যারা আন্দোলন-সংগ্রামে থাকবে তাদের নিয়ে সরকার গঠন করা হবে: বুলু
১০ জুন ২০২৩, ০৮:০১ পিএম | আপডেট: ১১ জুন ২০২৩, ১২:০১ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না। আমরা ঘোষণা করেছি, এদেশে যারা আন্দোলন-সংগ্রামে থাকবে, যারা রাজপথে থাকবে, যারা গণতান্ত্রিক, দেশপ্রেমিক তাদের নিয়ে সরকার গঠন করা হবে। শনিবার (১০ জুন) সারাদেশে বিদ্যুৎ লোডশেডিং বন্ধ এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক নাগরিক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন।
সমাবেশে বরকত উল্লাহ বুলু বলেন, শেখ হাসিনা আপনি হিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। ৪০ লাখ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এই মামলা দিয়ে আপনি (প্রধানমন্ত্রী) ক্ষমতায় টিকে থাকবেন সেটা হবে না। ২০২৩ সালের মধ্যে দেশের মানুষ আপনাকে বিতাড়িত করে একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকার গঠন করে নিজের ভোট নিজে দেওয়ার অধিকার ফিরিয়ে আনবে।
তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি, ৩০ লাখ মানুষ বুকের তাজা রক্ত দিয়েছে গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, বাক-স্বাধীনতার জন্য। আজকে দেশে গণতন্ত্র নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই। একটি অবৈধ সরকার ক্ষমতায় আছে। মার্কিন প্রেসিডেন্টসহ পৃথিবীর সব দেশের নেতাদের সমালোচনা করা যায়, ব্যঙ্গ কার্টুন করা করা যায়। কিন্তু শেখ পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, তাহলে তার বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা হয়ে যায়। এত পবিত্র তারা, এত ক্ষমতাবান তারা।
বিএনপির এই নেতা বলেন, আপনারা (আওয়ামী লীগ) বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি মুক্তিযুদ্ধ করেননি। তাহলে শেখ মুজিব কেন জিয়াউর রহমানকে সেক্টর কমান্ডার হিসেবে বীর উত্তম খেতাব দিয়েছেন? কারণ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ওনার ঘোষণার মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে রণাঙ্গণে। যুদ্ধ করে তিনি বাংলাদেশ স্বাধীন করেছেন। সেই কারণে তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, গত ২৪ ডিসেম্বর শেখ হাসিনা আওয়ামী লীগের সম্মেলনে বলেছেন, এদেশের মানুষ ভোট চোরদের পছন্দ করে না। আমরাও বলতে চাই, এদেশের মানুষ ভোট চোরদের পছন্দ করে না। তাই আজকে জাতিসংঘ, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইউরোপী ইউনিয়ন বলছে, ভোট চোররা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে দখল করে আছে।
বুলু বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এ দেশের মানুষের বিরুদ্ধে নয়। যারা অতীতে ভোট চুরি করেছেন, ভোট চুরির সহায়তা করেছেন, যারা কেন্দ্র দখল করেছেন, যারা মানুষের অধিকার হরণ করেছেন, মত প্রকাশের অধিকার হরণ করেছেন, মানুষকে গুম-খুন করেছেন, তাদের বিরুদ্ধে। আগামী দিনেও এই নিষেধাজ্ঞা থাকবে।
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আজকে যারা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে ১৪ লক্ষ কোটি টাকা লুট করে বেগম পাড়া করেছেন, যারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, মালয়েশিয়ায় হাজার হাজার কোটি টাকা দিয়ে ঘর-বাড়ি কিনেছেন, সেসব আওয়ামী চোরদের বাংলাদেশে এনে জনতার আদালতে বিচার করা হবে। পাশাপাশি লুট করা টাকা আমরা ফিরিয়ে আনবো। এই চোরদের দেশের মানুষ আর ক্ষমতায় থাকতে দেবে না।
তিনি বলেন, শেখ হাসিনা আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের মানুষদের জিম্মি করে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। বিদেশিদের সাথে শত্রুতা, বৈরিতা করছেন। আপনার যদি লজ্জা-শরম থাকে তাহলে নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনার জনপ্রিয়তা যাচাই করেন। এদেশের মানুষ যদি আপনাকে চায়, আপনি আবার ক্ষমতায় আসবেন। আপনাকে আমরা সুযোগ দেবো। কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন।
বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন- বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমতুল্লাহ, ওলামা দলের আহবায়ক মাওলানা নেছারুল হক, তাতী দলের যুগ্ম আহবায়ক ড মনিরুজ্জামান মনির, যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশির বাড়িতে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু, আহত আরো ৪ জন

৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১০ হাজার হজযাত্রী রুট ইনিশিয়েটিভের সুবিধা পাচ্ছে না

বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস বিডার, পুলিশ দিচ্ছে জরুরি হটলাইন সুবিধা

ভ্যাটের টাকা পর্যটকদের ফেরত দেবে সউদী সরকার

সউদী আরবে গড় আয়ু বাড়ছে

রক্তক্ষয়ী সংঘর্ষে বিচলিত উপকূলীবাসী

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির বিক্ষোভ

সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজের আন্তর্জাতিক স্বীকৃতি

সরকারি হাইস্কুলগুলোতে তীব্র শিক্ষক সংকট শরীয়তপুরে ভেঙে পড়েছে শিক্ষার মান

খাদ্য সরবরাহে অনিয়মের অভিযোগ

কুয়াকাটা-ভাঙ্গা সড়ক ৬ লেনের দাবি

ধর্ষণের পর নারীকে হত্যার অভিযোগ

অব্যাহতি দেয়া হলো উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসকে

প্রধান উপদেষ্টা কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন

নানা অপরাধে জড়িয়েও বহাল তবিয়তে পুলিশ কর্মকর্তারা কাজে ফেরেন নি ২০০ পুলিশ কর্মকর্তা

সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন ডিসেম্বরেই চাই- আমিনুল হক

বিজিএমইএ নির্বাচন ২০২৫–২০২৭: চট্টগ্রাম অঞ্চলের জন্য সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা