সুন্নাত নামাজে উচ্চস্বরে কেরাত পড়া প্রসঙ্গে।
খাইরুল ইসলাম
ইমেইল থেকে
প্রশ্ন : পাশের মুসল্লী শুনতে পাচ্ছে এতটুকু আওয়াজে কি সুন্নাত নামাজের কেরাত পড়া যাবে?
উত্তর : যাবে না। যে নামাজে কেরাত আস্তে পড়ার হুকুম, সেখানে আস্তেই পড়তে হবে। আস্তে পড়া মানে, মুখে আস্তে আস্তে উচ্চারণ। মনে মনে পড়া নয়। আস্তে পড়ার মধ্যে যদি এমন হয় যে, নিজে নিজের পড়াটি শুনতে পায়, তাহলে চলে। পাশের মুসল্লী শোনেন এত জোরে পড়া...