ঢাকা   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

গফুর স্যার ও আমি

Daily Inqilab মোহাম্মদ আশরাফুল ইসলাম

০১ নভেম্বর ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ১২:১৬ এএম

(পূর্বে প্রকাশিতের পর)
১৯/০২/২০১৪ সন্ধ্যায় নজরুল একাডেমী মিলনায়তনে ফররুখ গবেষণা ফাউন্ডেশন স্যারের সম্বর্ধনা সভার আয়োজন করে। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান এর সভাপতিত্বে ও মোহাম্মদ আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ। ক্বারী মোহাম্মদ ই্উসুফের তেলাওয়াত এবং মাহবুবুল হক এর শুভেচ্ছা বক্তব্যের পর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের প্রাক্তন মহাপরিচালক এজেডএম সামশুল আলম, বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক ড. মাহমুদ শাহ কোরেশী, কথাশিল্পী অধ্যাপিকা চেমন আরা, বিশিষ্ট কলামিস্ট মোবায়েদুর রহমান, কবি ম. মিজানুর রহমান, তমদ্দুন মজলিশের সভাপতি প্রফেসর আবদুস সামাদ, সেক্রেটারী শাহাবুদ্দিন খান, কবি আবদুল মুকিত চৌধুরী, নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান, কবি আশরাফ আল দিন, সাংবাদিক আবদুল আউয়াল ঠাকুর, ড. আ্ক্তারুজ্জামান, কবি আতিক হেলাল, অধ্যাপক আবদুল গফুরের মেয়ে ডা. সাবেরা গুলরুখ, পুত্র সাংবাদিক মোস্তফা তারিখ আল বান্না ও মোস্তফা মাসুম আল বান্না, শাহ আবদুল হালিম, কবি সাদিয়া চৌধুরী পরাগ, ওয়াহিদুজ্জামান বাচ্চু, কবি মিহির কান্তি ভৌমিক। অনুষ্ঠানের সম্বর্ধিত গুণীজন ভাষা সৈনিক অধ্যাপক আবদুল গফুরকে ফররুখ গবেষণা ফাউন্ডেশন পুরস্কার-২০১৩ প্রদান করা হয়। পুরস্কারের অর্থ মান নগদ ১০,০০০/- টাকা, একটি বোরদা (চাদর) এবং একটি সম্মাননা সনদ তাঁর হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে স্ত্রী রাবেয়া খাতুন সহ তাঁর ছেলে মেয়ে ও সন্তান সন্ততি সহ আতœীয় স্বজনকে পরিচয় করিয়ে দেন অধ্যাপক আবদুল গফুর।

২০১৪ সালে প্রকাশিত স্যারের সম্বর্ধনাা স্মারকে আমার একটি লেখায় তাঁর আত্মজীবনী ‘আমার কালের কথা’ যেটি প্রকাশিত হয়েছে সেটিকে প্রথম খ- ধরে এর দ্বিতীয় এবং তৃতীয় খ-ও আসতে পারে বলে মন্তব্য করি। তাঁর লেখাটি পাকিস্তান আমলের একটি পর্যায় পর্যন্ত হয়েছে। ভাষা আন্দোলন, তমদ্দুন মজলিশে তাঁর আজ পর্যন্ত দায়িত্ব পালন, সরকারি চাকুরী জীবন, অধ্যাপনা জীবন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ইসলামিক ফাউন্ডেশন জীবন, ইনকিলাব জীবন, রাষ্ট্্রীয় উত্থান-পতন ও রাষ্ট্র নীতির বিবর্তন, সাংস্কৃতিক আন্দোলন ইত্যাদি মিলিয়ে বর্তমান সময় পর্যন্ত তাঁর আত্মজৈবনিক লেখা জাতির এক প্রত্যাশা। তিনি এখন লিখছেন কীনা আমি জানি না। সাম্প্রতিক সময়ে তাঁর শরীরের অবস্থা খুব ভাল যাচ্ছে না। বিনীতভাবে অনুরোধ রাখবো তিনি যেন তাঁর আত্ম জৈবনিক লেখার ধারা জারী রাখেন। নিজে সরাসরি না পারলেও যদি সম্ভব হয় কাউকে দিয়ে শ্রুতি লিখনের মাধ্যমে হলেও তা জারী রাখা দরকার। তাঁর লেখা কলামগুলো দিয়েও উৎকৃষ্ট মানের বই হবে; যেগুলো পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে। এ কাজটিও দ্রুত সম্পাদিত হওয়া দরকার। আমি জানিনা স্যার এ বিষয়ে আর কতদূর কাজ করেছিলেন। তবে সে সম্বর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ফররুখ গবেষণা ফাউন্ডেশন ‘ভাষা সৈনিক অধ্যাপক আবদুল গফুর স্মারকগ্রন্থ’ নামে অধ্যাপক মুহম্মদ মতিউর রহমানের সম্পাদনায় একটি স্মারকগ্রন্থ প্রকাশ করে। যাতে গফুর স্যারের পরিবারের সদস্যদের লেখা ছাড়াও অনেকের লেখা স্থান পায়। সে সংকলনে আমারও একটি লেখা স্থান পায়।

 

 

 


নজরুল একাডেমি মিলনায়তনে গফুর স্যারের ৯১তম জন্মদিনে আমার স্মৃতিচারণ। ১৯-২-২০২০।
গফুর স্যারের ফোন
ইনকিলাবে ২০০৪ এর দিকে লেখালেখি প্রায় বন্ধ করে দিলেও মাঝে মধ্যে পত্রিকা অফিসে যেতাম। আবদুল গফুর স্যার, এস. এ. সিদ্দিকী, মাওলানা রুহুল আমিন খান, মুন্সী আবদুল মান্নান, মোবায়েদুর রহমান, ইউসুফ শরীফ, শেখ দরবার আলম, মুন্সী ফজলুর রহমান, হাসনাইন ইমতিয়াজ, আবদুল হাই শিকদার, আতিক হেলাল, লুৎফুল খবীর, উবায়দুর রহমান খান নদভী, ফাহিম ফিরোজ, জামান সৈয়দী, কণা, মাহমুদা এদের সাথে দেখা করার জন্য কোন কোন সময় পত্রিকায় যেতাম। ইনকিলাব সহ সব পত্রিকায় এক পর্যায়ে লেখালেখি কমিয়ে দিলেও গফুর স্যার কিন্তু আমাকে ভূলেন নি। মাঝে মধ্যে বিশেষ করে ইনকিলাবের প্রতিষ্ঠা বার্ষিকী সংখ্যায় এবং ঈদ সংখ্যা ও বিশেষ সংখ্যাগুলোতে আমার লেখা চেয়ে তিনি নিজে ফোন করতেন। খোশহাল জানার পর তিনি তাঁর কাঙ্খিত একটি লেখা কত তারিখের মধ্যে পাঠাতে হবে নির্দেশনা দিয়ে আমাকে অনুরোধ করতেন। গফুর স্যারের এ রিকুয়েস্টকে আমি নির্দেশের মর্যদায় প্রতিপালন করতাম। এ ধারা ২০১৮ পর্যন্ত অব্যাহত ছিলো।

তমদ্দুন মজলিসে স্যারের সান্নিধ্য
স্যারের সাথে পত্রিকার অফিসের যোগাযোগের বাইরে আরেকটি সংযোগ ছিলো তমদ্দুন মজলিশের নানা অনুষ্ঠানে উপস্থিত হওয়া, তাদের ওয়েব সাইটে নানা বিষয়ের আলোচনায় অংশ নেয়া যেগুলো ইউটিউভ আকারে বিদ্যমান। ১৯ ফেব্রুয়ারি, ২০২০ তারিখ নজরুল একাডেমি মিলনায়তনে তমদ্দুন মজলিস কর্তৃক অধ্যাপক আবদুল গফুরের ৯১তম জন্মদিনের অনুষ্ঠানে আমি যে বক্তব্য রাখি তা ই্উটিউভে রয়েছে ( https://www.youtube.com/watch?v=mijC58aszSo&t=19s )। এরপরও স্যারের সাথে অন লাইন অনুষ্ঠানে অংশ নিয়েছি। গত ২৭-৯-২০২৪ বিকেলে ঢাকার একটি হাসপাতালে গফুর স্যার শেষ নি:শ্বাস ত্যাগ করেন। রাত সারে আটটায় জাতীয় প্রেসক্লাবে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠান শেষে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্তানে দাফন করা হয়। তিন বহু গ্রন্থ প্রণেতা একজন লেখক, সাংবাদিক, সাহিত্যিক, সংগঠক, ভাষা সৈনিক সহ বহু গুণের অধিকারী। দীর্ঘ ৯৫ বছরের হায়াতে তিনি ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশ আমল এবং সর্বশেষ গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভুত্থান সবকিছু দেখে গেছেন। আল্লাহপাক আমাদের জাতির অভিভাবকতুল্য অধ্যাপক আবদুল গফুরকে পরপারে শান্তিতে রাখুন। কবি কায়কোবাদের ভাষায় বলতে ইচ্ছে করে “ঐ মন্দাকিনী তীরে, সুরভী সুধার নীড়ে, সারস মড়ালগুলো আছে যেথা ফুটে, জীবনের পরপারে শানবান্দা ঘাটে।”ঐ খানেই যেন আবার স্যারের সাথে দেখা হয়।

জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক আবদুল গফুর স্যারের জানাজা শেষে পুষ্পশ্রদ্ধা নিবেদন।

 


বিভাগ : সাহিত্য


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

কিশোরগঞ্জ সাহিত্য পরিষদের বোরদা পুরস্কার
রঙ্গীন মাছের শহরে
নিরাপদ থাকুক পরিযায়ী পাখির আবাস
মির্জা আসাদুল্লাহ্ গালিব
আজ ঐতিহ্যবাদী লেখক হোসেন মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী
আরও

আরও পড়ুন

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান

তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ

তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ

ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?

ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?

মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি

মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি

গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের

গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের

পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি

পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি

আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

শুধু নারীদের জন্য

শুধু নারীদের জন্য

নিথর দেহ

নিথর দেহ

আত্মহননে

আত্মহননে

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী

মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু

মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়

শুধু নামেই জিমনেসিয়াম

শুধু নামেই জিমনেসিয়াম

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কী পরিবর্তন আসছে?

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কী পরিবর্তন আসছে?