পাতানো নির্বাচনে দেশ ভয়াবহ সঙ্কটে নিপতিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সভা-সমাবেশ, মিছিল-মিটিং করা সাংবিধানিক অধিকার। সরকার জনগণের এ অধিকার কেড়ে নিচ্ছে। পুলিশ দিয়ে সভাসমাবেশ বন্ধ করে দেয়া হচ্ছে। জনতার অধিকার নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। নির্বাচনের নামে তামাশা ও প্রহসন করবেন না। প্রয়োজন হলে গণভবন থেকে তালিকা প্রকাশ করে দিন। তবু দেশের সম্পদ নষ্ট করে কোনো নাটক করবেন না। তিনি বলেন, শিক্ষা কারিকুলাম তৈরি করা হয়েছে দেশের ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করার জন্য। আমার সন্তানকে বাবুর্চি, ধোপা, নাপিত বানানোর জন্য তথা ভারতের গোলামির জিঞ্জিরে আবদ্ধ করার জন্যই শিক্ষা কারিকুলামে আলুভর্তা আর ডিমভাজির শিক্ষা দেয়া হচ্ছে। নির্বাচনের নামে আসন ভাগাভাগি ও ডামি নির্বাচনের নামে দেশে তামাশা শুরু হয়েছে। একতরফা ও পাতানো নির্বাচন হলে দেশ ভয়াবহ সঙ্কটে নিপতিত হবে। আজ শুক্রবার বাদ জুমা রাজধানী ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত জাতিসত্তাবিরোধী শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। রাষ্ট্রশক্তি ব্যবহার করে বিরোধীদলের ওপর ঝাপিয়ে পড়বে। গণবিরোধী এ তফসিল অবিলম্বে বাতিল করতে হবে। সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দেশের জনগণ এ অবৈধ তফসিল মানে না। দেশবাসি অবৈধ এ তফসিলের বিরুদ্ধে ফুঁসে ওঠেছে। প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব আরও বলেন, অবৈধ সরকার জাতিসত্তাবিরোধী শিক্ষা কারিকুলাম তৈরি করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের চূড়ান্ত খেলায় মেতে ওঠেছে। এ কারিকুলাম বাস্তবায়ন হলে দেশের জ্বিনাব্যভিচার বৃদ্ধি পাবে। হাজার বছরের পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হবে। ছাত্র ও যুবকশ্রেণি ক্রমান্বয়ে নৈতিক পদস্খলনের দিকে ধাবিত হবে। দেশ নতুন করে নেতৃত্বশুন্য হবে। তিনি সরকারের প্রতি কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতিসত্তা ও দেশের সংখ্যাগরিষ্ঠ জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল ও বিতরণ কর্মসূচি বন্ধ করুন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দিন খান, ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম, ডা. শহীদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।
প্রধান বক্তার বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, শেখ হাসিনা নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। নাটক করতে মন চাইলে আওয়ামীগের মনোনয়ন বাণিজ্য থেকে উত্তোলন করা টাকা দিয়ে করেন। জনগণের টাকা দিয়ে কোনো নাটক করবেন না। নতুন শিক্ষা কারিকুলাম বৃহত্তর জনগোষ্ঠীর সেন্টিমেন্টবিরোধী। এ কারিকুলাম বাতিল করতে হবে। সমাবেশ শেষে মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে অগ্রসর হতে চাইলে কোনো কারণ ছাড়াই পুলিশ মিছিল আটকে দেয়। এ সময় বিক্ষব্ধ নেতাকর্মী বিক্ষোভে ফেটে পড়ে ও শ্লোগান দিতে থাকে। দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের হস্তক্ষেপে কর্মীরা শান্ত হলে সেখানে দলের মহাসচিবের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শেষ করা হয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস