৮৫ মুসলিম হত্যার ঘটনায় ক্ষমা চাইলেন থাই প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
দক্ষিণাঞ্চলীয় থাইল্যান্ডে ২০ বছর আগে ৮৫ জন মুসলিম বিক্ষোভকারীকে হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পাইটংটার্ন সিনাওয়াত্রা। গত বৃহস্পতিবার তিনি বলেন, ‘২০০৪ সালে যা ঘটেছে, তার জন্য আমি গভীরভাবে দুঃখিত এবং সরকারের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি।’
২০০৪ সালের ২৫ অক্টোবর থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা দক্ষিণাঞ্চলীয় শহর তাক বাইতে এ নৃশংস হত্যাকা- সংঘটিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার শাসনামলে আন্দোলনরত মুসলিমদের ওপর নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় এ ঘটনা ঘটে। প্রথমে থানার বাইরে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরবর্তীতে আটককৃত ৭৮ জনকে হাত-পা বেঁধে সামরিক ট্রাকের পেছনে ঠাসাঠাসি করে নেওয়ার সময় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। ‘তাক বাই গণহত্যা’ নামে পরিচিত এই ঘটনাটি তৎকালীন সময়ে বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় তুলেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, বিগত দুই দশকেও এই নৃশংস হত্যাকা-ের জন্য একজন ব্যক্তিকেও দায়ী করা সম্ভব হয়নি। গত দুই মাসে দুই দফায় অভিযুক্তদের বিচারের জন্য আদালতে মামলা দায়ের করা হলেও তা ব্যর্থতায় পর্যবসিত হয়।
আগস্ট মাসে একজন অবসরপ্রাপ্ত জেনারেল এবং ক্ষমতাসীন দলের আইনপ্রণেতাসহ সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে আদালত। কিন্তু অভিযুক্তদের কেউই শুনানিতে হাজির হননি। গত মাসে আরো আটজনের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করেন থাইল্যান্ডের অ্যাটর্নি জেনারেল। কিন্তু এ ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। আদালত সকল অভিযুক্তদের আগামী শুনানিতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিলেও দেশটির আইন অনুযায়ী মামলার একটি নির্দিষ্ট সময়সীমা থাকায় বাস্তবে তা অসম্ভব বলে মনে করা হচ্ছে।
ফলে দীর্ঘ সময় পর যখন এই গণহত্যার বিচারের একটি প্রচেষ্টা দৃশ্যমান হয়েছে, ঠিক তখনই আইনের এই জটিলতার কারণে ভুক্তভোগী পরিবারগুলো আশাহত। এ ব্যাপারে থাই প্রধানমন্ত্রী পাইটংটার্ন সিনাওয়াত্রা বলেছেন, ‘বিষয়টিকে রাজনীতিকরণ করা উচিত হবে না। এবং সংবিধানের লঙ্ঘন ঘটিয়ে এর সীমা বাড়ানো ঠিক হবে না’।
অন্যদিকে, ভুক্তভোগীদের পরিবারের আইনজীবী রাতসাদা মনুরতসাদা বলেন, ‘যদিও মামলার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইতিহাস ও স্মৃতির কোনো শেষ নেই। এই পরিবারগুলো কখনোই ভুলবে না যে, অপরাধীদের বিচারের আওতায় আনা হয়নি’।
জাতিসংঘও এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘এ গণহত্যার তদন্ত করতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়ে থাইল্যান্ড স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘন করেছে।’ সূত্র : রয়টার্স।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
এগিয়ে যাবে বাংলাদেশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার
মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে
সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ
ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০
গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
আশা জাগানিয়া প্রত্যাশা করা বড়ই কঠিন : গুতেরেস
মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন
শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ