ঢাকা   রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১

ড.খন্দকার মোশাররফ হোসেনের গ্রন্থ ‘আমার রাজনীতির রোজনামচা’

Daily Inqilab শাহ আক্তারুজ্জামান

০৬ এপ্রিল ২০২৩, ০৯:৫৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৬ এএম

নন্দিত রাজনীতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিএনপি›র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন ‘আমার রাজনীতির রোজনামচা’ নামে নতুন গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থটি কিংবদন্তি রাজনীতিক ড. মোশাররফের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের একটি প্রামাণ্য দলিল। লেখক গ্রন্থটিতে ‘১৯৭৮ থেকে ২০২২’ রাজনীতির ৪৪ বছরের ‘দিনলিপি’ বিশদভাবে উপস্থাপন করেছেন।

গত ১৫ মার্চ, ২০২৩ জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ‘আমার রাজনীতির রোজনামচা’ গ্রন্থটি বর্ণাঢ্য প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ্ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯৭৮ সালের ২৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, প্রধান সামরিক আইন প্রশাসক ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষকদের উদ্দেশ্যে বক্তৃতা করতে টিএসসি’তে যান। ওই অনুষ্ঠানে শিক্ষকদের গোলাপি গ্রুপের সদস্য সচিব তরুণ শিক্ষক ড. খন্দকার মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যা ও সংকট, ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তা এবং সামরিক আইন প্রত্যাহার বিষয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়ে প্রেসিডেন্ট জিয়ার দৃষ্টি কেড়ে নেন। ১৯৭৯ সালের ১৪ জানুয়ারী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহবান ও তাঁর অনুপম আদর্শে অনুপ্রাণিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপিতে যোগদান করেন। তিনি ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বিএনপির প্রথম জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, ১৯৭৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি, ১৯৮৪ থেকে ১৯৯৪ পর্যন্ত দলের যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ থেকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন।

ড. মোশাররফ সুদীর্ঘ সময়ের রাজনীতিতে কখনো বিরোধী দল, কখনো সরকারি দলের রাজনীতি করেছেন। তিনি সরকারি দলের রাজনীতিতে যেমন দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকা রেখেছেন, তেমনিভাবে বিরোধী দলে থেকেও জনগণের স্বার্থরক্ষায় জাতীয় সংসদ এবং রাজপথে লড়াকু সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এখনও তিনি প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অত্যন্ত সোচ্চার ভূমিকা রাখছেন। ড. মোশাররফ দেশ ও জনগণের স্বার্থরক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে গিয়ে ফখরুদ্দিন-মইন উদ্দিনের জরুরি আইনের সরকারসহ বিভিন্ন সরকারের রোষানলে পড়েন। বারবার তিনি জেল-জুলুম, নির্যাতন ও প্রচুর মিথ্যা মামলার শিকার হন। বিভিন্ন সরকারের সময়ে তিনি প্রায় ৬ বছর কারাগারে অন্তরীণ ছিলেন। এরপরেও তিনি থেমে থাকেননি। কখনো কোন অপশক্তির সাথে আপোষ করেননি, মাথা নত করেননি। ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-২ (দাউদকান্দি) আসন থেকে ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯১-৯৬ মেয়াদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, ১৯৯৬ সালে স্বল্প মেয়াদে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০১-০৬ মেয়াদে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ‘আমার রাজনীতির রোজনামচা’ গ্রন্থে লেখক ড. মোশাররফ অতিনিখুঁতভাবে সময় ও তারিখ উল্লেখ করে রাজনীতিতে ৪৪ বছরের নানা চড়াই-উৎরাইয়ের অম্লমধুর তথ্য অকপটে তুলে ধরেছেন। এতে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, উন্নয়ন, মিথ্যা মামলা, জেল-জুলুম কিছুই বাদ যায়নি। গ্রন্থটি রাজনীতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল এবং তথ্য ভান্ডার। লেখকের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও শ্রমের ফসল। গ্রন্থের প্রতিটি পাতায় লেখকের সদিচ্ছা, অধ্যবসায় ও মুন্সীয়ানার ছাপ স্পষ্ট হয়ে ওঠেছে। গ্রন্থে উঠে এসেছে রাজনীতিতে সরকার ও বিরোধী দলের কর্মকান্ডের আদ্যোপান্ত। বই আকারে এমন প্রকাশনা বিরল। লেখক বলেন, রাজনীতির ৪৪ বছরের ঘটনাবলীর রোজনামচা পাঠকদের বিশেষ করে বর্তমান প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করতে পারলেই আমার এই পরিশ্রম সফল হবে বলে মনে-প্রাণে বিশ্বাস করি। আমার দৃঢ় বিশ্বাস গ্রন্থটি প্রিয় পাঠক পাঠিকার কাছে সাদরে সমাদৃত হবে। ড.খন্দকার মোশাররফ হোসেন ১৯৪৬ সালের ১অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা ‘আমার রাজনীতির রোজনামচা’ গ্রন্থটি প্রকাশ করেছে। এর মূল্য- ৮০০/০০ (আটশত) টাকা মাত্র। এর আগে ড. খন্দকার মোশাররফের লেখা ১৩টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে- ‘মুক্তিযুদ্ধে বিলাত প্রবাসীদের অবদান’, ‘প্লাবণ ভূমিতে মৎস্য চাষ: দাউদকান্দি মডেল’, ‘সংসদে কথা বলা যায়’, ‘এই সময়ের কিছু কথা’, ‘ফখরুদ্দিন- মইন উদ্দিনের কারাগারে ৬১৬ দিন’, ‘রাজনীতির হালচাল’, ‘সময়ের ভাবনা’, ‘জরুরী আইনের সরকারের দুই বছর (২০০৭ ও ২০০৮)’ ‘মূল্যবোধ অবক্ষয়ের খ-চিত্র’, ‘প্রগতি ও সত্যের সন্ধানে’, ‘করোনাকালে বাংলাদেশ’, ‘স্মৃতির অ্যালবাম’ ও ‘আমার রাজনীতির রোজনামচা’।


বিভাগ : সাহিত্য


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

কবিতা
মেলায় প্রকাশিত নতুন বই
যতন করে রেখো
যুগে যুগে মুক্তির সংগ্রামে বিপ্লবী কবিদের কবিতা ও গান
জুলাই ৩৬
আরও

আরও পড়ুন

ছন্দ খুঁজে ফেরা বাবরকে যে পরমার্শ দিলেন ডিভিলিয়ার্স

ছন্দ খুঁজে ফেরা বাবরকে যে পরমার্শ দিলেন ডিভিলিয়ার্স

বেলিংহ্যামের লাল কার্ড,ফের রিয়ালের হোঁচট

বেলিংহ্যামের লাল কার্ড,ফের রিয়ালের হোঁচট

হাইভোল্টেজ লড়াইয়ের আগে মারমুশের হ্যাটট্রিকে সিটির বড় জয়

হাইভোল্টেজ লড়াইয়ের আগে মারমুশের হ্যাটট্রিকে সিটির বড় জয়

একুশে টিভির জাহাঙ্গীর টাওয়ারে আগুন

একুশে টিভির জাহাঙ্গীর টাওয়ারে আগুন

পবিত্র শবে বরাত পালিত

পবিত্র শবে বরাত পালিত

৮ দিনে গ্রেফতার ৪৪০১

৮ দিনে গ্রেফতার ৪৪০১

আশুলিয়ায় ঘরে জমাকৃত গ্যাসের আগুনে নারী ও শিশুসহ দগ্ধ ১১

আশুলিয়ায় ঘরে জমাকৃত গ্যাসের আগুনে নারী ও শিশুসহ দগ্ধ ১১

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না : বিজেপি চেয়ারম্যান

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না : বিজেপি চেয়ারম্যান

সউদীর বাজারই একমাত্র ভরসা

সউদীর বাজারই একমাত্র ভরসা

৩৭৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

৩৭৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্ষমতার চেয়ারে যারা বসে, তারা সহজে এটা ছাড়তে চায় না : দুদু

ক্ষমতার চেয়ারে যারা বসে, তারা সহজে এটা ছাড়তে চায় না : দুদু

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু

কাল থেকে শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

কাল থেকে শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না :আলী রীয়াজ

ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না :আলী রীয়াজ

ছাত্র-তরুণরা ধ্বংসের মুখে থাকা দেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে -ব্রাহ্মণবাড়িয়ায় জোনায়েদ সাকি

ছাত্র-তরুণরা ধ্বংসের মুখে থাকা দেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে -ব্রাহ্মণবাড়িয়ায় জোনায়েদ সাকি

আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার :মির্জা ফখরুল

আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার :মির্জা ফখরুল

হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিলো জাতিসংঘ

হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিলো জাতিসংঘ

নতুন দেশ মানে নতুন নির্বাচন

নতুন দেশ মানে নতুন নির্বাচন

রাজধানীতে দুই শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে দুই শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

কাগতিয়া দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিত

কাগতিয়া দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিত