ঢাকায় নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু
১১ জুন ২০২৩, ০৮:৩৮ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০১ এএম
দেশে আন্তর্জাতিক চেইন স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে টি কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এরই অংশ হিসেবে রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিলে তৈরি হচ্ছে প্রথম ইংরেজি মাধ্যম স্কুল ‘নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল’, যা কানাডার বৃটিশ কলাম্বিয়া শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ও প্রশাসনের অধীনে গ্লোবাল অফশোর স্কুল প্রোগ্রামের অংশ হিসেবে পরিচালিত হবে।
রোববার রাজধানীর একটি হোটেলে এই শিক্ষাপ্রতিষ্ঠানটির গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমদ চৌধুরী (অব) ও কানাডা হাই কমিশনের চার্জ ‘অ্যাফেয়ার্স অ্যাড অন্তর্বর্তীকালীন’ অ্যাঞ্জেলা ডার্ক। এছাড়া আরও উপস্থিত ছিলেন- নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মো. আমিরুল হক, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনজাম আনসার, কানাডার শিক্ষা মন্ত্রণালয়ের ব্রিটিশ কলাম্বিয়ার আন্তর্জাতিক শিক্ষার পরিচালক অ্যালান শ্রোডার ও নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ক্রিস্টাল জাউস।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ২০৩০ সালের মধ্যে আমাদের শতভাগ ছেলেমেয়েকে শিক্ষিত করবো এরকম একটি টার্গেট আমাদের রয়েছে। এখন আমরা ৭৫ শতাংশে রয়েছি। হয়তো হিসেবে ১/২ শতাংশ এদিক-ওদিত হতে পারে। আমাদের কোয়ালিটি এডুকেশন দরকার। এই সেক্টর থেকে যারা অবদান রাখবে তাদের শিশু বয়স থেকে নাসিং করলে সেই জায়গাটাতে নিয়ে যেতে পারবো। তাহলে মেধার বিকাশ হবে। মেধাবী তরুণরা বেরিয়ে আসবে। তারই একটি সোপান এই স্কুলটি।
অনুষ্ঠানে জানানো হয়, ইতোমধ্যে বৃটিশ কলাম্বিয়া অফশোর স্কুল বিগত ৩৫ বছর ধরে বিশ্বের ৮টি দেশে পরিচালিত হচ্ছে; ৯ম দেশ হিসেবে বাংলাদেশে এই স্কুল পরিচালনার অনুমতি পেয়েছে টি. কে. গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এই স্কুলটি সরাসরি বৃটিশ কলাম্বিয়া শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত পাঠ্যক্রম, প্রত্যয়িত প্রিন্সিপাল ও শিক্ষকগণ দ্বারা পরিচালিত হবে, যারা কানাডিয়ান নাগরিক। এই স্কুলের শিক্ষার্থীরা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অষ্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ইত্যাদির মতো কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমস্ত বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত হতে পারবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যেহেতু স্কুলটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত এবং বিশ্বের সেরা র্যাংক স্কুলগুলোর মধ্যে অন্যতম, তাই এটা শিক্ষার জগতে বাংলাদেশকে একটি বিশিষ্ট স্থানে পরিচিত করে তুলবে এবং একই সাথে শিক্ষাখাতে আরেকটি মহৎ উদ্যোগের নেতৃত্ব দেওয়ার জন্য দেশ এবং বর্হিবিশ্বে একটি দুর্দান্ত ভাবমূর্তি ও তৈরি করতে সক্ষম হবে।
টি. কে. গ্রুপ কর্তৃক স্কুল কার্যক্রম
ব্রিটিশ কলাম্বিয়া, কানাডার শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের টি. কে. গ্রুপের সমন্বয়ে নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ২টি ক্যাম্পাস দিয়ে স্কুলের কার্যক্রম শিগগিই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে ক্যাম্পাস-১, দিলু রোডে অবস্থিত প্রি-স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে এবং ক্যাম্পাস-২ দক্ষিণ কুনিপাড়াতে অবস্থিত স্কুল ভবনের নির্মাণ কার্যক্রম দ্রুততার সাথে চলমান রয়েছে।
স্কুলের মূল বৈশিষ্ট্য
কানাডিয়া স্কুল কোড অব কন্ডাক্ট এন্ড প্রটোকলের ভিত্তিতে পরিচালিত স্কুলের মূল বৈশিষ্টসমূহের মধ্যে রয়েছে-
১) ৩৫ বছরের বেশি সময় ধরে বৃটিশ কলাম্বিয়া অফশোর স্কুল প্রোগ্রামটি বিশ্বে চালু রয়েছে। বৃটিশ কলাম্বিয়া অফশোর স্কুল প্রোগ্রাম এর আওতায় ১৯৯৮ সাল থেকে কানাডার বাহিরেও বৃটিশ কলাম্বিয়া-প্রত্যায়িত শিক্ষকদের দ্বারা বৃটিশ কলাম্বিয়া পাঠ্যক্রম অফার করার জন্য অনুমোদিত করেছে যা শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি করতঃ শিক্ষার মানকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে।
২) বর্তমানে বিশ্বে অনুমোদিত মোট ৮টি দেশে (বাহরাইন, চীন, কলম্বিয়া, মিশর, ফ্রান্স, জাপান, কাতার ও থাইল্যান্ড) বৃটিশ কলাম্বিয়া অফশোর স্কুল পরিচালিত হচ্ছে। উল্লেখ্য যে, বৃটিশ কলাম্বিয়া অফশোর স্কুল প্রোগ্রামটি চলতি বসছে আরও ৩টি দেশে পরিচালনার জন্য অনুমোদন প্রাপ্ত হয়েছে (বাংলাদেশ, কাজাকাস্তান ও তাইওয়ান)।
৩) বিশ্বে আনুমানিক ১২ হাজার শিক্ষার্থী বৃটিশ কলাম্বিয়া অফশোর স্কুলে অধ্যয়ন করছে, যা এটিকে কানাডার শিক্ষাক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রোভিন্সে পরিণত করেছে।
৪) ব্রিটিশ কলাম্বিয়া পাঠ্যক্রম, পড়ার উপকরণ, শ্রেণিকক্ষের মান এবং ইন্টারন্যাশনাল ব্যাকালোরেট (আইবি) পাঠ্যক্রম সব বিকল্পসহ শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা রয়েছে।
৫) শিক্ষার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ইত্যাদির মতো কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশে সরাসরি এনরোল করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
২০২৮ ইউরো পর্যন্ত জার্মানির কোচ নাগালসম্যান
পাকিস্তানে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা স্থগিত
সাবেক ২৪ এমপি’র গাড়ি নিলামে উঠছে রোববার
মিরপুরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া
অ্যালাউন্স ছাড়া কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা
ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডটকম-এর প্রতিবেদন মিথ্যা : প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছাত্রদল নেতা মিথুন রিমান্ডে, ছয় সমর্থক কারাগারে
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিংয়ে ই-পাসপোর্ট সেবা চালু
বিএনপির ‘কথার টোন আ.লীগের সাথে মিলে যাচ্ছে’
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত
বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন আল গোরের
২০২৪ সালে জলবায়ু সঙ্কটে দেশের সোয়া ৩ কোটি শিশুর শিক্ষা ব্যাহত
মাদারীপুরে মানবপাচারকারীকে গণপিটুনির ভিডিও ভাইরাল
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা : কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
মোরেলগঞ্জে পল্লী বিদ্যুৎতের মিটার সংকট মিলছে না সংযোগ : গ্রাহকদের ভোগান্তি
রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বাজারে পলিথিন কেন সেটা না ভেবে ভাবুন কেন ব্যবহার করছেন : পরিবেশ উপদেষ্টা
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
টিকটকারদের যন্ত্রণায় বিব্রত মেট্রোরেল যাত্রীরা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২