নষ্ট সময়
০৪ এপ্রিল ২০২৫, ১২:২৩ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১২:২৩ এএম

আকাশটা কালো মেঘে ঢাকা। বাতাসে হিমেল পরশ। মনে হয় দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। অঝোর ধারায় শ্রাবণের বৃষ্টি। হয়তো বন্যাও পায়ে পায়ে এগিয়ে আসছে ওসব বৃষ্টিস্নাত অঞ্চলে। কিন্তু এখানে বৃষ্টির কোনো দেখা নেই। বর্ষার শুরুতে সেই কবে দু-এক দিন বৃষ্টি হয়েছিল, তারপর আর কোনো বৃষ্টি নেই। শ্রাবণের ঘনঘোর বর্ষাঋতুতেও প্রকৃতি এখানে রুক্ষ। বিজ্ঞজনেরা বলেন, এসবই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কুফল।
একাকী ফাঁকা রাস্তা দিয়ে চলছে সোহেল। সাপ্তাহিক ছুটির দিন বলে আজ রাস্তায় বেশি যান চলাচল নেই। শুধু দুয়েকটি মোটর ও সিএনজি চালিত রিকশা-ট্যাক্সির চলাচল ছাড়া আর কোনো যানবাহন নেই। মাঝে-মধ্যে শহর এলাকার বাস গার্মেন্টস-কর্মীদের নিয়ে আপন গতিতে ছুটে চলছে গন্তব্যে। সপ্তাহের খোলার অন্য দিনে ব্যস্ততম সড়ক পার হওয়া রীতিমতো কষ্টের ব্যাপার। রাস্তার দুইধারে মুখোমুখি দুটি সরকারি কলেজ। সব সময় জ্যাম লেগেই থাকে। তাই ছাত্ররা দাবি তুলেছে সেখানে একটা ফুট-ওভার ব্রিজ নির্মাণের। ছুটির এমনই অলস দিন নাহলে “ড. এনামুল হক সড়ক” নেম-প্লেটটি পড়ে নেওয়া হয়তো ব্যস্ততম শহুরে মানুষগুলোর পক্ষে সম্ভব হতো না। সোহেলও ব্যস্ত− ঠিক যেন সে এ যুগের এক ‘হরিপদ কেরানি’। তবে হরিপদ কেরানির মতো পঁচিশ টাকা মাইনের কোনো চাকুরি নেই তার। হরিপদের ছিল মাথার উপরে শতচ্ছিন্ন ছাতা। বৃষ্টি হলেই সে ভিজে যেতো ছাতার নিচে থেকেও। সোহেলের এ রকম শতচ্ছিন্ন ছাতাও নেই। তবে তার রয়েছে ক্ষয়ে যাওয়া সুকতলির কমদামি ছেঁড়া জুতো। অন্য দশজন যেখানে সাপ্তাহিক ছুটির দিনটি আনন্দে কাটায়, সেখানে সোহেল পা বাড়ায় কাজের ধান্ধায়। জীবনে খেয়েপরে বেঁচে থাকা বড্ড কষ্টকর। পথ চলতে চলতে সে হঠাৎ খেয়াল করে কলেজ দুটোর নতুন অবকাঠামো, প্রধান ফটক ও বাউন্ডারি-ওয়ালের আমূল পরিবর্তন। সত্যিই কালের আবর্তে পাথরের ওয়ালেরও রূপ বদলায়; শুধু বদলায় না সোহেলের মতো শিক্ষিত বেকারের কপাল। এ রাস্তা দিয়ে দৈনিক দু’তিনবার আসা-যাওয়া করলেও তার নজর এতদিন সেখানে পড়েনি। পড়েনি এ কারণে যে, সে উদয়াস্ত দৌড়ায় শুধু একটা কর্মসংস্থানের আশায়।
আজও সে বেরিয়েছে অখ্যাত একটা প্রাইভেট কোম্পানিতে জীবনের বিশতম ইন্টারভিউ দিতে। তার একটা চাকুরি ভীষণ দরকার। কৃষক বাবার বড়ো সন্তান সে। কষ্টের সংসার; নুন আনতে পান্তা ফুরোয়। বিলাসী জীবন তার কাম্য নয়। শুধু বেঁচে-থাকার অধিকারটুকু সে চায়।
তার চলার পথে আকাশের কালো মেঘের পর্দাগুলো দ্রুত সরে যায় উত্তর দিকে। ঠা-া বাতাসও থেমে যায় হঠাৎ। ভ্যাপসা গরম নেমে আসে চারদিকে। মাথার উপর মেঘভাঙা রোদ। রোদ তো নয় যেন ইট-ভাঁটার উত্তাপ। বৈরী শ্রাবণের সকাল দশটায়ও কাঠফাটা রোদ। সোহেল হাঁটতে-হাঁটতে পৌঁছুয় কলেজ-গেটে। অসহ্য গরমে তার জামা-কাপড় ঘামে ভিজে একাকার। তাতে তার এমন অবস্থা, শ্রাবণের অঝোর ধারায় যেন সে গোসল করে এসেছে। সোহেল আকাশের বিশাল সূর্যের আগুনের হল্কা থেকে বাঁচার জন্যে কলেজ যাত্রী ছাউনির ছোট্ট ছাতার নিচে আশ্রয় নেয়। একটা স্কুল-ছাত্র তখন সেখানে বসে কী যেন করছে। তার এক হাতে দামি মোবাইল, অন্য হাতে সিগারেট। সে এক হাতে মোবাইল টিপছিল আর অন্য হাতে ধুমছে ফুঁকছিলো সিগারেট। হয়তো ছুটির দিনে বাসা থেকে পালিয়ে বাজে বন্ধুর সাথে আড্ডা দিয়ে একটুখানি জিরিয়ে নিচ্ছে। ধূমপানের গন্ধ একদম অসহ্য সোহেলের। সে সরে দাঁড়ায় ছাউনির এক পাশে।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্ক করল চীন

‘খুব ভালো চুক্তি’র ভবিষ্যদ্বাণী, চীনা প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

নাইটক্লাবের ছাদ ধসে মারা গেলেন গায়ক রুবিও, নিহত বেড়ে ১৮৪

যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস অভিমুখে মার্চ ফর প্যালেস্টাইনে জবির শিক্ষক-শিক্ষার্থীরা

সড়কে ছিল না যানজট, পরীক্ষার্থীদের মুখে ছিল স্বস্তির হাসি

হিন্দি ইন্ডাস্ট্রির কেউ আমার কথা ভাবেনি–জিৎ

প্লট দুর্নীতি : হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ২৮তম ঢাকা

ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধস : নিহত বেড়ে ১২৪

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৩৮

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

টঙ্গীতে র্যাবের অভিযান মহানগর তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৫জন গ্রেফতার

হিলিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা

সুন্দরবনে ডাকাতদের কবল থেকে ছয় নারীসহ ৩৩ জেলে উদ্ধার

ইয়েমেনের বন্দরশহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলা : নিহত বেড়ে ১৬

গাজায় অভিযানে আপত্তি, পাইলটসহ বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি ইসরাইলের

শহীদদের রক্তের সাথে কোন আপোষ বরদাস্ত করা হবে না: ইশরাক

মেসির জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তনে সেমিতে মায়ামি

সৌদি আরবে নতুন ১৪টি তেল ও গ্যাসের খনির সন্ধান