ঢাকা   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
১৭ ফেব্রুয়ারি ছিল কবির মৃত্যুবার্ষিকী

মোগল আমলের কবি হেয়াত মামুদ

Daily Inqilab জোবায়ের আলী জুয়েল

০৬ এপ্রিল ২০২৩, ১০:০৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৪:১৮ এএম

উত্তরবঙ্গের বিখ্যাত কবি হেয়াত মামুদ রংপুর জেলার সুলুঙ্গার বাগদান পরগণার “ঝাড় বিশিলা” গ্রামে জন্মগ্রহণ করেন। এই ঝাড় বিশিলা গ্রাম রংপুর জেলার পীরগঞ্জ থানার অন্তর্গত। তিনি ছিলেন আমাদের রংপুর জেলার গৌরব। আমরা কবি হেয়াত মামুদকে সবাই ভুলে যেতে বসেছি। তিনি ছিলেন মোগল আমলের সর্বশেষ বিখ্যাত কবি। বলা বাহুল্য মোগল আমলের কবিদের মধ্যে তিনি ছিলেন উত্তরবঙ্গের একমাত্র কৃতী সন্তান।
কবি হেয়াত মামুদ সম্ভবত: ১৬৮০ খ্রিষ্টাব্দ থেকে ১৬৮৫ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ের মধ্যে জন্মগ্রহণ করেন বলে অনুমান করা হয় এবং ১৭৬৮ খ্রিষ্টাব্দ থেকে ১৭৭০ খ্রিষ্টাব্দের মধ্যে কোনো এক সময়ের মধ্যে মৃত্যুবরণ করেন। তাঁর পিতার নাম ছিল শাহ মুহম্মদ কবির এবং তাঁর পিতা সে সময়ে ঘোড়াঘাট সরকারের দেওয়ান ছিলেন। হেয়াত মামুদের পিতাও সে সময়ে একজন কবি ছিলেন। কবির পূর্বপুরুষরা মোগল ও নবাবী আমল থেকে বংশ পরম্পরায় সরকারি কর্মকর্তা বা কাজী ছিলেন। তিনি নিজেও একজন কাজী বা বিচারক ছিলেন। এ পর্যন্ত কবি হেয়াত মামুদের ৪ খানা গ্রন্থের সন্ধান পাওয়া গেছে। পুথিগুলির নাম ও তারিখ এখানে তুলে ধরা হলো।
১) জঙ্গনামা বা মহরম পর্ব- ১১৩০ বাংলা ১৭২৩ খ্রিষ্টাব্দ
২) চিত্ত উত্থান বা সর্বভেদ- ১১৩৯ বাংলা ১৭৩২ খ্রিষ্টাব্দ
৩) হিতজ্ঞান বানী- ১১৬০ বাংলা ১৭৫৩ খ্রিষ্টাব্দ
৪) আম্বিয়া বানী- ১১৬৫ বাংলা ১৭৫৮ খ্রিষ্টাব্দ

কবির জঙ্গনামা বা মহরম পর্ব কারবালার হাসান হোসেনের বিষাদময় কাহিনী নিয়ে রচিত কাব্য। এই করুণ কাহিনী অবলম্বনে কবি জীবরাঈল ফেরেশতার জবানীতে রাসুলুল্লাহ প্রিয় নাতির হাসান হোসেনের মৃত্যুর করুণ পরিণতি, বিষের পেয়ালা পানে হাসানের মৃত্যু। নববধূ সখীনার অকাল বৈধব্য, বিলাপ, কাফেরের তরবারী তলে (সিমারের) ইমাম হোসেনের নির্মম শির:চ্ছেদ প্রভৃতি হৃদয়গ্রাহী করুণ বর্ণনা কাব্যে স্থান পেয়েছে। “জঙ্গনামা কাব্যে একস্থানে তিনি তাঁর আত্মপরিচয় দিয়েছেন। যার মধ্যদিয়ে পীরগঞ্জ এলাকার ঝাড় বিশিলা গ্রামের ইতিহাস-ঐতিহ্য প্রতিফলিত হয়েছে। এ আত্মপরিচয়ে তিনি লিখেছেন-

“আর শুন নিবেদন/কহি আমি বিবরণ/এই মতি রচিনু পয়ার/ঝাড় বিশিলা গ্রাম/চতুর্দিকে যার নাম/পরগণে সুলুঙ্গা বাগদ্বার/সরকার ঘোড়া ঘাট/কি কহিব তার ঠাট/নানা বাজার ছিল যারে/সেই গ্রামে আমার ঘর/আছে লোক বহুতর/ছাওয়াল পন্ডিত বলি তারে/বসতির নাহি সীমা/দিব কি তার উপমা/আমার জিনিয়া গ্রাম খানি/যথা তথা রস রঙ্গ/নাহি জানে প্রীত ভঙ্গ/একোজন গুনে মহাগুণী”।

কবির চিত্ত উত্থান বা সর্বভেদ কাব্য সংস্কৃতি “হিতোপদেশের” ফারসী অনুবাদের রচিত কাব্য
সর্বভেদ নামে পুথি, শ্রম করি দিবা রাতি
বিরচিনু ছাড়িয়া আলিস,
কহে সে’সালের কথা, যাতে বিরচিনু পোষা
সন এগারো’শো উনচল্লিশ।
কবির ৩য় কাব্য “হিতজ্ঞান বাণী” নানা মুসলিম তত্ত্ব কথার এক চমৎকার সম্পদ। “হিতজ্ঞান বাণী” কাব্যে তিনি বলেছেন-
বৃদ্ধ যোগে ভাবি অতি রচিণু এই পুঁথি
সন এগা’র শ ও ষাট সালে,
পড়িয়া শুনিয়া সবে, আশীর্বাদ করে যবে
মোর গতি হয় অন্তকালে। কবি এই কাব্যে হযরত মুহম্মদ (দ:) জন্মের কথা বলতে গিয়ে কবি সপ্তদশ শতাব্দীর ভারতীয় সুফিদের মর্ম কথাকে প্রাধান্য দেন নাই। এটা ইসলামের শাস্ত্রিও মতবাদ নয় বলে উল্লেখ করেন। তাঁর বর্ণনাটি প্রণিধানযোগ্য-
‘আহাদ’ হইতে আল্লা কৈলল আহম্মদ,
মিমাধিক্য পূর্ণ সেই হৈল মহম্মদ ॥
আহাদ, আহামদ দুই এক করি জান,
মিমে মহম্মদ শেষে কৈল উৎপাদন।
এইত মিমের মর্ম কি কইব আর।
বুঝিয়া লইবা গুরু-জ্ঞান থাকে যার ॥
সকলের পায়ে পরি মিনতি বিনয়,
হেয়াত মামুদের কহে কবির তনয়।
(এই কবিতায় জানা যায় কবির পিতাও একজন কবি ছিলেন)। “আম্বিয়া বাণী” কবির শেষ কাব্য। এর পরে তিনি আর কোন কাব্য লিখতে পারেন নাই। তখন তিনি একেবারে বার্ধক্যের দ্বার প্রান্তে উপনীত। কবিতায় সে রূপ প্রমাণ পাওয়া যায়। “আম্বিয়া বাণী” কাব্যে তিনি বলেছেন-

“সন এগারো শ ও পয়ষট্টি বৎসর।
রচিনু আম্বিয়া বাণী এত সানান্তকে ॥
কেহ কেহ কহে মোরে এসব রচিতে।
শেষকালে এত শ্রম করিনু সে মতে।
একে শেষ কাল আর বিষম জঞ্জাল।
তথাপি রচিনু যদি কেহ বলে ভাল ॥
এতে হযরত আদম, শীষ, নূহ, ইব্রাহিম খলিলুল্লাহ ইদরিস, সালিহ ইসমাইল, ইসহাক ও হযরত মুহম্মদ মুস্তফা (দ:) এর কথা বর্ণিত আছে। এই কাব্যে বর্ণনা শুরু হয়েছে নুর-ই-মহম্মদীর সৃষ্টি হতে। এই নূর-ই-মহম্মদী একের পর এক হতে নবী পরস্পর এসে বিবি আমেনাকে আশ্রয় করেছে। তারপর হযরত মুহম¥দ (সা.) জন্ম হয়। এভাবে ধারাবাহিকতা রয়েছে তার এই পুথি কাব্যে।

কবির রচনা থেকে বোঝা যায় তিনি তখন বার্ধক্যের কোঠায়। বার্ধক্যের জন্য তিনি আর কোন কাব্য লিখতে পারেন নাই। তাই কবির এই “আম্বিয়া বাণী” কাব্য এটি তাঁর সর্বশেষ রচনা। উত্তরবঙ্গের একমাত্র মোগল আমলের বিখ্যাত কবি হেয়াত মামুদ আমাদের গর্ব। তিনি আমাদের রংপুরের কৃতী সন্তান।

এই মোগল যুগকেই ভারতীয় মুসলিম সাংস্কৃতিক যুগের স্বর্ণ শিখর বলা যেতে পারে। আর এই বাংলা কাব্যকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে ফুলে ফলে শোভিত করে গেছেন যারা তাঁদের মধ্যে মোগল আমলের সর্বশেষ বিখ্যাত কবি রংপুরের হেয়াত মামুদ অন্যতম। তিনি নি:সন্দেহে পরম শক্তিমান কবি। মোগল আমলের মুসলিম কবিদের নিয়ে আজ পর্যন্ত কোনো সত্যিকার গবেষণা অদ্যাবধি হয় নাই। তথাপি এখানে উপসংহারে সমস্ত মোগল আমলের বিখ্যাত মুসলিম কবিদের কাব্য সম্বন্ধে সার সংক্ষেপ তুলে ধরা হলো। এখান থেকেই মোগল আমলের মুসলিম বাংলা সাহিত্যের একটা মোটামুটি ধারণা আমাদের জন্মাবে। তৎকালীন যে’ সাংস্কৃতিক পটভূমিতে এই সাহিত্য গড়ে উঠেছিল, এ যুগের মুসলিম বাংলা সাহিত্যে তার প্রভাব সু-স্পষ্ট। কতিপয় মোগল আমলের বিখ্যাত কবি ও তাঁদের কাব্যের সার-সংক্ষেপ-

১) সৈয়দ সুলতান : (আনুমানিক জন্ম ১৫৫০ খ্রি.- মৃত্যু ১৬৪৮ খ্রি.)। জন্মস্থান: চট্টগ্রামের চক্রশালা পরগণার অধিবাসী ছিলেন। এ যাবৎ তাঁর মোট ৯ খানা পুথি কাব্যের সন্ধান পাওয়া গেছে- নবীবংশ, শব-ই-মিরাজ, রসূল বিজয়, ওফাৎ-ই-রসুল, জয়কুম রাজার লড়াই, ইবলীস নামা, জ্ঞান চৌতিশা, মারফতী গান, পদাবলী।

২) শেখ পরান: (আনুমানিক জন্ম ১৫৫০ খ্রি. - মৃত্যু ১৬১৫ খ্রি.), জন্মস্থান: চট্টগ্রাম জেলা সীতাকুন্ড গ্রামের অধিবাসী ছিলেন। এ যাবৎ তাঁর মোট ২ খানা পুস্তকের সন্ধান পাওয়া গেছে-নূরনামা, নসীহৎনামা।

৩) হাজী মুহম্মদ : (আনুমানিক জন্ম ১৫৫২ খ্রি. - মৃত্যু ১৬২০ খ্রি.)। জন্মস্থান: চট্টগ্রামের সাতকানিয়ায় এ যাবত তার ২ খানা কাব্যের সন্ধান পাওয়া যায়- নুর জামাল, সুরুৎনামা।

৪) নসরুল্লাহ খাঁ: (আনুমানিক জন্ম ১৫৬০ খ্রি. - মৃত্যু ১৬২৫ খ্রি.), জন্মস্থান: চট্টগ্রামের রামু অঞ্চলে জন্মগ্রহণ করেন। এ যাবৎ কবির ৪ খানা গ্রন্থের সন্ধান পাওয়া গেছে- জঙ্গনামা, মুসার সোওয়াল, শরীয়ত নামা, হিদাতুল ইসলাম।

৫) মুহম্মদ খান : (আনুমানিক জন্ম ১৫৮০ খ্রি. - মৃত্যু ১৬৫০ খ্রি.), জন্মস্থান: চট্টগ্রামের হাট হাজারী থানার জোবরা গ্রামে। এ যাবত তাঁর ৭ খানা কাব্যের সন্ধান পাওয়া যায়- সত্যকলি বিবাদ, হানিফার লড়াই, আসহাব নামা, মকতুল হোসেন, কিয়ামৎনামা, দজ্জাল নামা, কাসেমের লড়াই।

৬) সৈয়দ মরতুযা : (আনুমানিক জন্ম ১৫৯০ খ্রি. - মৃত্যু ১৬৬২ খ্রি.), জন্মস্থান: উত্তর প্রদেশের বেরেলী জেলার জঙ্গীপুরের নিকটবর্তী বাসিয়া ঘাটা নামক পল্লীতে জন্মগ্রহণ করেন। এ যাবৎ তাঁর ২ খানা পুস্তক পাওয়া গেছে- যোগকালন্দরর, পদাবলী।

৭) শেখ মুত্তালিব : (আনুমানিক জন্ম ১৫৯৪ খ্রি. - মৃত্যু ১৬৬০ খ্রি.), জন্মস্থান: চট্টগ্রামের সীতাকুন্ডু গ্রামের অধিবাসী। এ যাবত ২ খানা পুস্তক তাঁর পাওয়া গেছে- কিফাডিতু-ল্-মূসল্লীন, কায়দানী কিতাব।

৮) মীর মহম্মদ শফী : (আনুমানিক জন্ম ১৫৫৯ খ্রি. - মৃত্যু ১৬৩০ খ্রি.), জন্মস্থান : চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন। এ যাবৎ তাঁর ৩ খানা পুস্তকের সন্ধান পাওয়া গেছে- নূরনামা, নূরকন্দীল ও সায়াৎনামা।

৯) আব্দুল হাকিম : (আনুমানিক জন্ম ১৬২০ খ্রি. - মৃত্যু ১৬৯০ খ্রি.), জন্মস্থান: নোয়াখালি জেলার অন্তর্গত সন্দ্বীপের সুধীরামে কবির জন্ম হয়। এ যাবৎ তাঁর ৮ খানা কাব্যের সন্ধান পাওয়া গেছে। ইউসুফ জোলেখা, লালমতি সায়ফুল মূলক, শিহাবুদ্দীন নামা, নূরনামা, নসীহৎনামা, চারিমোকামভেদ, কারবালা, সফরনামা।
১০) নওয়াজিশ খাঁ : (জন্ম: অজ্ঞাত, মৃত্যু ১৬৩৮ খ্রিষ্টাব্দের পরে মৃত্যু), জন্মস্থান : চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার অন্তর্গত সূখছড়ি গ্রামে জন্মগ্রহণ। এ যাবৎ তার ৫ খানা পুস্তক পাওয়া গেছে- গুল-ই-বকাওয়ালী, পাঠান প্রশংসা, জোরওয়ার সিংহ, কীর্তি বয়ানত, গীতাবলী।

১১) কমর আলী : জন্ম ও মৃত্যু অজ্ঞাত। জন্মস্থান : চট্টগ্রাম জেলার বর্তমান পটিয়া থানার অন্তর্গত কবুল ডেঙ্গা গ্রামের অধিবাসী ছিলেন। এ যাবত তাঁর ৩ খানা গ্রন্থের সন্ধান পাওয়া গেছে- সরমালের নীতি, ঋতুর বারমাস, পদাবলী।

১২) মঙ্গল চাঁদ : (জন্ম ১৬২৫ খ্রি. মৃত্যু ১৭০০ খ্রি.)। জন্মস্থান: তিনি ত্রিপুরা (বর্তমানে কুমিল্লা) অঞ্চলের লোক ছিলেন বলে মনে হয়। এ যাবত তাঁর ১ খানা কাব্য পাওয়া গেছে- শাহজালাল মধুমালা।

১৩) আব্দুল নবী : (জন্ম ১৬৪০ খ্রি. মৃত্যু ১৭১০ খ্রি.), জন্মস্থান: তিনি চট্টগ্রাম জেলা ছিলপুর নামক স্থানে জন্মগ্রহণ কেেরন। এ যাবত তাঁর ১ খানা পুস্তকের সন্ধান পাওয়া গেছে- দাসতান-ই-আমীর হামজা।

১৪) মুহম্মদ ফসীহ : (জন্ম ১৬১০ খ্রি. মৃত্যু ১৬৮০ খ্রি.), জন্মস্থান: খুব সম্ভবত তিনি চট্টগ্রামের অধিবাসী ছিলেন। এ যাবত তার ১ খানা কাব্য পাওয়া গেছে “মুনাজাত”।
১৫) মুহম্মদ জান : (জন্ম ও মৃত্যু অজ্ঞাত বলে জানা যায়), জন্মস্থান: তাঁর জন্মস্থানও অজ্ঞাত বলে জানা যায়। এ যাবত তার ১ খানা কাব্য পাওয়া গেছে- নামাজ-মাহাত্ম্য।

১৬) ফকির গরীবুল্লাহ : (জন্ম: তিনি সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে জীবিত ছিলেন বলে অনুমান করা হয়)। জন্মস্থান: পশ্চিমবঙ্গের হুগলী জেলার বালিয়া পরগণার লোক ছিলেন। এ যাবত তাঁর ৩ খানা কাব্যের সন্ধান পাওয়া গেছে- ইউসুফ জোলেখা, সত্যপীর এবং মক্তুল হোসেন বা জঙ্গনামা (অসম্পূর্ণ)।

১৭) শেখ মনসূর : (জন্ম: তিনি সপ্তদশ শতকের প্রথম ভাগে জীবিত ছিলেন বলে অনুমান করা হয়), জন্মস্থান: তিনি চট্টগ্রামের অধিবাসী ছিলেন। এ যাবত তাঁর ১ খানা কাব্য পাওয়া গেছে- “সির নামা” এটি “আসরারুল মসা” নামক ফার্সী পুস্তকের সারসংকলন।

১৮) মুহম্মদ উজীর আলী : (জন্ম ১৬৮০ খ্রি. - মৃত্যু ১৭৬০ খ্রি.), জন্মস্থান: চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত চারিয়া গ্রামে কবির জন্ম হয। এ যাবত তাঁর ২ খানা কাব্য পাওয়া গেছে- শাহনামা, সায়াৎকুমার।

১৯) শেখ সাদী : (জন্ম ১৬৮২ খ্রি. মৃত্যু ১৭৫৩ খ্রি.), জন্মস্থান: ত্রিপুরা জেলার অধিবাসী বলে মনে করা হয়। এ যাবত তার ১টি গ্রন্থের নাম পাওয়া গেছে- “গদা মল্লিক” (ত্রিপুরা বর্তমানে কুমিল্লা জেলা)।

আমাদের মোগল আমলের সর্বশেষ বিখ্যাত কবি ছিলেন কবি হেয়াত মামুদ। তাঁর জন্ম, পরিচয় এবং কাব্যের পরিচিতি ও বিস্তারিত তথ্য আগেই এই প্রবন্ধে তুলে ধরা হয়েছে। তিনি ছিলেন একমাত্র উত্তরবঙ্গের মোগল আমলের বিখ্যাত কবি। তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই রংপুর জেলায়। কবি হেয়াত মামুদের বিখ্যাত দুটি কবিতার চরণ হলো-

“যার বিদ্যা নাই সে- না জানে ভালমন্দ
শীরে দুই চক্ষু আছে তথাপি সে অন্ধ”


বিভাগ : সাহিত্য


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আজ ঐতিহ্যবাদী লেখক হোসেন মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী
ঐক্য
হেলাল হাফিজের এক জীবনের জন্মজখম বাংলা কবিতার স্বতন্ত্র স্বর
শহরের ভাঁজে ভাঁজে
জন্মদিনে অধ্যাপক আহমেদ রেজা
আরও

আরও পড়ুন

উত্তরা ক্লাবের নতুন সভাপতি ফয়সল তাহের

উত্তরা ক্লাবের নতুন সভাপতি ফয়সল তাহের

গজারিয়ায় বিএনপি নেতার শীত বস্ত্র বিতরণ

গজারিয়ায় বিএনপি নেতার শীত বস্ত্র বিতরণ

টাঙ্গাইলে মহাসড়কে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলে মহাসড়কে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

ভোটার তালিকা হালনাগাদে ইসির প্রস্তুতি

ভোটার তালিকা হালনাগাদে ইসির প্রস্তুতি

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার

দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার

সচিবালয়ে আগুন পরিকল্পিত: প্রকৌশলী ইকরামুল খান

সচিবালয়ে আগুন পরিকল্পিত: প্রকৌশলী ইকরামুল খান

সেন্ট মার্টিন থেকে ফেরার পথে আটকা পড়েছেন ৭১ পর্যটক

সেন্ট মার্টিন থেকে ফেরার পথে আটকা পড়েছেন ৭১ পর্যটক

জকিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু

জকিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু

বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রগতির লক্ষে ইসিফোরজে’র প্রি-ওয়ার্কশপ

বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রগতির লক্ষে ইসিফোরজে’র প্রি-ওয়ার্কশপ

উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন, ৩ কর্মদিবসে প্রাথমিক প্রতিবেদন

উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন, ৩ কর্মদিবসে প্রাথমিক প্রতিবেদন

ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা

ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা

কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার

কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার

নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন

নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন

হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট

হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট

শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক

বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী

বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী

সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি

সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি