বাঙালির বর্ষাগাথা
২২ জুন ২০২৩, ০৯:৪৬ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১১:৫৩ পিএম

গ্রীষ্ম নিঃশেষ জাগছে আশ্বাস।
লাগছে গায়কার গৈরি নিঃশ্বাস।
চিত্ত নন্দন দৈবী চন্দন
ঝরছে, বিশ্বের ভাসছে দিগপাশ।
ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত যখন ঠিক এইভাবে ছন্দের হিন্দোলে বর্ষা বন্দনা করেন তখন মনে হয় সত্যিই বর্ষা স্নিগ্ধ সজল মায়াভরা প্রকৃতি তবে মল পায়ের রূপসী নারী। গ্রীষ্মের প্রচ- তাপদাহে মানুষ, গাছপালা, জীবজন্তু, পশুপাখি যখন হাপিত্যেশে ভুগতে থাকে, জনজীবন হয়ে পড়ে অসহ্য- অস্থির, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যেতে থাকে তখনই যেন এই নারী নাটোরের বনলতা হয়ে দুন্দ- শান্তির পশলা ছড়িয়ে যায়। বসন্তকে ঋতুরাজ ডাকলেও বর্ষাই প্রকৃতির সৌন্দর্যের প্রিয় ঋতু বাংলার জনসাধারণের কাছে। মাঠ-ঘাট ফেটে চৌচির হলে বর্ষা আগমনী বার্তা নিয়ে আসে তার অভিনব কায়দায়। প্রকৃতিকে ঢেলে সাজিয়ে দিতে তার জুড়ি নেই। মনের মাধুরী মিশিয়ে সবুজে সবুজময় করে তোলে বাংলার প্রকৃতিকে। খাল-বিল, নদী-নালা, মাঠ-ঘাট পানিতে টইটুম্বুর হয়ে যায় বর্ষার অবিরাম, অবিচ্ছিন্ন ঝর্ণাধারায়। রিনিঝিনি শব্দের রুমঝুম ছন্দের মাতলামোতে কবিমন উছলে ওঠে। মাটির সোঁদা গন্ধ আর ভেজা সবুজ ঘাসের পাতার হাসিতে কবিগুরু বর্ষায় তাই নিজেকে সঁপে দেন ষোল আনাই থথ
এমনও দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়।
বর্ষার আকাশে ভিন্নরূপ আবির্ভূত হয়। আকাশের বুকে ভেসে বেড়ায় মেঘের ভেলা। সূর্য চলে যায় মেঘের আড়ালে। মেঘাচ্ছন্ন আকাশ হতে অঝোরে ঝরে বৃষ্টি টলমলে জলে পুকুরে। মেঘলা আকাশ মাথায় নিয়ে বাংলার নদী নালা জলে থৈ থৈ করে। কখনো কখনো জলের তীব্রতা বেড়ে গেলে নদীগুলো প্লাবিত হয়ে পড়ে। মাঝির মনেও প্লাবন। কখনো সুখের কখনো দুঃখের। এমন দিনে তাঁর মন ঘরে টিকে না। বৈঠা হাতে নৌকা ছেড়ে মাঝি গলায় ধরে
‘নদীর কুল নাই কিনার নাইরে’
আমি কোন কূল থেকে কোন কূলে যাব
কাহারে শুধাই রে!
বর্ষায় খাল-বিল-পুকুরে ঝাঁক বেঁধে নানা প্রজাতির মাছের আনাগোনা চোখে পড়ে। বর্ষার থইথই জলে শিং, মাগুর, শোল, টেংরা, পুটি, টাকি, কৈ, বোয়ালসহ নানা ধরনের মাছের আনাগোনা দেখা যায়। ছেলেমেয়েরা ডোবা-নালায় শালুক কুড়িয়ে বেড়ায় আর নৌকায় বোঝায় করে শাপলা তুলে নিয়ে আসে। বাড়ি ফেরার পথে জলকাঁদা মাড়িয়ে ছেলেরা সমস্বরে ছড়া কাটে,
আইলো বৃষ্টি কইলো ব্যাঙ
শাপলা তুইলে নিলেম কেঙ। বাঙালির চিরায়ত রূপ যেন এখানেই ধরা পড়ে। আর বর্ষা তা স্মরণ করিয়ে দেয় প্রকৃতির পালাবদলে।
বর্ষায় গ্রামের পর গ্রাম, গ্রাম হতে গ্রামান্তর তরুলতা সমাচ্ছন্ন দ্বীপের মতো আকার ধারণ করে। গাছে গাছে ফুটে কদম, কেয়া, হিজল, জারুল, করবী, সোনালু, বকুল, গন্ধরাজ, হাসনাহেনা, রঙ্গন, অলকানন্দ, কলাবতী, চন্দ্রপ্রভা, জুঁই, মালতি, বনতুলসি, কেন্দার গন্ধরাজ, সোনাপাতি, কামিনী প্রভৃতি। আরো ফুটে বাহারি জংলা ফুল। মাঠে মাঠে লাল সাদা শাপলার ঝলক সাথে হাঁসের স্বচ্ছন্দ সাঁতার। বক, সারস আর ডাহুকের একটানা ডাক মানুষের মনকে উত্তাল-উচ্ছাসে ভরিয়ে দেয়। ঝিঝির দুর্দান্ত তানে বৃষ্টি ভেজা মন ময়ূরের তাল তাল নৃত্য হৃদয়ের অলিন্দে আরো একধাপ আন্দোলিত করে। আকাশে মেঘের লুকোচুরি গুরুগুরু গর্জনের বিদ্যুতের শিহরণ যেন বাঙালির প্রাণ ফিরে পায়। জৈনেক কবির মনেও
আজি মনে তুলো নব প্রেম
ভারি বৃষ্টির গাঢ় ছন্দে;
মুছে নাও সব পুরনো ক্ষত
খুঁজো সুখ কদমের গন্ধে।
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদেশের প্রকৃতির শোভা পরিবর্তিত হয়। বর্ষা ঋতুর বৃষ্টিস্নাত প্রকৃতি যেন বাংলার অপরূপ সৌন্দর্যকে আরও অপরূপ করে তুলে তার অবিশ্রান্ত ইলশেগুঁড়ির বর্ষণ, ভেজা ভেজা বাতাসের স্নিগ্ধ কামিনী ফুলের মত মোহময় তীব্রতা, উদ্ভিন্ন যৌবনা দীপ্ত কদমফুলের ধারাস্নান এবং মধ্যরাতের চরাচর কম্পন করা বজ্রপাতের আষাঢ়। সত্যিই অসাধারণ এক নৈপুণ্য।
উদাস করা পল্লীবধূ পালতোলা নৌকায় ঘোমটা পরে রাঙামুখ টেনে ছইওয়ালা নৌকায় বাপের বাড়ি নাইওর যাওয়ার দৃশ্য আর তার ফিরে ফিরে তাকানো ফেলে আসা পথের দিক যেন বর্ষা মধ্যবিন্দু হয়ে কালের স্বাক্ষকতা প্রমাণ করে।
আর পাল তোলা নৌকা কলকল করে চলতে থাকে আপন মনে নিরব লক্ষ্যে। বর্ষা বাঙালি মনকে সরস ও কাব্যময় করে তুলেছে। বর্ষার মনোরম প্রাকৃতিক দৃশ্য আমাদের বিমোহিত করে। এই যে প্রকৃতির এত নিগর্গ রূপ তা বর্ষারই অবদান। তাই বর্ষাকে আমরা হৃদয় হতে স্বাগত জানাই।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে উত্তরা জুড়ে বিক্ষোভ মিছিল

‘বিশ্ব বিবেক কোথায়?’—রাবিতে ফিলিস্তিন ইস্যুতে হাজারো শিক্ষক-শিক্ষার্থীদের গর্জন

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ, গঠন করবে উদ্যোক্তা তহবিল

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত

৯ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে

ব্যবসা টিকিয়ে রাখার চাঞ্চল্যকর কৌশল আ. লীগের পলাতক নেতাদের!

ভারতে সোনার দাম পতনের আশঙ্কা, বিশেষজ্ঞদের পূর্বাভাস

বাগেরহাটের চিতলমারীতে বহুতল ভবনে আগুন, ১ নারীর মৃত্যু

যশোরে পুকুর থেকে নবজাতকের মরদেহউদ্ধার

বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের নিয়ে অপপ্রচার : তিন সংগঠনের প্রতিবাদ

গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলা ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে শরীয়তপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

গাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির

কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক প্রেষণে স্বাস্থ্যসেবা ব্যাহত!

গাজায় গণহত্যার প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত ও মানববন্ধন

সুন্দরবনের কটকা অভয়ারণ্য পর্যটন কেন্দ্রের নড়বড়ে সিঁড়ি যেন পর্যটকদের মরন ফাঁদ

ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে নটরডেম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ