টাইম ট্রাভেল: সত্যিই কি সম্ভব অতীতে ফেরা অথবা ভবিষ্যৎ দেখা?

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০৯:৪১ এএম

সময় নিয়ে মানুষের কৌতূহল চিরন্তন। “সময়” শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অতীতের স্মৃতি বা ভবিষ্যতের কল্পনা। আর যদি বলা হয়, আপনি চাইলে অতীতে ফিরে যেতে পারেন বা ভবিষ্যৎ দেখে আসতে পারেন, তাহলে? সময় ভ্রমণ বা টাইম ট্রাভেল নিয়ে নানা সিনেমা, কল্পকাহিনী ও বৈজ্ঞানিক তত্ত্ব আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে এক অবাস্তব কল্পনার জগৎ। কিন্তু এসব কি কেবল গল্পেই সীমাবদ্ধ, নাকি বাস্তবেও কোনোদিন সম্ভব হয়ে উঠবে? পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নটি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে।

 

সময় ভ্রমণ: কী, কখন এবং কেন এই চিন্তা?

টাইম ট্রাভেল বলতে বোঝায় এমন এক পদ্ধতি, যার মাধ্যমে একজন ব্যক্তি স্বাভাবিক সময়ের গতিপথ অতিক্রম করে অতীতে বা ভবিষ্যতে যেতে পারেন। এই ধারণাটি প্রথম জনপ্রিয়তা পায় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে, যখন এইচ.জি. ওয়েলস তার বিখ্যাত কল্পকাহিনী “The Time Machine” প্রকাশ করেন। এরপর সময় ভ্রমণের ধারণা আরো জনপ্রিয় হয় 'ব্যাক টু দ্য ফিউচার', 'ইন্টারস্টেলার' কিংবা বিখ্যাত টিভি সিরিজ 'ডক্টর হু'-এর মতো চলচ্চিত্র ও নাটকগুলোতে। এইসব গল্পে দেখা যায় কল্পিত যন্ত্রের মাধ্যমে মুহূর্তেই অতীতে যাওয়া যায়, বা ভবিষ্যতের রহস্য ভেদ করা সম্ভব। প্রশ্ন হচ্ছে, এইসব ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি? আমরা কি সত্যিই কোনোদিন এমন প্রযুক্তি তৈরি করতে পারবো যা সময়কে উপেক্ষা করে আমাদের অন্য কোনো কালে পৌঁছে দেবে?

 

আপেক্ষিকতা তত্ত্ব: সময়ের নতুন দৃষ্টিভঙ্গি

আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্বের মাধ্যমে সময় সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাকে বদলে দেন। তিনি দেখান, সময় আসলে একটি নির্দিষ্ট ধ্রুবক নয় বরং এটি সাপেক্ষ এবং পরিস্থিতিভেদে পরিবর্তনশীল। যদি কেউ আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করে, তাহলে তার জন্য সময় ধীরে কাটবে—অর্থাৎ তার বয়স বাড়বে ধীরে। এই ধারণাটি থেকেই জন্ম নেয় 'টুইন প্যারাডক্স' বা যমজ দ্বন্দ্বের: দুই যমজ ভাইয়ের একজন যদি মহাকাশে যায় এবং অন্যজন পৃথিবীতে থাকে, তাহলে দেখা যাবে মহাকাশফেরত ভাইয়ের বয়স কম। এই বাস্তবতাকে ব্যবহার করেই বিজ্ঞানীরা বলছেন—আমরা যদি চাই, তাহলে ভবিষ্যতের দিকে সময় ভ্রমণ করতে পারি, যদিও তা বর্তমান প্রযুক্তির জন্য এক বিশাল চ্যালেঞ্জ।

 

ব্ল্যাক হোল, সময় এবং গ্লোবাল পজিশনিং

আধুনিক পদার্থবিজ্ঞানে আরও বলা হয় যে, সময়ের গতি প্রভাবিত হয় মহাকর্ষ শক্তির দ্বারাও। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি ব্ল্যাক হোলের কাছে যান, তাহলে আপনার জন্য সময়ের গতি অনেক ধীর হয়ে যাবে। এমনকি, পৃথিবীর উপগ্রহগুলোর ক্ষেত্রেও এই আপেক্ষিক সময় প্রভাব ফেলে। জিপিএস স্যাটেলাইটের সময় যদি প্রতি মুহূর্তে পুনঃসামঞ্জস্য না করা হয়, তাহলে গুগল ম্যাপে কয়েক কিলোমিটার ভুল নির্দেশনা দেখা যেতে পারে। সুতরাং, আপেক্ষিকতা তত্ত্ব শুধু কল্পকাহিনীর বিষয় নয়, এটি বাস্তবেও আমাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

 

অতীতের পথে যাত্রা: কল্পনা না বাস্তব?

ভবিষ্যতে যাওয়া যেখানে তাত্ত্বিকভাবে সম্ভব, অতীতে ফেরা ততটাই জটিল এবং অনিশ্চিত। কিছু তাত্ত্বিক পদার্থবিদ যেমন বারাক সোশানি বা কেটি ম্যাক এমন মত দিয়েছেন যে অতীতে যাওয়ার সম্ভাব্য পথ আপেক্ষিকতা তত্ত্বের মধ্যেই থাকতে পারে, তবে তা এখনো শুধু গাণিতিক পর্যবেক্ষণে সীমাবদ্ধ। মার্কিন যুক্তিবিদ কুর্ট গ্যোডেল এক সময় একটি গাণিতিক কাঠামো দিয়েছিলেন, যা দিয়ে বলা হয়েছিল সময়ের এক বৃত্তাকার রূপে অতীতে ফেরা সম্ভব হতে পারে। কিন্তু বাস্তবে তা পরীক্ষা করা যায়নি। এর ফলে অধিকাংশ বিজ্ঞানী এখনও এটিকে একটি কল্পনানির্ভর তত্ত্ব হিসেবেই বিবেচনা করেন।

 

ওয়ার্মহোল: সময় ও স্থানের সংক্ষিপ্তপথ

বিজ্ঞানীরা এমন এক তত্ত্বের কথাও বলেন যেটি হচ্ছে ওয়ার্মহোল বা সময়ের সুড়ঙ্গ। ওয়ার্মহোল তাত্ত্বিকভাবে স্থান ও সময়কে এমনভাবে ভাঁজ করে দেয় যেন আপনি একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে মুহূর্তেই পৌঁছে যেতে পারেন। কিন্তু বাস্তবে এমন কোনো ওয়ার্মহোল কখনো দেখা যায়নি। যদি থেকেও থাকে, সেগুলো হয়ত মাইক্রোস্কোপিক হবে এবং স্বল্পস্থায়ী—যাতে একজন মানুষ দূরের কথা, একটি ব্যাকটেরিয়াও যেতে পারবে না। এর পাশাপাশি, স্থায়ীভাবে ওয়ার্মহোল ব্যবহার করতে হলে যে পরিমাণ ঋণাত্মক শক্তির প্রয়োজন হবে, তা আজকের বিজ্ঞানের জন্য অপ্রাপ্তিসাধ্য। তাই এই পথেও সময় ভ্রমণ এখনো তাত্ত্বিক।

 

কোয়ান্টাম মেকানিক্স ও সময়ের ধাঁধা

কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে এমন একটি তত্ত্ব যা পদার্থের অতি ক্ষুদ্র কণাগুলোর আচরণ বিশ্লেষণ করে। এতে ‘নন-লোকালিটি’ নামক একটি ধারণা রয়েছে, যেখানে একটি কণার অবস্থান পরিবর্তন অন্য একটি কণার আচরণকে তৎক্ষণাৎ প্রভাবিত করতে পারে। এই ধারণাটি আইনস্টাইনকেও অস্বস্তিতে ফেলেছিলো। কেউ কেউ বলছেন, এর মানে হতে পারে ভবিষ্যতের কোনো ঘটনা অতীতকে প্রভাবিত করতে পারে—যেটি সময় ভ্রমণের একটি সম্ভাব্য ব্যাখ্যা। কিন্তু এটি এখনও পরীক্ষাগারে সীমিত এবং একটি মানবদেহ বা পদার্থের বড় কাঠামোতে কার্যকর করার মতো কোনো বাস্তব প্রমাণ নেই।

 

তাত্ত্বিক সীমাবদ্ধতা: তত্ত্ব আছে, বাস্তবতা নেই

আপেক্ষিকতা এবং কোয়ান্টাম মেকানিক্স—এই দুটি তত্ত্ব আমাদের সময়ের বিষয়ে নানা দিক দেখালেও, এগুলো একসাথে মেলানো যায় না। ফলে, সময় ভ্রমণ নিয়ে যেকোনো সিদ্ধান্তই এখনো অসম্পূর্ণ এবং দ্বিধাগ্রস্ত। বিজ্ঞানীদের মতে, আমাদের দরকার এমন একটি সার্বিক তত্ত্ব যেটি একসাথে আপেক্ষিকতা ও কোয়ান্টাম মেকানিক্সকে মিলিয়ে ফেলতে পারে। সেই একীভূত তত্ত্ব বা “থিওরি অব এভরিথিং” এখনো আবিষ্কার হয়নি। কাজেই, সময় ভ্রমণ এখনো আমাদের ভাবনার মধ্যেই সীমাবদ্ধ।

 

আমরা প্রতিদিনই ভবিষ্যতে যাচ্ছি

অতীতে ফেরা হয়তো এখনো স্বপ্নের মতো শোনায়, কিন্তু ভবিষ্যতের দিকে আমরা প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছি। আপনি এই লেখাটি পড়তে পড়তে কয়েক মিনিট সময় পার করে ফেলেছেন, অর্থাৎ আপনি ভবিষ্যতের দিকে সময় ভ্রমণ করেছেন। যদিও তা ছিল একেবারে স্বাভাবিক গতিতে, তথাপি এটি টাইম ট্রাভেলের একটি ছোট্ট বাস্তব রূপ। তাই সময়ের সঙ্গে পথ চলার মাঝে আমাদের কৌতূহল যেমন থাকবে, তেমনি থাকবে সীমাবদ্ধতাও। তবে কে জানে, হয়তো আগামী একশ বছর পর আমাদের উত্তরসূরিরা সময় ভ্রমণকে বাস্তবে পরিণত করেই ফেললো। তথ্যসূত্র : বিবিসি বাংলা


বিভাগ : লাইফস্টাইল


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বৈশাখে ঘরেই মজাদার মাখা সন্দেশ বানিয়ে হোক মিষ্টি মুখ!
এই গরমে ব্রণ বাড়ছে? ত্বকের যত্ন নিবেন যেভাবে
ইফতারে তরমুজের ২টি সহজ পানীয় তৈরির রেসিপি
ঈদ উপলক্ষে ৩০ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা ৫টি স্মার্টফোন
ঈদ উৎসবে দাঁতের যত্ন: সুস্থ থাকুন, সুন্দর হাসুন
আরও
X

আরও পড়ুন

আনোয়ারায় পুকুরে ডুবে একমাত্র সন্তানের মৃত্যু

আনোয়ারায় পুকুরে ডুবে একমাত্র সন্তানের মৃত্যু

ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি

ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি

গাজায় গণহত্যার প্রতিবাদে কাল সারাদেশে জামায়াতের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে কাল সারাদেশে জামায়াতের বিক্ষোভ

পুরুষ মানুষ না থাকায় মহিলাদের বাহিরের সব কাজ করা প্রসঙ্গে?

পুরুষ মানুষ না থাকায় মহিলাদের বাহিরের সব কাজ করা প্রসঙ্গে?

আ. লীগ সরকার রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে দেশের ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে

আ. লীগ সরকার রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে দেশের ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে

গাজার জন্য রাবির সংহতি– ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক শিক্ষার্থীদের

গাজার জন্য রাবির সংহতি– ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক শিক্ষার্থীদের

মাগুরায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

মাগুরায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে কাল সিলেটে ছাত্র-জনতার প্রতিবাদ মিছিল

ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে কাল সিলেটে ছাত্র-জনতার প্রতিবাদ মিছিল

হজ্ব যাত্রীদের হয়রানী করলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে-  ধর্ম উপদেষ্টা

হজ্ব যাত্রীদের হয়রানী করলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- ধর্ম উপদেষ্টা

সুনামগঞ্জ জেলা বিএনপিকে সিন্ডিকেটমুক্ত করার দাবি

সুনামগঞ্জ জেলা বিএনপিকে সিন্ডিকেটমুক্ত করার দাবি

বিনোদনকেন্দ্র হয়ে উঠেছে ফুলবাড়ীর ধরলা সেতু

বিনোদনকেন্দ্র হয়ে উঠেছে ফুলবাড়ীর ধরলা সেতু

মুহাম্মদ (সা.)’র সুন্নাত টুপি ও পাঞ্জাবিকে ইহুদিদের সাথে তুলনা করায় প্রতিবাদে স্মারকলিপি প্রদান

মুহাম্মদ (সা.)’র সুন্নাত টুপি ও পাঞ্জাবিকে ইহুদিদের সাথে তুলনা করায় প্রতিবাদে স্মারকলিপি প্রদান

সৈয়দ গোলাম রহমান মাইজভান্ডারীর ওরশ শরীফ উদযাপিত

সৈয়দ গোলাম রহমান মাইজভান্ডারীর ওরশ শরীফ উদযাপিত

একই গাছে মা-ছেলের ঝুলন্ত লাশ

একই গাছে মা-ছেলের ঝুলন্ত লাশ

ফটিকছড়িতে ভাইয়ের দা’র কোপে ভাই ও মা খুন

ফটিকছড়িতে ভাইয়ের দা’র কোপে ভাই ও মা খুন

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ বছর ধরে অপারেশন বন্ধ

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ বছর ধরে অপারেশন বন্ধ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের নেতৃত্বে বাদল-তৌহিদ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের নেতৃত্বে বাদল-তৌহিদ

ভালুকায় রাতের আঁধারে বনবিভাগের অর্ধশতাধিক আকাশমনি গাছ চুরি

ভালুকায় রাতের আঁধারে বনবিভাগের অর্ধশতাধিক আকাশমনি গাছ চুরি

তালতলীতে ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

তালতলীতে ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

তুচ্ছ ঘটনায় তালাকের মহামারী

তুচ্ছ ঘটনায় তালাকের মহামারী