প্রধানমন্ত্রী বললেই ছাড়বেন বলে জানালেন টিপু মুন্সী

বাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িত বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৬ জুন ২০২৩, ০৩:৪৬ পিএম | আপডেট: ২৬ জুন ২০২৩, ০৪:১০ পিএম

বাজার সি-িকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। জবাবে মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী বললেই দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত আছেন। বাজার সি-িকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ক্রাইসিসি তৈরি হবে বলেও জানান তিনি।
আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুকূলে মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনাকালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে ব্যর্থতার অভিযোগ তুলে বাণিজ্য মন্ত্রী ও মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করেন বিরোধী দল জাতীয় পার্টি, গণফোরাম ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। তারা বাজার সি-িকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তারা বাণিজ্য মন্ত্রণালয়ের বরাদ্দ কমানোর প্রস্তাব করেন। তবে, কণ্ঠভোটে তাদের প্রস্তাব নাকচ হয়ে যায়। পরে মন্ত্রীর প্রস্তাবিত অর্থ কণ্ঠভোটে মঞ্জুর করা হয়।
আলোচনায় অংশ নিয়ে বাজার পরিস্থিতি ও জনগণের দুর্ভোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গণফোরামের মোকাব্বির হোসেন খান। তিনি মন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, এতো কিছুর পরও কেন আপনি পদত্যাগ করেন না?’ তিনি প্রশ্ন রাখেন, বাণিজ্যমন্ত্রীকে সিন্ডিকেটের অন্যতম হোতা হিসেবে কি বসিয়েছে?
জবাবে মন্ত্রী টিপু মুন্সী বলেন, এখানে একজন তো আমাকে পদত্যাগ করতে বললেন। খুব ভালো কথা বলছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো উনি (মোকাব্বির) দায়িত্ব নিলে আমাকে ছেড়ে দিয়ে উনারে দায়িত্বটা দিতে পারেন। কোন সমস্যা নেই আমার।
এ সময় বাজার সিন্ডিকেট প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেটের কথা বলা হয়। এটা ঠিক বড় বড় গ্রুপগুলো একসঙ্গে অনেক বেশি ব্যবসা করে। চাইলে জেল-জরিমানাসহ বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে আমাদের লক্ষ্য রাখা দরকার, আমরা জেলে ভরলাম, জরিমানা করলাম; সেটা হয়তো করা সম্ভব। কিন্তু তাতে হঠাৎ করে ক্রাইসিসটা তৈরি হবে। সেই ক্রাইসিস সামাল দিতে আমাদের কষ্ট হবে। এজন্য আমরা আলোচনার মাধ্যমে নিয়মের মধ্যে থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করি।
এরআগে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, বর্তমান সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজারে গেলে মানুষের মুখে মুখে শোনা যায়, বাণিজ্য মন্ত্রণালয় এতটাই ব্যর্থ এটিকে মানুষ সিন্ডিকট বান্ধব মন্ত্রণালয় বলে। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেট জড়িত। অনেকে সংসদে বলেছেন— বাণিজ্যমন্ত্রী এর সঙ্গে জড়িত। কিন্তু আমি এভাবে বলতে চাই না। তিনি আরো বলেন, বাণিজ্যমন্ত্রী যখন বলেন, কোন দ্রব্যের দাম কমবে, তার পরদিনই ওই দ্রব্যের দাম বেড়ে যায়। পর্যাপ্ত মজুত থাকার পরও কেন পেঁয়াজের দাম ৩০ টাকা থেকে ৯০ টাকা হল?
জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান বলেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন বাজারে গিয়ে দেখেছি অনেকে কেঁদেছেন। মানুষের পকেটে টাকা নাই। দ্রব্য মুল্যে বৃদ্ধির কারণ সিন্ডিকেট। ডিমের বাজারে কারা সি-িকেট করে হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়। এটা তো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে না। মন্তী যেখানে সিন্ডিকেটের কথা বলছেন সেখানে বাণিজ্যমন্ত্রী কেন তাদের ধরেন না। তিনি তো নিজেই ব্যবসায়ি, তার তো জানার কথা কারা সি-িকেট করে। তার কোনো ভুমিকা নেই।
জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী বলেন, মন্ত্রণালয়ের মনিটরিং সেল কী কাজ করে? এত বড় একটি মন্ত্রণালয়। এর মন্ত্রীর যদি ডায়নামিজম না থাকে, তাহলে দাম তো বাড়বেই। একজন শুধু কাজ করবেন, আর সবাই ঘুমাবেন তাহলে তো দেশ চলবে না। বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এটা চাইলে অবশ্যই সম্ভব।
জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি বলেন, সি-িকেটের কারণে সব দাব বড়েছে। সি-িকেট কি এতো শক্তিশালী, সরকারের চেয়ে সি-িকেট শক্তিশালী। এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। সরকারের মধ্যে সিন্ডিকেট থাকলে তাও খুঁজে বের করার দাবি জানান তিনি।
রওশন আরা মান্নান বলেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ করতে হবে। মুল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।
ব্যবসার আগেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে টিপু মুনশি বলেন, বার বার একটি কথা উঠে আসছে, আমি ব্যবসায়ী এবং ব্যবসায়ীরা আমার দ্বারা সুবিধা পাচ্ছেন। যারা এটা বলছেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, তাদের রাজনীতির অভিজ্ঞতা কত বছরের তা জানি না। আমি কিন্তু ৫৬ বছর ধরে রাজনীতি করি। আমি ব্যবসা করি আজ ৪০-৪২ বছর। কিন্তু ঘুরে ফিরে কেউ বলেন না আমি রাজনীতিবিদ। তারা বলেন, আমি ব্যবসায়ী, সুযোগটা আপনি ব্যবসায়ীদের দিচ্ছেন।
মন্ত্রী টিপু মুনশি বলেন, কথাটা হলো দাম বেড়েছে। প্রধানমন্ত্রী কিন্তু বার বার বলছেন মানুষ কষ্টে আছেন। মানুষকে বলছেন সাশ্রয়ী হওয়ার জন্য। আজকে আমরা কী আমাদের জন্য এই অবস্থায় এসেছি? বৈশ্বিক পরিস্থিতি আমাদের ওপর প্রভাব ফেলেছে। সেটা কিন্তু আমাদের হিসাবের মধ্যে আনতে হবে। তিনি আরো বলেন, অনেক কথা আসছে, বলা যখন শুরু হয়-ডানে বামে সব চলে আসে। ডিম, সেটার খবর তো আমি জানি না। ডিমের দাম বাড়া বা কমানোর ব্যাপারে আলাদা মন্ত্রণালয় আছে, তারা ঠিক করে দেয়।
দাম বেড়েছে কোন সন্দেহ নেই উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেন, পেঁয়াজের কথা বলা হয়েছে। আমরা কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করেছিলাম, কৃষকরা যেন এমন একটি দাম পায়, তারা উৎপাদনে উৎসাহিত হয়। পেঁয়াজে আমাদের বছর ৬ থেকে ৭ লাখ টন ঘাটতি রয়েছে। কৃষকরা বেটার প্রাইজ হলে উৎপাদনের দিকে মনোযোগী হবে। আমাদের এই পদক্ষেপে ঘাটতি কিন্তু অর্ধেকে নেমে আসছে। তবে এটাও ঠিক কেজি ৮০ থেকে ৯০ টাকা হওয়া উচিত নয়। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আমদানি করেছি। ভারতের আমদানি পেঁয়াজের কেজি এখন ৪০ থেকে ৪৫ টাকা। আজ আমাদের দেশি পেঁয়াজ ৬৫ টাকা। আমরা চেষ্টা করছি। ১০ থেকে ১৫ দিনের মধ্যে এটা ৫০ টাকার মধ্যে চলে আসবে।
মন্ত্রী বলেন, সব কিছু বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করে না। তরপরও দায় আমি নিয়ে বলছি আমরা সর্বৈবভাবে চেষ্টা করছি কী করা যায়। তিনি বলেন, অনেক দেশে মূল্যস্ফীতি কমে গেছে বলে এখানে বলা হয়েছে। কিন্তু সেসব দেশে যখন ১৫ শতাংশ মূল্যস্ফীতি ছিল তখন আমাদের ৮ শতাংশ ছিল সেটাও কিন্তু বলা উচিৎ। সমালোচনার জন্য সমালোচনা না করে ভালো কিছু থাকলে সেটাও বললে আমরা উৎসাহিত হই। এই দুরবস্থার মধ্যেও আমরা প্রায় ৫৮ বিলিয়ন ডলার এক্সপোর্ট করেছি। আমাদের রফতানি কিন্তু বেড়েই চলেছে। এটাও কিন্তু বলা দরকার। তিনি আরো বলেন, চিনির দামটা আমি নিজেও উপলব্ধি করি। প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। আগেও বলেছি, এটার ডিউটি স্ট্রাকচারটা যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে এর দাম ১০০ টাকার মধ্যে চলে আসবে। সেটা হয়তো উনি করবেন। এর আগেও তিনি করেছিলেন। গত এক থেকে দেড় মাসের মধ্যে আমরা ২০ টাকা তেলের দাম কমিয়েছি। তবে এটা ঠিক সব সময় ১০০ ভাগ সফল হই তা নয়। স্বীকার করে নিচ্ছি অনেক সময় বাস্তবায়নটা ধীরগতিতে হয়।


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন ডিসেম্বরেই চাই- আমিনুল হক
মালয়েশিয়ার শ্রমবাজারের সি-িকেটকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে
বিআরবি হসপিটালসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সেবা সপ্তাহ উদ্বোধন
বাংলাদেশে গবেষণায় আগ্রহী তরুণদের জন্য এক নতুন যাত্রা ওয়াইআরডিপি
ইসলাম ও মানবতা বিরোধী নারীনীতির বরদাস্ত করা হবে না
আরও
X

আরও পড়ুন

নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশির বাড়িতে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু, আহত আরো ৪ জন

নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশির বাড়িতে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু, আহত আরো ৪ জন

৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১০ হাজার হজযাত্রী রুট ইনিশিয়েটিভের সুবিধা পাচ্ছে না

১০ হাজার হজযাত্রী রুট ইনিশিয়েটিভের সুবিধা পাচ্ছে না

বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস বিডার, পুলিশ দিচ্ছে জরুরি হটলাইন সুবিধা

বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস বিডার, পুলিশ দিচ্ছে জরুরি হটলাইন সুবিধা

ভ্যাটের টাকা পর্যটকদের ফেরত দেবে সউদী সরকার

ভ্যাটের টাকা পর্যটকদের ফেরত দেবে সউদী সরকার

সউদী আরবে গড় আয়ু বাড়ছে

সউদী আরবে গড় আয়ু বাড়ছে

রক্তক্ষয়ী সংঘর্ষে বিচলিত উপকূলীবাসী

রক্তক্ষয়ী সংঘর্ষে বিচলিত উপকূলীবাসী

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির বিক্ষোভ

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির বিক্ষোভ

সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজের আন্তর্জাতিক স্বীকৃতি

সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজের আন্তর্জাতিক স্বীকৃতি

সরকারি হাইস্কুলগুলোতে তীব্র শিক্ষক সংকট শরীয়তপুরে ভেঙে পড়েছে শিক্ষার মান

সরকারি হাইস্কুলগুলোতে তীব্র শিক্ষক সংকট শরীয়তপুরে ভেঙে পড়েছে শিক্ষার মান

খাদ্য সরবরাহে অনিয়মের অভিযোগ

খাদ্য সরবরাহে অনিয়মের অভিযোগ

কুয়াকাটা-ভাঙ্গা সড়ক ৬ লেনের দাবি

কুয়াকাটা-ভাঙ্গা সড়ক ৬ লেনের দাবি

ধর্ষণের পর নারীকে হত্যার অভিযোগ

ধর্ষণের পর নারীকে হত্যার অভিযোগ

অব্যাহতি দেয়া হলো উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসকে

অব্যাহতি দেয়া হলো উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসকে

প্রধান উপদেষ্টা কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন

প্রধান উপদেষ্টা কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন

নানা অপরাধে জড়িয়েও বহাল তবিয়তে পুলিশ কর্মকর্তারা কাজে ফেরেন নি ২০০ পুলিশ  কর্মকর্তা

নানা অপরাধে জড়িয়েও বহাল তবিয়তে পুলিশ কর্মকর্তারা কাজে ফেরেন নি ২০০ পুলিশ কর্মকর্তা

সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন ডিসেম্বরেই চাই- আমিনুল হক

সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন ডিসেম্বরেই চাই- আমিনুল হক

বিজিএমইএ নির্বাচন ২০২৫–২০২৭: চট্টগ্রাম অঞ্চলের জন্য সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা

বিজিএমইএ নির্বাচন ২০২৫–২০২৭: চট্টগ্রাম অঞ্চলের জন্য সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা