প্রশ্ন: শবেবরাত কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: শা’বান মাসের মধ্যবর্তী রজনী তথা ১৪ তারিখ দিনগত রাতকে শবে বরাত বলা হয়। ‘শব’ অর্থ রাত আর ‘বরাত’ অর্থ মুক্তি। সুতরাং শবেবরাত অর্থ হলো মুক্তির রাত। এই রাতে আল্লাহ তায়ালা অবারিত রহমত বর্ষণ করেন। বান্দাদেরকে উদারচিত্তে ক্ষমা করেন। জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেন, এজন্য এই রাতকে শবেবরাত বলা হয়। হাদীস শরীফে শবেবরাতকে ‘নিসফে শা’বান’ বলা হয়েছে। মুসলিম উম্মাহর কাছে...