জন্মদিনে অধ্যাপক আহমেদ রেজা
২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম

অধ্যাপক আহমেদ রেজার জন্ম ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর। বাবা আলহাজ্জ আহমেদ ইউনুস ও মা হাসিনা বানুর কোল আলো করে যখন এ শিশুটি আসে, তখন থেকেই তার উপস্থিতি আশীর্বাদ হয়ে ওঠে পরিবারের জন্য। শ্যামল-সুন্দর শিশুটির শৈশব থেকেই ছিল অপার মেধা, স্নিগ্ধতা, আর সৃজনশীলতার প্রকাশ। বাবা-মা বিশ্বাস করতেন, তাদের এই সন্তান একদিন পৃথিবীর আলোকে আরও উজ্জ্বল করে তুলবে।
শৈশব থেকেই আহমেদ রেজার মনযোগ ছিল শিল্প-সাহিত্যে। আবৃত্তি, গান, আর সৃজনশীলতার প্রতি ছিল তার গভীর আকর্ষণ। বাবার উৎসাহে তিনি রেডিও ও টেলিভিশনের জগতে প্রবেশ করেন অল্প বয়সেই। তার অসাধারণ দক্ষতা আর মেধা সেই সময় থেকেই স্পষ্ট হয়ে উঠেছিল।
শিক্ষাজীবনে আহমেদ রেজা ছিলেন অতুলনীয়। তিনি ঢাকার শাহীন স্কুল থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে শুরু হয় তার পেশাগত জীবন। শিক্ষার প্রতি অগাধ ভালোবাসায় ১৯৯৫ সালে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য অধ্যয়নে (গঅ রহ ঊহমষরংয ঝঃঁফরবং) মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার বিশেষত্ব ছিল আধুনিক ইংরেজি সাহিত্য, ভাষাবিজ্ঞান, শৈলীগত বিশ্লেষণ, পাঠ ভাষাবিজ্ঞান, প্রাগম্যাটিকস, এবং অনুবাদশাস্ত্র।
অধ্যাপক আহমেদ রেজার জীবন বহুমুখী প্রতিভার এক নিখুঁত উদাহরণ। তিনি শুধু একজন শিক্ষাবিদই নন, বরং একজন সংস্কৃতির ধারক ও বাহক। তার আবৃত্তি, গান এবং সাহিত্যচর্চার মাধ্যমে তিনি বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তিনি তার ছাত্রদের শুধু জ্ঞানের আলোয় আলোকিত করেননি, বরং তাদের মধ্যে সৃজনশীল চিন্তার বীজ বপন করেছেন।
তার রচিত এবং অনূদিত অনেক প্রবন্ধ ও গ্রন্থ বাংলা সাহিত্যের ভা-ারকে সমৃদ্ধ করেছে। উল্লেখযোগ্য প্রবন্ধের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের ‘ভাঙা গান’। তার অনুবাদ করা গ্রন্থের মধ্যে আছে ড. ফসটাস, ইবসেনের নাটক এ ডলস হাউস, কৃষ্ণবিবর, এবং সোফোক্লিসের অ্যান্টিগোনে। এগুলো শুধু জনপ্রিয়ই নয়, বেস্টসেলার হিসেবেও পরিচিত।
বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে তার অবদান বিশেষ উল্লেখযোগ্য। তিনি নিয়মিত প্রবন্ধ রচনা, গ্রন্থনা এবং বিখ্যাত মনীষীদের সাক্ষাৎকার গ্রহণ করে শ্রোতা ও দর্শকদের মুগ্ধ করে আসছেন।
অধ্যাপক রেজা বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন সৃজনশীল সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্মকে সৃজনশীলতার পথে অনুপ্রাণিত করা এবং তাদের প্রতিভার বিকাশে সাহায্য করা তার অন্যতম লক্ষ্য।
তার জীবন এক আলোর দিশারি। তিনি যেমন নিজে আলোকিত, তার সৃজনশীলতার আলো নিজের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তিনি চারপাশেও ছড়িয়ে দিয়েছেন মেধা, জ্ঞান, আর সৃজনশীলতার উজ্জ্বল আভা।
আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। তার জন্মদিন ১৯ ডিসেম্বর প্রতিবার ফিরে আসুক আনন্দ আর শুভেচ্ছার বার্তা নিয়ে। শুভ জন্মদিন, অধ্যাপক আহমেদ রেজা।
লেখক : লাভলী তালুকদার।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

ইসরায়েলে আঘাত হেনেছে গাজা থেকে ছোড়া একাধিক রকেট

৫ বছর পর গোলহীন ম্যানচেস্টার ডার্বি

মার্কিন শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব ভিয়েতনামের : ট্রাম্পের জন্য কি তা যথেষ্ট হবে?

প্রতারণার দায়ে ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

‘শূন্য শুল্ক পরিস্থিতি’ ও যুক্তরাষ্ট্র-ইউরোপের ‘মুক্ত বাণিজ্য অঞ্চলের’ পক্ষে ইলন মাস্ক

মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল :স্বরাষ্ট্র উপদেষ্টা

বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ : বেশ ক’জন গ্রেফতার

মিয়ানমারের ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৪৫৫ ইউএসএআইডির তিন কর্মী বরখাস্ত

ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাস নিয়ে আসিফ নজরুলের উদ্বেগ

নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে : সিইসি

আওয়ামী লীগপন্থী ৭২ আইনজীবী কারাগারে, ১১ জনের জামিন

বাঁশখালীতে বিষ দিয়ে বোনের ধান ক্ষেত জ্বালিয়ে দিলো ভাই

নতজানু ও দলকানা সাংবাদিকতা ফ্যাসিবাদের উত্থান ঘটায় -কাদের গণি

কুষ্টিয়ায় ধর্ষণের শিকার সেই শিশুর ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি -প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ

আসামিদের ছাড়িয়ে নিতে জীবননগর থানা ঘেরাও

টাকার লোভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে কিছু রাজনৈতিক দল -নজরুল ইসলাম খান

গফরগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চুয়েটে লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু ৯ এপ্রিল

নাটোরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা