বিড়ালের বাচ্চাকে দূরে কোথাও ফেলে দেওয়া প্রসঙ্গে।
নাহিদ পারভীনইমেইল থেকে
প্রশ্ন : একটি বিড়াল ছানা মাঝেমধ্যে আমার ঘরে ঢুকে সোফায় বিছানায় মল-মূত্র ত্যাগ করে দিত। এজন্য পরিবারের সদস্যরা আমাকে কথা শুনাত, কারণ আমি ওকে খাবার দিতাম। তাই বিরক্ত হয়ে আমি তাকে দূরে ছেড়ে আসি। এখন বাচ্চাটি যদি না খেতে পেয়ে বা অন্য কোনো বিড়লের আক্রমণে মারা যায়, তাহলে কি আমি গুনাহগার হব?
উত্তর : আপনি গুনাহগার হবেন না। কারণ,...