বড়কে মান্য করুন, বৃদ্ধকে সম্মান করুন-১
২২ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম

আল্লাহপাক আমাদেরকে ঈমান ও ইসলাম নসিব করেছেন, তাঁর বন্দেগির সুযোগ ও তাওফিক দান করেছেন- এ তাঁর অনেক বড় দান। আল্লাহর রাসূল (সা.)-এর সাহাবায়ে কেরাম আল্লাহপাকের এই দান সম্পর্কে সচেতন ছিলেন এবং তাঁরা এই দানের শোকরগোজারি করতেন।
হাদিসে আছে, রাসূলে কারিম (সা.) একবার সাহাবায়ে কেরামের এক মজলিসে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কী করছ? সাহাবায়ে কেরাম বললেনÑ ‘আল্লাহপাক যে আমাদের ইসলামের পথ দেখিয়েছেন, সে জন্য তাঁর শোকর গোজারি করছি।’ (সহিহ মুসলিম-২৭০১) সাহাবায়ে কেরাম যেহেতু কষ্ট করে, প্রতিক‚ল পরিবেশে ইসলামকে পেয়েছিলেন, কষ্ট করে ইসলামকে রক্ষা করেছিলেন, ইসলামের জন্য ত্যাগ ও কোরবানি করেছিলেন এবং রাসূলে কারিম (সা.)-এর নিকট থেকে ইসলামের গুরুত্ব উপলব্ধি করেছিলেন, এজন্য তাঁদের কাছে ইসলামের মর্যাদা ছিল।
তাঁরা প্রয়োজন মনে করেছেন আল্লাহপাকের শোকর গোজারি করার, ঈমান ও ইসলামরূপী এই মহাসম্পদের জন্য তাঁর কৃতজ্ঞতা স্বীকার করার। তাঁরা আল্লাহপাকের শোকর গোজারি করেছেন যে, তিনি তাদের কুফর থেকে, শিরক থেকে রক্ষা করেছেন, ফিস্ক থেকে, নাফরমানি থেকে রক্ষা করেছেন এবং একটি নির্মল আদর্শ একটি পবিত্র জীবন দান করেছেন।
আমরা যারা মুসলিম, ইসলাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। ইসলামের সৌন্দর্য ও যথার্থতা সম্পর্কে এই পরিমাণ জ্ঞান ও প্রজ্ঞা থাকা প্রয়োজন, যার দ্বারা অন্তর প্রশান্ত হয়, মনে আত্মবিশ্বাস জন্মে এবং আল্লাহপাকের শোকর গোজারির উৎসাহ জাগে। এই দ্বীন সম্পর্কে যদি সঠিক সূত্র থেকে সঠিক ধারণা অর্জন করা যায় তাহলে অবশ্যই একজন মুসলিমের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও শোকর উৎসারিত হবে।
ইসলাম তো আল্লাহর দ্বীন, আল্লাহপাকের তরফ থেকে আসা নূর ও আলো, হেদায়েত ও পথনির্দেশ, ইসলামের শিক্ষা ও নির্দেশনাগুলো ইনসাফের সাথে লক্ষ্য করা হলে এর মাহাত্ম্য, যথার্থতা ও ন্যায়সঙ্গতা অবশ্যই বুঝে আসবে। এটুকু জ্ঞান ও উপলব্ধি একজন মুমিনের অর্জন করা জরুরি।
আমি উদাহরণ হিসেবে একটি বিখ্যাত হাদিস তুলে ধরছি। হজরত আবু হুরায়রা (রা.) রাসূলে কারিম (সা.)-এর একজন বিখ্যাত সাহাবি, আল্লাহর রাসূল (সা.) থেকে হাদিস বর্ণনা করেছেন, ‘যে আমাদের ছোটকে দয়া করে না, আমাদের বড়র হক আদায় করে না সে আমাদের নয়।’ (সুনানে আবু দাউদ-৪৯৪৩) তো মুমিনের বৈশিষ্ট্য, ছোটকে দয়া করা এবং বড়র হক আদায় করা।
দুনিয়াতে আল্লাহপাকের যে নেজাম ও ব্যবস্থা, ‘বড় এবং ছোট’ সেই ব্যবস্থারই অংশ। একে অস্বীকার করার কোনো উপায় নেই। আল্লাহপাক সব মানুষকে সবদিক থেকে এক-সমান করেননি। একেক মানুষকে একেক বৈশিষ্ট্য দান করেছেন। এই বৈশিষ্ট্যের কারণে কেউ বড়, কেউ ছোট। ‘বড় ও ছোট’র অনেক দিক আছে। সবচেয়ে প্রকাশ্য দিক, বয়সের দিক থেকে বড়-ছোট। আল্লাহপাক পৃথিবীতে কাউকে আগে পাঠান, কাউকে পরে।
তাই বয়সের দিক থেকে কেউ বড়, কেউ ছোট। আবার শক্তি-সামর্থ্যরে দিক থেকে কেউ বড়, কেউ ছোট। জ্ঞান-প্রজ্ঞার দিক থেকে কেউ বড়, কেউ ছোট। পদ ও ক্ষমতার দিক থেকে কেউ বড়, কেউ ছোট। এখন পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে হলে কার সাথে কী আচরণ সুন্দর ও যথার্থ তা জানা থাকা দরকার।
আল্লাহর রাসূল (সা.)-এর বাণী, (যে আমাদের ছোটকে দয়া করে না...) থেকে বোঝা গেল, ছোটর সাথে আচরণ হবে দয়াপূর্ণ, মমতাপূর্ণ। ছোটর সাথে আচরণের মূল ভিত্তি হবে ‘আর রাহমান’ দয়া ও মমতা। দয়া-মায়ার আচরণের দ্বারাই ছোটর হক আদায় করা সম্ভব হবে।
‘ছোটর প্রতি দয়া’ শিরোনামে অনেক কিছু আসে। ছোটর ভুল ক্ষমা করা, তার শিক্ষা-দীক্ষা, উন্নতির চেষ্টা করা, তার সাথে কোমল আচরণ করা, তার বিভিন্ন প্রয়োজন পূরণ করা- এই সব কিছু দয়া ও মমতার একেকটি দিক, একেকটি প্রকাশ। সমাজের যারা সহায়-সম্বলহীন মানুষ, তারাও একদিক থেকে ছোট, তাদের সাথে আচরণের মানদÐ এই হাদিসে পাওয়া গেল। আর তা হচ্ছে, ‘আর রাহমান’-দয়া ও মমতা। রাসূলে কারিম (সা.) ইরশাদ করেন, ‘আল্লাহপাক বান্দার সহযোগিতায় ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে।’ (সহিহ মুসলিম-২৬৯৯)
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫ আহত ৩৫

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ৯ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী যুক্তরাজ্যে

শেষ পর্যন্ত লড়াই চালানোর ঘোষণা: ট্রাম্পের হুমকির জবাব দিলো চীন

কারিনা সুবিধার মেয়ে নয়,যা করবে, ভেবেচিন্তে কোরো

দাউদকান্দিতে শিক্ষার মানউন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে মাছ ধরা নিয়ে সংঘর্ষ গুলিবিদ্ধ -৩

সার্বজনীন স্বাস্থ্য-কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান: অধ্যাপক সায়েদুর রহমান

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দৌলতখানে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

ব্যাংকিং সেবার আধুনিকায়নে বাংলাদেশ ও দ. কোরিয়ান প্রতিষ্ঠানের চুক্তি

কঙ্গোর উত্তেজনার মধ্যে রুয়ান্ডায় গণহত্যার ৩১তম বার্ষিকী পালিত

কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আড়াইহাজারে সুইডিশ কোম্পানির কারখানা স্থাপনে সমঝোতা সই

ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট, সিলেটে আটক ১৪

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিনিয়োগকারীরা

সারাদেশে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪৯

প্রবাসীদের ভোটের সুযোগ খুব সহজ নয় : সিইসি

তেল আবিব-লোহিত সাগরে মার্কিন নৌবহরে হামলার দাবি হুথিদের

বিচ্ছেদকে প্রাঙ্ক বলে ঢাকার চেষ্টা,প্রাক্তনের সম্মান রক্ষার্থে অভিনেতার মিথ্যার আশ্রয়

গাজাবাসীকে অন্য দেশে পাঠাতে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

আপাতত স্বাধীনতা কনসার্ট হচ্ছে না