নিরাপত্তার দায়িত্ব নিলেও মামলা-আসামি গ্রেপ্তারের ক্ষমতা নেই এমআরটি পুলিশের
২৭ নভেম্বর ২০২৩, ০৬:৫৫ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩, ০৬:৫৫ পিএম
বিশ্বের বিভিন্ন দেশে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বিশেষ পুলিশ ইউনিট। মেট্রোরেল ও যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেন পুলিশের এই বিশেষ ইউনিট। বাংলাদেশেও মেট্রোরেলের নিরাপত্তার জন্য গত ৯ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ। তবে মেট্রোরেল সংশ্লিষ্ট কোন অপরাধ ঘটলে মামলা, গ্রেপ্তার ও তদন্তের ক্ষমতা নেই পুলিশের বিশেষায়িত এই ইউনিটের। সংশ্লিষ্টরা বলছেন, বিধিমালা চূড়ান্ত হলে মেট্রোরেল সংশ্লিষ্ট অপরাধে আসামি গ্রেপ্তার এবং মামলা তদন্তের ক্ষমতা চাইবে।
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধনের পর থেকেই মেট্রোরেলের সুফল ভোগ করছে রাজধানীবাসী। মতিঝিল পর্যন্ত চালু হওয়ার মধ্য দিয়ে এখন এই সুবিধা বিস্তৃত হয়েছে বাণিজ্যিক এলাকায়ও।
এমআরটি পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনের জন্য ইতোমধ্যে প্রশিক্ষণ নিয়ে পুরোদমে কাজ শুরু করেছেন এমআরটি পুলিশ সদস্যরা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ট্রেনিং সেন্টার এবং উত্তরা দিয়াবাড়ী ডিএমপি পুলিশ লাইন্সে মৌলিক প্রশিক্ষণ নিয়েছে পুলিশের এই বিশেষ ইউনিট।
ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বলেন, গত ৯ অক্টোবর থেকে এমআরটি পুলিশ কাজ শুরু করেছে। বর্তমানে তিনটি শিফটে দায়িত্ব পালন করছে এমআরটি পুলিশ। প্রতিটি স্টেশনে মেট্রোরেল চলাকালীন দুই শিফটে ১১ জন দায়িত্ব পালন করেন। আর মেট্রোরেল যখন বন্ধ থাকে জনবল কম থাকায় ওই শিফটে তুলনামূলক কম দায়িত্ব পালন করেন।
বর্তমানে কতোজন পুলিশ এমআরটি পুলিশে কাজ করছেন জানতে চাইলে এমআরটি পুলিশের এই কর্মকর্তা জানান, এমআরটি পুলিশে ৫৩৭ পুলিশ সদস্য নিয়োগ দিয়েছে। তবে বর্তমানে ৪৫০ জন সদস্য কাজ করছে। দ্রুত আরও জনবল বাড়ানো হবে।
এরইমধ্যে লাগেজ স্ক্যানার এবং স্থাপনার বাইরেও সিসি ক্যামেরা বসানোর জন্য দেয়া হয়েছে চিঠি।
অত্যাধুনিক এই বাহন ও যাত্রীদের নিরাপত্তায় গঠন করা এমআরটি পুলিশ মতিঝিল অংশ চালু হওয়ার পর থেকে পুরোদমে কাজ শুরু করেছে। স্বস্তির যাতায়াতের পাশাপাশি এর নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট যাত্রীরা।
রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকায় থাকেন লাবণী আক্তার। তিনি রাজধানীর মতিঝিলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।
লাবনী আক্তার জানান, সপ্তাহে ৫ দিন মতিঝিলে যে ল্যে আমাকে অফিস করতে হয়। লোকাল বাস আর যানজটে অফিস যেতে আসতে সময় যেমন লাগে তেমন ক্লান্ত হয়ে যাই। এরপর আর কোন কাজ করা হয়। মেট্রোরেল হওয়াতে সময় আর কষ্ট দুইটাই সেভ হয়েছে। অন্যদিকে বাসে নিরাপত্তা ও ভোগান্তি ও নেই মেট্রোরেলে নারীদের জন্য।
মিরপুরের বাসিন্দা শাহিনুল বিশ্বাস। একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবাসার কাজে মিরপুর থেকে মাঝে মাঝেই যেতে পল্টন গুলিস্তান এলাকায়।
তিনি বলেন, আগে সময় বাচাতে সিএনজি চালিত অটোরিকশা বা টেক্সিক্যাব ব্যবহার করতাম এতে একদিকে যেমন ভাড়া বেশি লাগতো অন্যদিকে যাজনট ও থাকতো। উত্তরা থেকে মতিঝিলে মেট্রোরেল চালু হবার ভোগান্তি যেমন কমেছে সাশ্রয় হয়েছে টাকা।
এমআরটি পুলিশের জন্য প্রাথমিকভাবে একটি পাজেরো গাড়ি, ১০টি মোটরসাইকেল এবং ৪চটি ডাবল পিকআপ গাড়ির অনুমোদন দেয়া হয়েছে। এটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমআরটি পুলিশ সূত্রে জানা গেছে, মেট্রোরেলের প্রতিটি স্টেশন জাতীয় সম্পদ ও কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন বা গুরুত্বপূর্ণ স্থাপনা)-এর অন্তর্ভুক্ত। সেই সঙ্গে অত্যাধুনিক একটি গণপরিবহন। যাত্রী নিরাপত্তা ও স্টেশনের নিরাপত্তার দায়িত্ব থাকলেও মেট্রোরেল সংশ্লিষ্ট কোন অপরাধ ঘটলে মামলা ও গ্রেপ্তারের পর তদন্তের ক্ষমতা নেই এই বিশেষ ইউনিটের।
এ বিষয়ে এমআরটি পুলিশের প্রধান ডিআইজি জিহাদুল কবির বলেন, মেট্রোরেলের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এমআরটি পুলিশের। তবে মামলা ও তদন্তের দায়িত্ব সংশ্লিষ্ট থানা পুলিশের। কোন অপরাধ ঘটলে সংশ্লিষ্ট থানা পুলিশ মামলা ও তদন্তে করবে।
তিনি বলেন, এমআরটি পুলিশের একটি নতুন ইউনিট। এইটার বিধিমালা চুড়ান্ত হয়নি। আমরা আসামি গ্রপ্তার এবং মামলা তদন্তের ক্ষমতাও চাইবো
চলতি বছরের ২৪ মে মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত মেট্রো পুলিশ গঠনের অনুমোদন দেয় সরকার। মেট্রোরেল প্রকল্প নেয়া হয় ২০১২ সালে। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার সঙ্গে ঋণচুক্তি হয় পরের বছর। মূল কাজ শুরু হয় ২০১৭ সালে।
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পথের দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এ পথে ৯টি স্টেশন রয়েছে। উত্তরা উত্তর (দিয়াবাড়ি), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও। এসব স্টেশন থেকে এখন যাত্রীরা মেট্রোরেলে চড়তে পারছেন।
এছাড়াও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত স্টেশন রয়েছে সাতটি। এগুলো হলো—বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, প্রেসক্লাব ও মতিঝিল।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন