৭ জানুয়ারির একতরফা নির্বাচন হবে আওয়ামী লীগের গলার কাঁটা - এবি পার্টি
২৯ নভেম্বর ২০২৩, ০৬:২১ পিএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩, ০৬:২১ পিএম
শেখ হাসিনার পদত্যাগের দাবীতে পদযাত্রায় এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন;
নির্বাচন কমিশন সরকারের প্রেসক্রিপশনে ৭ জানুয়ারি যে একতরফা প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে তা হবে আওয়ামী লীগের জন্য চিরস্থায়ী গলার কাঁটা। বিএনপি নেতাদের জেলে ঢুকিয়ে সরকার এখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কল্পিত প্রতিপক্ষ বানিয়ে তাঁর ভয়ে কম্পমান বলে তিনি অভিযোগ করেন। বুধবার গণতন্ত্রকে ‘হ্যাঁ’ এবং স্বৈরতন্ত্রকে ‘না’ বলে এবি পার্টির পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
অবৈধ সরকারের পদত্যাগ, প্রহসনের নির্বাচনী তফসিল বাতিল ও সকল রাজবন্দীর মুক্তির দাবিতে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করে আজ ২৯ নভেম্বর বিকেল ৩ টায় গণতন্ত্রকে ‘হ্যাঁ’ এবং স্বৈরতন্ত্রকে ‘না’ বলে পদযাত্রা এবং বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’।
দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল কাকরাইল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার ও অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইঁযা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক।
ডা. আব্দুল ওহাব মিনার বলেন-
বর্তমান নির্বাচন কমিশন যে একদলীয় নির্বাচনের আয়োজন করছেন, ডামি প্রার্থীর নামে নাটক সাজিয়ে জনগণের ভোটাধিকার কে ধ্বংস করে দিচ্ছেন তারা প্রত্যেকেই একদিন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবেন।
এডভোকেট তাজুল ইসলাম বলেন, গণতন্ত্রকে হ্যাঁ এবং ফ্যাসিবাদকে না বলার জন্য আমাদের আজকের পদযাত্রা।
ক্ষমতাসীনরা ১৫ বছর ধরে ক্রমাগত নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন। এবারও তারা জনগণের কোনো রায় না নিয়ে আবারো অবৈধভাবে ক্ষমতায় আসার পায়তারা করে যাচ্ছেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করে ক্ষমতায় আসার মানেই হচ্ছে সংবিধানকে লংঘন করা ।
সমাবেশে মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, অবৈধ ক্ষমতা ও গদি আঁকড়ে থাকতে সরকার দেশের বারোটা বাজাতেও দ্বিধা করছেনা। সরকারের হটকারিতার কারণে গার্মেন্টস শিল্প আজ তছনছ্ হতে বসেছে। ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা ঢাকায় টেনে আনার পায়তারা করছে সরকার। তিনি হটকারী আওয়ামীলীগের হাত থেকে জাতিকে রক্ষা করতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণবিপ্লব গড়ে তোলা ছাড়া গত্যান্তর নেই বলে মন্তব্য করেন।
পদযাত্রা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, আব্দুল হালিম খোকন, যুবপার্টি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক হাদিউজ্জামান খোকন, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, যুবনেতা অ্যাডভোকেট আলী নাসের খান, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, যুবপার্টির যুগ্ম সদস্যসচিব মাসুদ জমাদ্দার রানা, সুলতানা রাজিয়া, নারী নেত্রী আমেনা বেগম, সহকারী অর্থ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, ফেরদৌসী আক্তার অপি, মহানগর উত্তরের সংগঠক সেলিম খান, কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম নান্নু, আব্দুর রব জামিল, সাবক ছাত্রনেতা রিপন মাহমুদ সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন