গাউসুল আজম বড়পীর আব্দুল কাদির জিলানী রহ:
১১ রবিউস সানী, ফাতেহায়ে ইয়াজদাহাম। বড়পীর গাউসুল আজম আব্দুল কাদির জিলানী রহ: এর ওফাত দিবস। জগত বিখ্যাত এ মহান ওলী ৪৭০ হিজরীর রামাদান মাসে পারস্যের জিলানে জন্মগ্রহণ করেন। জিলান শহরকে আরবীতে "কিলান"ও বলা হয়। তার পিতা হলেন সায়্যিদ আবু সালেহ মূসা জিংকী রহ:। তিনি তার সময়ের শ্রেষ্ট বুযুর্গ, যাহিদ, আল্লাহওয়ালা ছিলেন। তার দুনিয়া বিরাগ সবার মধ্যে প্রসিদ্ধ ছিল।
হযরত বড়পীর দস্তগীর...