকে, সিজদা করে সব অন্যায়-অনাচারকে, সর্বোপরি সিজদা করে এবং করতেই থাকে দেশি-বিদেশি অসংখ্য প্রভুকে। যে ব্যক্তি ও জাতি সৃষ্টিকর্তা আল্লাহকে সিজদা করতে ‘অপমান’ বোধ করে আল্লাহ তাঁর অসংখ্য দাসকে তার প্রভুতে পরিণত করেন। সে তখন ওদেরকেও সিজদা করতে থাকে। এ সব দাস-প্রভুর অধীনতা ও দাসত্বই হয় তার ললাট-লিপি।

এই অধীনতা-প্রবণ মানবের কীভাবে পরিচয় ঘটবে প্রকৃত স্বাধীনতার সাথে? আর কীভাবেই বা সে রক্ষা করবে তার ক্ষুদ্র ও বৃহৎ স্বাধীনতা। অতঃপর এই শ্রেণিই যদি নিয়োজিত হয় জাতি-গোষ্ঠির হক্ব রক্ষার দায়িত্বে তখন যে ধ্বংসযজ্ঞের সূচনা হয় তার ধারা প্রবাহিত হতে থাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

আল্লাহর নবীর খলীফা, অর্ধ বিশ্ব বিস্তৃত মুসলিম জাহানের আমীরুল মুমিনীন সত্যই বলেছেন- ‘যে সালাত ধ্বংস করে সে তো অপরাপর বিষয়ে হয় আরো বিধ্বংসী।’ আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন এবং আমাদের ক্ষুদ্র-বৃহৎ, নৈতিক জাগতিক, ভূখণ্ডগত, আদর্শগত সর্বপ্রকারের স্বাধীনতা রক্ষার তাওফীক দান করুন। (আমীন)


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বান্দা জানে না, কিসে তার কল্যাণ-২
বান্দা জানে না, কিসে তার কল্যাণ-১
শহীদদের রক্তের সঠিক মূল্যায়ন করা না হলে আল্লাহর গজব আসতে পারে জুমার খুৎবা পূর্ব বয়ানে খতিব মুফতি আব্দুল মালেক
কুরআনের ভাষায় মানবহত্যার ভয়াবহতা-৩
কুরআনের ভাষায় মানবহত্যার ভয়াবহতা-২
আরও

আরও পড়ুন

এস আলমের ঋণ জালিয়াতি : বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব

এস আলমের ঋণ জালিয়াতি : বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব

ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে মিসাইল হামলার অনুমতি দিলেন বাইডেন

ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে মিসাইল হামলার অনুমতি দিলেন বাইডেন

আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে

আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে

গাজায় ইসরাইলের তাণ্ডব চলছেই, নিহত আরও ৯৬ ফিলিস্তিনি

গাজায় ইসরাইলের তাণ্ডব চলছেই, নিহত আরও ৯৬ ফিলিস্তিনি

ইজতেমা : প্রথম পর্বেই থাকছেন জুবায়েরপন্থিরা, ২য় পর্বে আসতে পারেন মাওলানা সাদ

ইজতেমা : প্রথম পর্বেই থাকছেন জুবায়েরপন্থিরা, ২য় পর্বে আসতে পারেন মাওলানা সাদ

কমছে চাকরিতে আবেদন ফি, শিগগিরই আদেশ জারি

কমছে চাকরিতে আবেদন ফি, শিগগিরই আদেশ জারি

সউদী আরবে বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা

সউদী আরবে বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা

সাবেক হুইপ আতিকের দুর্নীতিসহ নানা অভিযোগ

সাবেক হুইপ আতিকের দুর্নীতিসহ নানা অভিযোগ

গাজায় আবাসিক টাওয়ারে হামলা, ৭২ ফিলিস্তিনি নিহত

গাজায় আবাসিক টাওয়ারে হামলা, ৭২ ফিলিস্তিনি নিহত

বাইডেনের কাছে ৪৬ কংগ্রেস ম্যানের চিঠি,ইমরান খানের মুক্তির দাবি

বাইডেনের কাছে ৪৬ কংগ্রেস ম্যানের চিঠি,ইমরান খানের মুক্তির দাবি

সোনারগাঁয়ে টিস্যু কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

সোনারগাঁয়ে টিস্যু কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

জমজমের পানি পানে সৌদির নতুন নির্দেশনা

জমজমের পানি পানে সৌদির নতুন নির্দেশনা

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর প্রধান মুখপাত্র নিহত

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর প্রধান মুখপাত্র নিহত

গিলেস্পিকে সরিয়ে পাকিস্তানের কোচ হচ্ছেন আকিব জাভেদ

গিলেস্পিকে সরিয়ে পাকিস্তানের কোচ হচ্ছেন আকিব জাভেদ

সিনিয়র হামাস নেতারা কাতার থেকে তুরস্কে

সিনিয়র হামাস নেতারা কাতার থেকে তুরস্কে

ক্রীড়া ফেডারেশনগুলো জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে: আসিফ

ক্রীড়া ফেডারেশনগুলো জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে: আসিফ

বৃষ্টির কবলে উইন্ডিজ-ইংল্যান্ড শেষ টি-টোয়েন্টি

বৃষ্টির কবলে উইন্ডিজ-ইংল্যান্ড শেষ টি-টোয়েন্টি

ইতালির বিপক্ষে হিসাব চুকাল ফ্রান্স,ইংল্যান্ডের গোল উৎসব

ইতালির বিপক্ষে হিসাব চুকাল ফ্রান্স,ইংল্যান্ডের গোল উৎসব

হল্যান্ডের হ্যাটট্রিকে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে নরওয়ে

হল্যান্ডের হ্যাটট্রিকে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে নরওয়ে

ম্যাককালাম যোগ দেয়ার আগেই চাকরি গেল দুই সহকারী কোচের

ম্যাককালাম যোগ দেয়ার আগেই চাকরি গেল দুই সহকারী কোচের