ঈদের পর নেতাকর্মীদের দ্রুত ঢাকায় ফেরার আহ্বান গয়েশ্বরের
২৫ জুন ২০২৩, ০৮:৩৮ পিএম | আপডেট: ২৬ জুন ২০২৩, ১২:০২ এএম

বিএনপি নেতাকর্মীদের কোরবানি ঈদের পর দ্রুত ঢাকায় ফেরার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সবাই যদি ঢাকায় একসঙ্গে আসেন, আর বাংলাদেশের মানুষ যদি ঢাকার দিকে আসা শুরু করে, তাহলে কী হবে বোঝেন! যদি এটা বোঝেন, তার জন্য প্রস্তুত থাকেন।
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলমসহ দলের সকল কারাবন্দী নেতাকর্মীর মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, আপনারা বলছেন-এ মুহূর্তে দরকার জনগণের সরকার। কিন্তু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা বলেন, আমার জীবনের জন্য দরকার বর্তমান সরকার। এখন আর কোনো পথ নেই। প্রধানমন্ত্রী যে পদত্যাগ করবেন, ক্ষমতা কার কাছে দেবেন? ওই লোক খুঁজে পাচ্ছে না।
বিএনপির পক্ষ থেকে পুলিশের তালিকা করা হচ্ছে- এমন খবরকে গুজব বলে মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার নানাভাবে বিএনপির আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তারা নানা মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করবে। বিএনপির নেতা-কর্মীদের এ ব্যাপারে সাবধান থাকতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পুলিশ ও প্রশাসনের লোকদের ঐক্যবদ্ধ করার জন্য সরকার নানা সময় নানা গুজব ছড়াচ্ছে। যেমন একটা গুজব ছড়িয়েছে, তাঁরা (বিএনপি) নাকি পুলিশের তালিকা করছে! পুলিশের তালিকা বিএনপিকে করতে হবে কেন? আওয়ামী লীগ সরকার চলে গেলে, পুলিশের লোকজনই বলবে, কে অপকর্ম করেছে। পুলিশের তালিকা করার গুজবটি এ কারণে ছড়ানো হচ্ছে, যাতে সব পুলিশ বর্তমান সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করে।
সেন্ট মার্টিন দ্বীপ লিজ দিলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রদূত (মার্কিন) বলেছেন, বাংলাদেশের কাছে তাঁরা কিছু চান না। আর তিনি (প্রধানমন্ত্রী) বলছেন, সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারবেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ করে গয়েশ্বর বলেন, কয়েক দিন আগে তারা বলেছে, ভারতকে যা দিয়েছে, তা সারা জীবন মনে থাকবে। এখন আর দেওয়ার মতো কিছু নেই। তিনি (শেখ হাসিনা) ভেবেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাবেন (যুক্তরাষ্ট্র), তিনি গিয়ে ম্যানেজ করবেন। তিনি (মোদি) নিজের গদি রক্ষা করবেন, নাকি আওয়ামী লীগ সরকারের গতি রক্ষা করবেন! তাঁরই (মোদি) তো সমস্যার শেষ নেই। তিনি আবার কার জন্য সুপারিশ করবেন!
প্রতিবাদ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশির বাড়িতে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু, আহত আরো ৪ জন

৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১০ হাজার হজযাত্রী রুট ইনিশিয়েটিভের সুবিধা পাচ্ছে না

বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস বিডার, পুলিশ দিচ্ছে জরুরি হটলাইন সুবিধা

ভ্যাটের টাকা পর্যটকদের ফেরত দেবে সউদী সরকার

সউদী আরবে গড় আয়ু বাড়ছে

রক্তক্ষয়ী সংঘর্ষে বিচলিত উপকূলীবাসী

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির বিক্ষোভ

সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজের আন্তর্জাতিক স্বীকৃতি

সরকারি হাইস্কুলগুলোতে তীব্র শিক্ষক সংকট শরীয়তপুরে ভেঙে পড়েছে শিক্ষার মান

খাদ্য সরবরাহে অনিয়মের অভিযোগ

কুয়াকাটা-ভাঙ্গা সড়ক ৬ লেনের দাবি

ধর্ষণের পর নারীকে হত্যার অভিযোগ

অব্যাহতি দেয়া হলো উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসকে

প্রধান উপদেষ্টা কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন

নানা অপরাধে জড়িয়েও বহাল তবিয়তে পুলিশ কর্মকর্তারা কাজে ফেরেন নি ২০০ পুলিশ কর্মকর্তা

সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন ডিসেম্বরেই চাই- আমিনুল হক

বিজিএমইএ নির্বাচন ২০২৫–২০২৭: চট্টগ্রাম অঞ্চলের জন্য সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা