চীন থেকে প্রথম রেল চালান ইরান হয়ে আফগানিস্তানে পৌঁছেছে
আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হকশেনাস বলেছেন, চীন থেকে প্রথম রেল ট্রানজিট চালান ইরান হয়ে আফগানিস্তানে পৌঁছেছে।
হাকশেনাস বলেন, চালানটিতে ১ হাজার টন লোহার কয়েল রয়েছে। এটি ইরানের রেলপথ দিয়ে হেরাত প্রদেশের রোজানাক স্টেশনে পৌঁছেছে। তোলো নিউজ নেটওয়ার্ক এই খবর জানিয়েছে।
তিনি বলেন, "খাফ-হেরাত রেলওয়ে প্রকল্পের কাজ সম্পন্ন হলে আফগানিস্তানের অর্থনীতির জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং এই অঞ্চলে বাণিজ্য ও...