তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫শ’ কোটি ডলার জমা সউদীর
০৯ মার্চ ২০২৩, ০৮:১৭ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০০ এএম
উন্নয়ন তহবিলের মাধ্যমে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫০০ কোটি ডলার জমা দিয়েছে সউদী আরব। এ বিষয়ে গতকাল সউদী আরবের পর্যটনমন্ত্রী ও সউদী উন্নয়ন তহবিলের চেয়ারম্যান আহমেদ আল-খাতীব তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহাপ কাভচুগলুর সঙ্গে একটি চুক্তি সই করেন। বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এ আমানত করা হয়েছে। খবর দ্য ন্যাশনাল। সউদী উন্নয়ন তহবিল কর্তৃপক্ষ জানিয়েছে, আমানতটি উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং ঐতিহাসিক সম্পর্কের প্রমাণ। পাশাপাশি এটি তুরস্কের অর্থনীতির ভিত মজবুত করতে, সামাজিক সমৃদ্ধি বজায় রাখতে এবং টেকসই উন্নয়ন প্রচেষ্টায় সউদী আরবের সহযোগিতার প্রতিশ্রুতি। কর্তৃপক্ষ বলছে, আমানতটি তুরস্কের অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করবে এবং এটি তুর্কি নাগরিকদের প্রতি সউদী আরবের শক্তিশালী সমর্থন। এছাড়া তুরস্কের ভবিষ্যৎ অর্থনীতির প্রতি সউদী আরবের আস্থার প্রতিফলনও বটে। ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভ‚মিকম্পের কবলে পড়ে তুরস্ক। এর পরে থেমে থেমে প্রায় ৭ হাজার ৫০০ আফটার শক অনুভ‚ত হয় দেশটিতে। ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ ভয়াবহ এ দুর্যোগে প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয়। ক্ষতিগ্রস্ত হয় ১ লাখ ৫ হাজারের অধিক ভবন। এরই পরিপ্রেক্ষিতে তুরস্কের ব্যাংকে উন্নয়ন তহবিলের মাধ্যমে বড় ধরনের আমানত করেছে সউদী আরব। বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে, দুর্যোগের ফলে তুরস্কের অবকাঠামো পুনর্গঠন ও পুনরুদ্ধারের খরচ ৬ হাজার ৮০০ কোটি ডলার অতিক্রম করতে পারে। ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা সংস্থাটি গত মাসে প্রকাশিত ৫০ পৃষ্ঠার ‘র্যাপিড ড্যামেজ অ্যাসেসমেন্ট’ প্রতিবেদনে জানিয়েছে, ৬ ফেব্রুয়ারির দুর্যোগের ফলে আনুমানিক ৩ হাজার ৪২০ কোটি ডলার প্রত্যক্ষ ক্ষতির মুখে পড়েছে দেশটি। এ ক্ষতির পরিমাণ তুরস্কের ২০২১ সালের মোট জিডিপির প্রায় ৪ শতাংশের সমান। বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়, তুরস্কের অর্থনীতিতে দুর্যোগের অপ্রত্যক্ষ বা সেকেন্ডারি প্রভাবের আনুমানিক ব্যয় এ পূর্বাভাসে অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া প্রতিবেদনটি তুরস্কের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দুর্যোগের প্রভাবের পূর্বাভাসও নয়। বিশ্বব্যাংক বলছে, অর্থনৈতিক বিপর্যয়ের সঙ্গে সঙ্গে তুরস্কের জিডিপিও প্রভাবিত হবে। ক্রমেই এর প্রভাব দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ঝুঁকি বিশ্লেষক প্রতিষ্ঠান ভেরিস্কের মতে, তুরস্কের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থনীতি বিশ্লেষক প্রতিষ্ঠান জেপি মরগানের তথ্য বলছে, ক্ষতির পরিমাণ ২ হাজার ৫০০ কোটি ডলার। এদিকে দুর্যোগসংক্রান্ত আরেক মার্কিন বিশ্লেষক প্রতিষ্ঠান কারেন ক্লার্ক অ্যন্ড কোম্পানির তথ্যমতে, দুর্যোগে দেশটির ক্ষতির পরিমাণ ২ হাজার কোটি ডলার। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে একটি চুক্তি সই হয়। ন্যাশনাল।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী