গাজায় নিহত ২৪, প্রতিশোধ নিতে ইসরাইলে শতাধিক ক্ষেপণাস্ত্র
দখলদার ইসরাইলের ইহুদি উপশহরে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। গাজায় টানা দুদিন ধরে ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়ায় বুধবার এ হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ইসরাইলি বাহিনী যে হামলা চালিয়েছে তাতে নারী ও শিশুসহ অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। এর প্রতিবাদে ইহুদিবাদীদের উপশহর সিদরুত ও আসকালানসহ বিভিন্ন এলাকায় শতাধিক ক্ষেপণাস্ত্র...