খুনীর আংটি

Daily Inqilab আহমদ রাজু

৩০ মার্চ ২০২৩, ০৯:১৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৯ পিএম

মামাবাড়ি প্রথম কবে গিয়েছিলাম তা ভাল করে মনে নেই। তবে মামারা যে আমাকে ভালবাসে না তা নয়। ভালবাসে। প্রচ- বেশি ভালবাসে। তবে মাঝে মাঝে মনে হয়, সে ভালবাসার মাঝে একটা ফারাক রয়ে গেছে। আমি বুঝতে পারিনা সে ফারাকটা কিসের এবং কেন। মা মারা যাবার পর বড় মামীই আমাকে কোলে পিঠে করে মানুষ করছে- করে চলেছে। মা যেদিন দুনিয়া ছেড়ে চলে যায় তখন আমার বয়স নাকি চার মাস তেরো দিন। মামী বলেছে, কি না কি কারণে আমার মায়ের সাথে বাবার কথা কাটাকাটি হয়। রাগের মাথায় বাবা মাকে খুন করে লাশ গুম করে ফেলেছিল। বিচারে বাবার যাবৎজীবন সাজা হয়েছিল। সে সাজা আজো খেটে চলেছে। বাবার প্রতি আমার এক সমুদ্র ঘৃণার জন্যে তার সাথে কোনদিন দেখা পর্যন্ত করিনি- করতে ইচ্ছা হয়নি। সে অনেকবার আমার মুখটা অন্তত একবার দেখার আগ্রহ প্রকাশ করেছে। আমিই রাজি হইনি। যে আমার মাকে খুন করেছে তার মুখও আমি দেখতে চাইনা।

সরকারী চাকুরীর সুবাদে বড় মামা ছিলুমবাড়িয়া গ্রাম ছেড়ে শহরে এসেছে মা খুন হবার কিছুদিন পর। গ্রামে এখন থাকে সেজো আর ছোট মামা। মেঝো মামা দশ এগারো বছর আগে বিদেশে পাড়ি জমিয়েছিল; আর ফিরে আসেনি। শুনেছি সেখানে নাকি বিয়েও করেছে। দেশে আর ফিরবে বলে মনে হয় না। তার সাথে দু’একবার ফোনে কথা হয়েছে। কেমন আমি- এখন পড়াশুনা কেমন চলছে এর বেশি কিছু নয়। সেঝে আর ছোট মামা আমাকে বেশি ভালবাসে। যখন শহরে আসে তখন গ্রাম থেকে আম, লিচু, পেয়ারা বস্তা ভরে নিয়ে আসে আমাদের জন্যে ।

যখন বড় মামার বাসায় থাকতাম তখন তাদের সাথে বছরে দু’চার বার দেখা হতো। ক্লাস সিক্স-এ ওঠার পর কেন জানি অদৃশ্য কারণে মামা আমাকে একদিন ডেকে বললেন, ‘স্কুলটা বেশ দূরে; তাছাড়া আমি সারাদিন ব্যস্ত থাকি...’ মামা একটু থেমে বললেন, ‘কী করে যে কথাটা তোকে বলি?’ আমি মামাকে বললাম, ‘কি হয়েছে মামা? কোন সমস্যা?’

মামা আমতা আমতা করে বললেন, ‘তুই যদি আবার বিষয়টাকে অন্য ভাবে নিস?’ আমার বয়স সবেমাত্র দশ। সবকিছু হয়তো সঠিকভাবে বুঝতে নাও পারি। তবে আমার বয়সকে উপেক্ষা করে মামা আমার সামনে কঠিন সত্যটা বলতে দ্বিধাবোধ করছে দেখে নিজেকে অপরাধী মনে হয়। বললাম, ‘বলোনা মামা কী হয়েছে?’ ‘হোস্টেলে থেকে পড়াশুনা করতে পারবি?’

‘হোস্টেল কি মামা?’ বোকার মতো প্রশ্ন করি মামাকে। আসলে হোস্টেল সম্পর্কে তখন কিছুই জানতাম না। ‘বাড়ির মতোই। সেখানে থেকে পড়াশুনা করতে হয়। শুধুমাত্র স্কুল লম্বা ছুটি দিলেই বাড়ি আসা যায়।’

মামার জমজ দুই ছেলে। তারা আমার দুই বছরের ছোট। বুঝতে পারছিলাম মামা-মামী আমাকে বোঝা মনে করে দূরে সরিয়ে দিতে চাইছে। তবে আমি এও জানতাম, আমার মা নেই; আর বাবা থেকেও নেই। তাইতো কোন আগে পিছে না ভেবে সেদিন রাজি হয়েছিলাম। সবকিছু না বুঝলেও এটুকু অন্তত বুঝতে পেরেছিলাম আমার জন্যে তাদের সংসারে অশান্তি আসতে শুরু করেছে। পরদিনই মামা আমাকে হোস্টেলে রেখে আসেন। আমি মনে মনে মাস খানেক খুব কেঁদেছিলাম। যে কান্নার আওয়াজ মামা-মামীর কান পর্যন্ত পৌঁছায় না। শুনেছিল শুধুমাত্র আমার সহপাঠীরা; যারা আমাকে চিনতে শিখেছিল- জানতে শিখেছিল।
ক্লাস সেভেন পার হয়ে এইটে উঠেছি এবছর। মামা মাঝে মাঝে হোস্টেলে আমাকে দেখতে এলেও মামী কোনদিন আসেনি। তাতে আমি কষ্ট পাই না। বাড়ি তার কত কাজ! বাড়ির সব কাজ তাকেইতো সামলাতে হয় তা আমি ভাল করেই জানি। মামী আমার খোঁজ খবর না রাখলেও মামা রাখে এর চেয়ে বেশি আমার চাওয়া নয়। একদিনের বেশি ছুটি হলেই মামার বাসায় যাই। মামাতো ভাইদের সাথে আড্ডা দিই। তখন সময় কিভাবে পার হয় বুঝতেই পারিনা। অথচ স্কুলে আমার যেন সময়ই কাটতে চায় না। মামী আমার সাথে আগের মতো কথা বলে না। কেন বলে না জানিনা। তার কাছে কখনও জানতে চাইনি, ‘আমি কি কোন অপরাধ করেছি মামী? নিজের ছেলের মতো আমাকে যেভাবে ভালবাসতে-আদর করতে, মুখে তুলে খাওয়াতে; কই এখনতো তার কিছুই নেই?’
মাঝে মাঝে মায়ের কথা বড় বেশি মনে পড়ে। তাঁর মুখটা আমার মনে নেই। তবে মনের মাঝে তাঁর মুখটা আমি এঁকে রেখেছি অত্যন্ত স্বচ্ছতায়। ইদানিং প্রায় রাতে স্বপ্নে দেখি মাকে। সাদা শাড়ী পরা মা আমাকে ছুঁতে যায়। পারে না। দূরে একটা ভাঙা মন্দিরে দাঁড়িয়ে থেকে অপলক তাকিয়ে থাকে আমার দিকে। কিছু একটা বলতে চাইলেও তাঁর কথা আমার কান পর্যন্ত পৌঁছায় না। সামনে দাঁড়িয়ে থাকা মাকে মনে হয় যোজন যোজন দূরে দাঁড়িয়ে আছে। আমি মা মা বলে চিৎকার করি। অথচ কোন এক অদৃশ্য শক্তি আমার মুখ থেকে শব্দ বের হতে দেয় না। ঘুম ভেঙে গেলে অঝোর ধারায় কাঁদি। মামা বাড়ি থাকলে মামা-মামী আর হোস্টেলে থাকলে সহপাঠীরা উঠে এসে জিজ্ঞাসা করে, ‘কি হয়েছে?’ কাউকে কিছু বলি না। স্বপ্নের কথা বলে দিলে যদি মা আর না আসে।

প্রতি রাতে অপেক্ষায় থাকি মায়ের। কখন আসবে মা। যখন চোখে ঘুম জুড়ে আসে তখন প্রতিক্ষিত মা আসে নিঃশব্দে। সেভাবে ভাঙা মন্দিরের মাঝে দাঁড়িয়ে থাকে। কিছু একটা বলতে চায়। বরাবরের মতো তাঁর কথা আমার কান পর্যন্ত পৌঁছায় না। ঘুম ভেঙে গেলে আমি কাঁদি- কেঁদে কেঁদে বুক ভাসাই। মায়ের আগমনে বাবার প্রতি আমার ঘৃণা অনেকংশে বৃদ্ধি পেয়েছে। তার মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, কী অপরাধ করেছিলাম আমি? আমাকে মা হারা করলেন কেন? আমাকে এতিম করে- মায়ের ¯েœহ মমতা থেকে বঞ্চিত করে কী সুখ পেয়েছেন আপনি। আপনাকে আমি ঘৃণা করি, খুব ঘৃণা করি।

গ্রীষ্মের ছুটি। একমাস স্কুল বন্ধ। স্কুল থেকে যখন মামার বাসায় পৌঁছাই তখন বিকাল পাঁচটা। মামা কিছ্ক্ষুণ আগে অফিস থেকে ফিরেছেন। আমাকে দেখে বললেন ‘কী ব্যাপার অমিও একদম বাড়িতে? স্কুল কী বন্ধ?’ আমি বললাম, ‘হ্যা মামা; গ্রীষ্মের ছুটি দিয়েছে’।

‘কয়দিন ছুটি?’
‘এক মাস মামা।’
‘তাহলেতো রুমোন-সুমনের স্কুলও ছুটি।’
‘তা জানিনা; হতে পারে।’
‘হতে পারে কি? অবশ্যই হবে। যেহেতু একই সিলেবাজ....।’
আমাদের কথার ভেতরে রুমোন- সুমন ছুটে আসে। সুমন বলল, ‘অমিও ভাইয়া তোমারও স্কুল ছুটি?’
আমি সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলি, ‘হ্যাঁ; এক মাস।’ রুমোন বলল, ‘কী এমন ছুটি তোমার! আমাদের চেয়েতো বেশি না।’
আমি চোখ কপালে তুলে প্রশ্ন করলাম, ‘কেন তোমাদের কয়দিন দিয়েছে?’

রুমোন আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, ‘আমাদেরও এক মাস।’ সবার স্কুল ছুটি একসাথে হয়েছে জেনে আমাদের মনে আনন্দ আর ধরে না। এই আনন্দকে বাড়িয়ে দিতে মামা বললেন, ‘সবার ছুটি যখন একসাথে তাহলে একটা কাজ করলে কেমন হয়?’ আমরা সমস্বরে জিজ্ঞাসা করলাম, ‘কী কাজ?’

‘ছিলুমবাড়িয়া গেলে কেমন হয়?’ মামার প্রস্তাবে আনন্দে হাততালি দিয়ে উঠি আমরা। আমরা সবাই একসাথে বললাম, ‘অবশ্যই যাবো আমরা।’ আসলে মামার এই প্রস্তাব সময়োপযোগী। অনেকদিন গ্রামে যাওয়া হয়নি। ‘কবে যাচ্ছি আমরা মামা?’ মামাকে প্রশ্ন করি। মামা একটু ভেবে বললেন, ‘আমি অফিসে আগেই বলে রেখেছিলাম ছুটির কথা। কাল যেয়ে দেখি ক’দিনের ছুটি পাই। তাছাড়া তোর মামীর সাথে কথা বলতে হবে; সে কবে যেতে চায়।’

আমার বিশ্বাস গ্রামে বেড়াতে যাওয়ার ব্যাপারে মামী আপত্তি করবে না। আগে মাঝে মাঝে মামাকে বলতো গ্রামে বেড়াতে যেতে; মামা-ই রাজী হতো না। রাজশাহী থেকে ট্রেনে যখন যশোর এসে পৌঁছালাম তখন বিকাল সাড়ে পাঁচটা। প্লাটফরমে নামার পর আমার নাকে জন্মভূমির একটা গন্ধ এসে লাগে। এই ষ্টেশনে এর আগে কোনদিন এসেছি বলে মনে না পড়লেও মনে হয় অনেক দিনের চেনা। চারিদিকে একনজর চোখ রাখতেই দেখি দূরে দাঁড়িয়ে আছে মা; তার কোলে আমি। সে আমাকে দেখছে অপলক। একটা ব্যাপার আমার চোখ এড়ায় না। এতদিন দেখেছি কখনো মায়ের চোখে জল, কখনো করুণ মুখ। কিন্তু আজই প্রথম দেখলাম তার মুখে হাসির রেখা। আমি বুঝতে পারি না মায়ের মুখে এ হাসির রহস্য। আর তিন মাসের আমিইবা তার কোলে কেন? মনে মনে ভয়ের সঞ্চার হলেও নিজেকে সামলে নিই। আর যাই হোক সে আমার কোন ক্ষতি করবে না। কারণ সে আমার মা-তার নয়নের আলো আমি। আমার অস্বাভাবিকতা মামার চোখ এড়ায় না। কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ‘অমিও কিছু ভাবছিস?’ মামার কথায় আমি সম্বিৎ ফিরে পাই। বললাম, ‘মামা একটা প্রশ্ন করি?’ (অসমাপ্ত)


বিভাগ : সাহিত্য


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

স্মৃতির করিডোরে
একূল ওকূল
বাংলা সাহিত্যের অলঙ্কার মধুসূদনের মেঘনাদবধ কাব্য
নববর্ষের ঘোষণা
রক্তমাখা শার্ট
আরও

আরও পড়ুন

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান

সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

গাজাকে বাসোপযোগী করতে হবে

গাজাকে বাসোপযোগী করতে হবে

ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা

ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা

টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ

টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান

এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন

জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা

সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন  : লুৎফর রহমান খান আজাদ

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন  : লুৎফর রহমান খান আজাদ

শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন

শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ

আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।

আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।

আ.লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প

আ.লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প

বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত

বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত