আমাদের মনোবল ভাঙতে পারবে না
০৬ জুলাই ২০২৩, ০৮:১৭ পিএম | আপডেট: ০৭ জুলাই ২০২৩, ১২:০৩ এএম

দুদিনের ইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবির। সবকিছু হারিয়ে হাহাকার বাসিন্দাদের। তবে কঠিন এ পরিস্থিতিতেও ভেঙে পরেননি সেখানকার উদ্বাস্তুরা। ইসরাইলকে উদ্দেশ্য করে দৃঢ় কণ্ঠে জানান দিয়েছেন, ‘তারা আমাদের মনোবল ভাঙতে পারবে না এবং আমাদের ভয় দেখাতেও অক্ষম।’ বুধবার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জেনিন শরণার্থী শিবিরের বাসিন্দা আনাম আওয়াদ (৪৮)। আকস্মিক হামলায় জেনিন পশ্চিম তীরে বাড়িঘর, রাস্তাঘাট, গাড়িসহ স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৬৫ বছর বয়সী জেনিন বাসিন্দা ওয়ালেদ মনসুর বলেন, ‘তারা (ইসরাইলরা) আমাদের বাড়ি এসেছিল। আমাদের দরজা উড়িয়ে দিয়েছে। তাদের কুকুরকেও আমার দিকে লেলিয়ে দিয়েছে। সেটি আমার বুকে উঠে আমাকে আক্রমণ করেছে।’ ইসরাইলি হামলার স্বীকার আরেক জেনিন বাসিন্দা মোহাম্মদ তালেব (৩৯) জানান, ‘তাদের মিসাইল আমার গাড়ি উড়িয়ে দিয়েছে। আমি প্রতিদিন কাজে যেতে এই গাড়ি ব্যবহার করতাম। আমরা এ ধ্বংস আশা করিনি। তাদের লক্ষ্য হলো শুধু ধ্বংস এবং ধ্বংস করা।’ ৪৬ বছর বয়সী আয়মান সাদী বলেন, ‘তারা ব্যাখ্যা দিয়েছিলেন তারা সন্ত্রাসবাদীদের দমনে এসেছিলেন কিন্তু তার পরিবর্তে তারা জনগণকে শাস্তি দিয়ে গেছেন।’ ইসরাইলের দুইদিনের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে জেনিনের শত শত বাড়ি। হাজার হাজার ফিলিস্তিনির বাস জেনিনের শরণার্থী শিবিরে। কিন্তু ইসরাইলি বাহিনীর তা-বে এই শিবির ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই কমবেশি ক্ষতি হয়েছে। দেয়ালে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ধ্বংস করা হয়েছে অসংখ্য গাড়ি। চারদিকেই দেখা যাচ্ছে দেয়ালের টুকরা, কাচ ও বুলেটের খোসা। বিবিসি জানিয়েছে, ইসরাইলি সেনাদের চলে যাওয়ার পর শিবিরে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। দুইদিনের ওই অভিযানে অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এক ইসরাইলি সেনারও মৃত্যু হয় পাল্টা আক্রমণে। জেনিন থেকে সরে আসলেও এখন গাজায় আক্রমণ চালাচ্ছে ইসরাইল। সেখানে বিমান থেকে বোমা ফেলা হচ্ছে। ইসরাইলের দাবি, হামাসের রকেট হামলার জবাবেই এই বিমান হামলা চলছে। বুধবার গাজা থেকে ছোড়া পাঁচটি মিসাইল ধ্বংস করে দেয় ইসরাইল। কোন ফিলিস্তিনি গোষ্ঠী এসব রকেট হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ইসরাইলি সামরিক বাহিনী বলছে, হামাস ব্যবহার করতো এমন একটি ভূগর্ভস্থ অস্ত্র তৈরির কারখানা তারা জেট বিমান থেকে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। এর আগে ইসরাইলের রাজধানী তেল-আবিবে ছুরি হামলা চালিয়ে সাত জনকে আহত করে এক হামাস সদস্য। তবে পরে এক ইসরাইলি বেসামরিকের গুলিতে সে নিহত হয়। এদিকে নিহত ফিলিস্তিনিদের জানাজায় হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। আয়োজন করা হয় শোক মিছিলেরও। ফিলিস্তিনি নেতারা অভিযোগ করেছেন ইসরাইল জেনিনে আগ্রাসন চালিয়েছে। উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল টুইটারে একের পর এক পোস্ট করে ইসরাইলি বর্বরতা থামানোর আহ্বান জানিয়েছে। আর-জাজিরা, বিবিসি।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অবশেষে চালু হলো কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল,স্বল্প পরিসরে রোগী ভর্তি শুরু

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জন্য উপজেলা নির্বাহী অফিসার ১০টি বৈদ্যুতিক ফ্যান উপহার

সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে ইরান

নেত্রকোনায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বদরগঞ্জে বিএনপির ৬ নেতা বহিস্কার

ইন্দুরকানীতে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সিলেটে সন্ত্রাসী কায়দায় বয়কটের নামে হামলা, সন্দেহের তীর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দিকে

‘হত্যাকাণ্ড বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে হবে’

নাসিরের ফেরার ম্যাচে গাজীর হার

ইজরাইল বিরোধী বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ময়মনসিংহ

আদমদীঘিতে জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

”ময়মনসিংহ নগরীর খাল খনন, পকেট ভরছে কর্মকর্তাদের; দুর্ভোগ জনসাধারণের”

মুন্সীগঞ্জে ইসরায়েলী বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযঙ্গের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

গাজাবাসীদের সমর্থনে হরতালে বিক্ষোভে সারা দেশ উত্তাল জনতার ঢল নেমেছিল মিছিলে

মিছিলে মিছিলে উত্তলা রংপুর মহানগরী

কেরানীগঞ্জে জুবায়ের হত্যা মামলায় আরো ৩ জন গ্রেফতার

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চবি মিনারের বিক্ষোভ সমাবেশ

গাজায় ইসরায়েল গণহত্যার প্রতিবাদে সিলেটের রাজপথে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল