২৩ ফুট উঁচু ঢেউয়ে সব নিশ্চিহ্ন
১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম

ভয়াবহ বন্যায় লিবিয়ার ডেরনা শহরে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩০০ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছে দশ হাজারেরও বেশি মানুষ। গতকাল শুক্রবারও শহরের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চলছিল। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারি বৃষ্টিপাতের ফলে ডেরনা শহর থেকে ১২ কিলোমিটার দূরের একটি বাঁধ প্রথমে ধসে যায়। এরপর আরেকটি বাঁধ এবং চারটি সেতু ভেঙে শহরটি তলিয়ে যেতে থাকে। দ্রুত পানি বাড়তে থাকায় অল্প সময়ের মধ্যে শহর তলিয়ে যায়। এতে বিভিন্ন অবকাঠামো ধসে ১৩ ফুট উঁচু ধ্বংসস্তূপ জমা পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরো বহু মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের কারণে বিভিন্ন উদ্ধার সরঞ্জাম ঘটনাস্থলে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে উদ্ধারকর্মীদের জন্য। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রিসেন্টের (আইসিআরসি) লিবিয়ার প্রতিনিধিদলের প্রধান ইয়ান ফ্রিদেজ বলেন, ‘বিপর্যয়টি ছিল খুবই ভয়ানক। ২৩ ফুট উঁচু ঢেউ এসে শহরের বহুতল ভবনগুলো নিশ্চিহ্ন করে দিয়েছে। অবকাঠামোগুলো সাগরে ভাসিয়ে নিয়ে গেছে। এখন পরিবারের সদস্যরা নিখোঁজ, বহু মৃতদেহ সমুদ্রতীরে ভেসে উঠেছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে।’ ডেরনা শহরের মেয়র আব্দেল মনীম আল-ঘাহথি বলেন, নিহতের সংখ্যা দুই হাজারে পৌঁছাতে পারে। বন্যায় বাস্তুহারা হয়ে পড়েছে তিন হাজারেরও বেশি মানুষ। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘কয়েক সেকেন্ডের মধ্যে আচমকা পানির স্তর বেড়ে যায়।’ বন্যায় তিনি তার মায়ের সঙ্গে ভেসে গিয়েছিলেন। বহু কষ্টে তারা প্রাণে বেঁচে গেছেন। হাসপাতালের বিছানায় শুয়ে আহত আরেক বাসিন্দা বলেন, পানি বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ভবনের উপরের তলায় যেতে থাকি। উঠতে উঠতে চতুর্থ তলায় চলে যাই। সেখানেও পানি পৌঁছে গিয়েছিল। এদিকে, লিবিয়ায় ভয়াবহ বন্যায় নিহতদের গণকবর দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিওএইচও) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তারা বলেছে, এটা নিহতদের পরিবারগুলোকে দীর্ঘমেয়াদী মানসিক যন্ত্রণার পাশাপাশি বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। জাতিসংঘ বলছে, লিবিয়া এক দশকের সংঘাত এবং রাজনৈতিক বিশৃংখলায় বিভক্ত এক জাতির দেশ লিবিয়া। গত রবিবার তীব্র বৃষ্টির ফলে দুটি বাঁধ ফেটে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষকে গণকবরে সমাহিত করা হয়েছে। গত ৭ দিনে উদ্ধার হয়েছে ১১ হাজার ৩০০টি লাশ। নিখোঁজ আছেন হাজারও মানুষ। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির বিলাল সাবলুহ বলেন, ‘ধসে পড়া ভবন ও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে অনেক মানুষ। আমার এক সহকর্মী ডেরনার কাছে সমুদ্র সৈকতে ২০০টিরও বেশি লাশ গণনা করেছেন মাত্র দুই ঘণ্টায়।’ লিবিয়ার ত্রিপোলিভিত্তিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী ইব্রাহিম আল আরাবি বলেন, ‘লাশ, মৃত প্রাণী, আবর্জনা এবং রাসায়নিক পদার্থের কারণে ভূগর্ভস্থ পানি দূষিত হচ্ছে। আমরা জনগণকে ডেরনার কূপের কাছে না যাওয়ার জন্য অনুরোধ করছি।’ ডেরনার ওয়াহদা হাসপাতালের প্রধান মোহাম্মদ আল-কাবিসি বলেন, ‘পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। তবে এখন পর্যন্ত কোনও কলেরা রোগীর সন্ধান মেলেনি।’ আল-জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

রাজধানীতে মিশরীয় খাদ্য উৎসব, ৬ দিন চলবে

জার্মানির একত্রীকরণ ‘নিখুঁত’ হয়নি ৩৩ বছরেও

ফের শুরু হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ

পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু

রাজধানীতে থানায় থানায় জামায়াতের বিক্ষোভ

রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ করায় নোয়াখালীতে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

বিরামপুরে বরযাত্রীর বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে এসআইসহ নিহত ২

কেয়ারটেকার সরকার ছাড়া এদেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নিবে না : ড. হেলাল উদ্দিন

ফেনীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

বিএনপির পেশাজীবী কনভেনশনে ভিড়

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে অবাধ–সুষ্ঠু নির্বাচনের গুরুত্বারোপ

বগুড়ায় ডিবি হেফাজতে আইনজীবী সহকারীর মৃত্যুতে তোলপাড়

কুবি উপাচার্যের আস্থাভাজন হওয়ায় অধ্যাপক হচ্ছেন বিশেষ বিবেচনায়!

শেওড়াপাড়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

এ যেন এক অন্য অক্সফোর্ড, প্রকাশ্যে অপরাধ-মানচিত্র

আমাজন নদীতে মড়ক, শতাধিক ডলফিনের দেহ ভেসে উঠায় চিন্তায় প্রাণীবিদরা

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে নোবেল জয়! কোথায় আলাপ ক্যাটালিন-উইসম্যানের?

থাইল্যান্ডে শপিংমলে গুলিতে নিহত ৩, হামলাকারী আটক