কখনো ফকির কখনো বাদশাহ
০৪ আগস্ট ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৩, ১২:০৬ এএম
ঈমান, ইহসান, তাকওয়া ও তাহারাত- এ জিনিসগুলো মানুষের মাঝে সবসময় একই মাত্রায় ও একই পরিমাণে উপস্থিত থাকে না। বাড়ে কমে, ওঠানামা করে। যখন বাড়তে থাকে তখন আমল-ইবাদত ও সব রকম নেক কাজের প্রতি আগ্রহ থাকে ঊর্ধ্বমুখী। আত্মিক প্রশান্তি ও কর্মোদ্দীপনাও বেড়ে যায় বহুগুণ। আর যখন এতে ভাটার টান শুরু হয় তখন ক্রমেই নির্জীব ও নিস্তেজ হতে থাকে হৃদয়। নেক কাজের প্রতি সেই উৎসাহ তখন হয়ে পড়ে নিম্নমূখী। গোনাহের প্রতি ঘৃণা ও গর্হিতকে বর্জন করার প্রেরণাও হয়ে পড়ে শিথিল। শয়তানী আক্রমণের সামনে মানুষ তখন হয়ে পড়ে অসহায়। গাফলত তখন তাকে কাবু করে সহজেই। অন্তর ভরে যায় অস্থিরতায়। পিপাসাকাতর মন শুধু খুঁজে ফেরে সেই সুধা অমৃত, যা পান করে সে হবে জাগ্রত, উজ্জীবিত এবং প্রাণময়। কিন্তু সেই সঞ্জীবনী সুধাটি কী? কুরআন বলে তা হলো আল্লাহর জিকির এবং তিলাওয়াতে কুরআন।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে : শোন, আল্লাহর জিকির ও তাঁর স্মরণে হৃদয়সমূহ প্রশান্ত হয়। (সূরা রাআ‘দ : ২৮)। অন্য আয়াতে ইরশাদ হয়েছে : মুমিনরা তো এমন, যখন আল্লাহর কথা বলা হয় এবং আল্লাহর নাম উচ্চারিত হয় তখন তাদের অন্তর ভীত কম্পিত হয়। আর যখন তাদের সামনে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তা বৃদ্ধি করে তাদের ইমান। (সূরা আনফাল : ২)। আরেক আয়াতে ইরশাদ হয়েছে : উপদেশ দিন, আলোচনা করুন। স্মরণ করাতে থাকুন। কেননা মুমিনদের এতে উপকার হয়। (সূরা যারিয়াত : ৫৫)।
শেষোক্ত আয়াতটি বলছে, নসিহতমূলক আলোচনা শোনা ও এ জাতীয় মজলিসে বসা ইমান বৃদ্ধি ও ইমানী শক্তি পুনরুদ্ধারে সহায়ক হয়। প্রথম আয়াতটি আবার লক্ষ করি-‘আল্লাহর জিকিরে দিল নরম হয়, আত্মিক প্রশান্তি লাভ করা যায়’। আসলে জিকিরই হচ্ছে সেই বারি-নির্ঝর, যা গোনাহের কারণে শক্ত হয়ে যাওয়া হৃদয়ের বিশুষ্ক মাটিকে সিক্ত ও সজীব করে তোলে। তাতে ঊর্বরতা ফেরায়।
আর ‘জিকরা’ বা নসিহতমূলক আলোচনার সাথে জিকিরের সম্পর্ক তেমন, যেমন বাতাসের সাথে সম্পর্ক মেঘের। বাতাস যেমন খন্ড-বিখন্ড মেঘমালাকে একত্র করে ঘণবর্ষণের পরিবেশ সৃষ্টি করে। তেমনি দ্বীন-ইমানের আলোচনা এবং আল্লাহর মাহাত্ম্য-বর্ণনা হৃদয়ের আকাশে বর্ষপূর্ব মেঘের আবহ তৈরি করে। মনের বিক্ষিপ্ত ভাব দূর করে তাকে আল্লাহর স্মরণে একাগ্র ও ধ্যানমগ্ন করে।
আর তাতেই প্রথমে হালকা ও মাঝারি এবং তারপর শুরু হয় জিকিরের ভারী বর্ষণ, যা হৃদয়ের ভ‚মি থেকে সমস্ত আবর্জনা ভাসিয়ে নিয়ে যায়। অন্তরাত্মাকে করে শীতল। মনকে করে কোমল। যেখানে ইমানের বৃক্ষ আবার কুসুমিত পল্লবিত হয়ে শাখা-প্রশাখা ছেড়ে সমস্ত আকাশ ছেয়ে যায়...। আলোচনায় মুমিনের এমনই ফায়েদা হয়। তৃতীয় আয়াতটির সাথে দ্বিতীয় আয়াতকে মিলিয়ে দেখলেও একই রকম চিত্র পাওয়া যায়। ‘মুমিনরা তো হলো এমন, যখন আল্লাহর নাম উচ্চারিত হয় তখন অন্তর ভয়ে কম্পিত হয়’। যদি সে গাফেলহৃদয় হয় তবুও।
আল্লাহর নাম শুনলে, আল্লাহর নাম নিয়ে তাকে কিছু বলা হলে, উপদেশ দেয়া হলে হঠাৎ সে কেঁপে ওঠে। হুঁশ হয়, সম্বিৎ ফিরে পায়। শত হোক, সে যে মুমিনহৃদয়! গাফলতের ঘোর তাই কেটে যায়। আল্লাহর ভয়ে পাপ থেকে ফিরে সে আবার যাত্রা করে তাকওয়া ও তাহারাতের পথে। পাপ-পঙ্কিলতাহীন স্বচ্ছ-সুন্দর হৃদয়ে তখন আল্লাহর আয়াতসমূহ যতই অনুরণিত হয় ততই তার ইমান ও ইমানী চেতনা বৃদ্ধি পায়। ‘আর যখন তাদের সামনে তিলাওয়াত করা হয় তাঁর আয়াত তখন তা বৃদ্ধি করে তাদের ইমান’।
আল্লাহর অস্তিত্ব অনুভব করে আবদিয়াত ও ঊবুদিয়ত তথা বন্দেগির চরম শিখরে শুরু হয় তার আরোহণ-চেষ্টা। ঊর্ধ্বারোহণের সেই পরম মুহূর্তে মুখে যখন উচ্চারিত হয় ‘আল্লাহ আল্লাহ’ তখন যে অপার্থিব অসামান্য তৃপ্তি ও ভালোলাগা তার সমগ্র সত্তাকে আন্দোলিত উদ্বেলিত করতে থাকে আসলে সেটাই তার ঠিকানা। তার শান্তি ও স্বস্তির আসল জায়গা। তার প্রকৃত অবস্থান। যেটা হারালে সে হয়ে পড়ে ফকির। আর ফিরে পেলে হয়ে ওঠে পৃথিবীর তাবৎ সুখের মালিক মুকুটহীন বাদশাহ।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান