সউদী আরব চাইলে নিজেদের ভূখণ্ডেই ফিলিস্তিন রাষ্ট্র গড়তে পারে, সেখানে অনেক জায়গা আছে : নেতানিয়াহু
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ এএম

নেতানিয়াহু সউদী আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ইসরাইল ও সউদী আরবের মধ্যে শান্তি শুধু সম্ভবই নয়, বরং আমি নিশ্চিত এটি শিগগিরই বাস্তবায়িত হবে।’
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সউদী আরবে পর্যাপ্ত জমি রয়েছে, যেখানে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র গঠন করা যেতে পারে। বৃহস্পতিবার চ্যানেল ১৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, ‘সৌদিরা চাইলে নিজেদের ভূখ-েই ফিলিস্তিনি রাষ্ট্র গড়তে পারে। তাদের অনেক জমি রয়েছে।’
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি যদি সউদী আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হয় কিনা, এমন প্রশ্নে তিনি স্পষ্ট করেন যে, ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোনো চুক্তিতে তিনি সম্মতি দেবেন না।
তিনি আরো বলেন, বিশেষ করে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্নে আমি কোনো আপস করব না। ৭ অক্টোবরের হামলার পর এটি আরও পরিষ্কার হয়েছে। গাজাই ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র, যা হামাসের নিয়ন্ত্রণে ছিল। আর এর ফল কী হয়েছে? হলোকাস্টের পর ইহুদিদের ওপর সবচেয়ে ভয়াবহ গণহত্যা ঘটেছে।
এই সাক্ষাৎকারটি নেওয়া হয় নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময়, যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করতে চায়।
এছাড়া, নেতানিয়াহু সউদী আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ইসরাইল ও সউদী আরবের মধ্যে শান্তি শুধু সম্ভবই নয়, বরং আমি নিশ্চিত এটি শিগগিরই বাস্তবায়িত হবে’।
তবে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর আলোচনার পরপরই সউদী পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দেয়, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের কোনো আলোচনা করবে না।
এদিকে, ইসরাইলের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা দ্য জেরুজালেম পোস্ট-কে জানিয়েছেন, নেতানিয়াহু সউদী আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিনিময়ে গাজায় চলমান যুদ্ধ বন্ধ করতে ও পশ্চিম তীরের সংযুক্তি (অ্যানেক্সেশন) বিলম্বিত করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তাদের মতে, নেতানিয়াহু পশ্চিম তীর সংযুক্ত করার পরিকল্পনা স্থগিত রেখে সউদী আরবকে ফিলিস্তিনি রাষ্ট্রের পথ থেকে সরে আসতে প্রলুব্ধ করার চেষ্টা করতে পারেন।
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ইসরাইল ও আরব রাষ্ট্র সফর করবেন রুবিও : পররাষ্ট্র দফতর
ইনকিলাব ডেস্ক : গাজায় বসবাসকারিদের স্থানান্তরের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরাইল ও আরব রাষ্ট্রে তার প্রথম সফর করবেন। পররাষ্ট্র দফতরের একজন সিনিয়রকর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
কর্মকর্তা বলেন, রুবিও মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন এবং তারপর ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সউদী আরব সফর করবেন।
মঙ্গলবার ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাতের পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দখল এবং এর ২০ ল এক নজিরবিহীন হামলার জবাবে ইসরাইলের অবিরাম হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের পুনর্গঠনের জন্য অর্থায়ন করছে।
বৃহস্পতিবার ডোমিনিকান রিপাবলিক সফরের আগে রুবিও আশা প্রকাশ করেন, ট্রাম্প গাজার পুনর্গঠনের জন্য এমন দেশগুলোর কাছ থেকে সমর্থন চাইছেন যাদের গাজাকে সহায়তা করার জন্য ‘অর্থনৈতিক এবং প্রযুক্তিগত’ উভয় ক্ষমতা রয়েছে।’ তিনি সম্ভবত ধনী উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর প্রতি ইঙ্গিত করেন। পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়ে একটি কথোপকথন শুরু করেছেন যা রুবিও চালিয়ে যাবেন।
পররাষ্ট্রমন্ত্রী রুবিও বৃহস্পতিবার রাতে ল্যাটিন আমেরিকায় তার প্রথম সফর থেকে ফিরে এসেছেন। দ্বিতীয় সফরে শীর্ষস্থানীয় এই মার্কিন কূটনীতিক মধ্যপ্রাচ্য সফর করবেন।
ট্রাম্প রিয়েল এস্টেট জগতের তার বন্ধু স্টিভ উইটকফকে এই অঞ্চলে বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন। উইটকফ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের একজন বিদায়ী দূতের সাথে মিলে কাতারের মধ্যস্থতায় গত মাসে ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাজ করেন।
বাইডেনের অধীনে রুবিওর পূর্বসূরী অ্যান্টনি ব্লিঙ্কেন ৭ অক্টোবর, ২০২৩ সালে হামাসের হামলার পর যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ শুরু করার জন্য এই অঞ্চলে ১২টি সফর করেন। ষূত্র : এএফপি।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

মিয়ানমারে আবারও ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ

চলতি মাসে ঢাকায় আসছে আইএমএফের দল

গাজার সাথে জড়িত 'সব পক্ষ'কে যুদ্ধ বিষয়ক আইন মানতে হবে: যুক্তরাষ্ট্র

বিএনপি নেতা বাবুল মিয়ার ইন্তেকাল

স্বৈরাচারমুক্ত বাংলায় স্বস্তির ঈদ উদযাপন, নতুন মাত্রায় পাপেট বিতর্ক

রহস্যজনক নিখোঁজদ সেই ৩ মার্কিন সেনার সন্ধান

ঈদের ছুটিতে ভাষা শহীদ রফিক সেতুতে উপচে পড়া ভিড়

সাভারে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

পুলিশের গুলিতে শহীদ রাসেলের পরিবারের পাশে হাসনাত আব্দুল্লাহ

পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা জাপানে, ৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে

চুয়াডাঙ্গায় ডিসকাউন্ট নিয়ে বিরোধ, সিঙ্গার শোরুমে মারধর; ছাত্রদল নেতা মোমিন মালিতার বিরুদ্ধে জিডি

বন্দরে গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম, বিএনপি অফিস ভাংচুর

নারায়ণগঞ্জ বন্দরে ৪ ও ৫ এপ্রিল সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব

ভারতে প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত, পাইলট আহত

জুলাই কন্যাদের সম্মানজনক মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র

সাভারে বিএনপি নেতা খোরশেদ আলমকে হত্যা চেষ্টার অভিযোগ, আটক ২

শহীদের স্বীকৃতি পেলেন সেই যুবক, পরিবার পেল ১০ লাখ টাকার সঞ্চয়পত্র

দাউদকান্দিতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ