জনগণ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন মানবে না : কামরুল আহসান হাসান

ঢাকার বিভিন্ন স্থানে জামায়াতের সড়ক অবরোধ ও বিক্ষোভ

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান বলেন, ক্ষমতাসীন জুলুমবাজ অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। এই অবৈধ সরকার বিগত ১৫ বছরে শুধুমাত্র ব্যাংকগুলো থেকেই প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা লুটপাট করেছে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে।

তিনি বলেন, এই ফ্যাসিস্ট সরকার জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, গনতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। তারা ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচন করতে সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে। আওয়ামী লীগ নিজেদের বিরুদ্ধে নিজেরাই ডামি প্রার্থী দিয়ে এই নির্বাচনকে তামাশায় পরিনত করেছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনই দেশের জনগণ মানবে না। তারা যে কোন মুল্যে ৭ জানুয়ারীর প্রহসনের নির্বাচন প্রতিহত করবে ইনশাআল্লাহ।

তিনি আজ ২৪ ডিসেম্বর রবিবার সকালে রাজধানীর গেন্ডারিয়ায় সড়ক অবরোধকালে একথা বলেন। দেশে গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী আওয়ামী জালিম সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজকের সকাল সন্ধ্যা অবরোধের সমর্থনে রাজধানীর গেন্ডারিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। এসময় আরও উপস্থিত ছিলেন মোতাসিম বিল্লাহ, রানা সরকার, কামরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, নোমান শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, আওয়ামী সরকার জুলুমবাজ ও স্বৈরাচারী সরকার। বাকশালি সরকার দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংসের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। আদালতকে ব্যবহার করে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা প্রদান করে প্রতিবাদী কন্ঠকে স্তব্ধ করে দিতে চায়। বিরোধী মতের উপর অব্যাহত জুলুম নিপীড়ন চালিয়ে পুরো বাংলাদেশকেই কারাগারে রূপান্তর করেছে। ইতিহাস থেকে আমরা দেখতে পাই, জনগণকে নির্যাতন করে অতীতে কোনো স্বৈরাচার সরকার টিকে থাকতে পারেনি, এই সরকারও টিকে থাকতে পারবে না। এদেশের জনগণই এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতার মসনদ থেকে টেনে হিচড়ে নামিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। তিনি ৭ জানুয়ারীর ভোট বর্জন ও সরকার পতনের চলমান গণআন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ ও বলিষ্ঠ ভুমিকা পালনের আহবান জানান।

এছাড়াও সংসদ ভেঙে দিয়ে গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচার জালিম সরকারের পদত্যাগ এবং কেয়ার টেকার সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচন নিশ্চিত করার দাবিতে খিলগাঁও, সেগুনবাগিচা, ধানমন্ডি, মাতুয়াইল, জুরাইন-দয়াগঞ্জ সড়ক সহ রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

খিলগাঁও- এ সড়ক অবরোধ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজকের দিনব্যাপী সর্বাত্মক অবরোধে রাজধানীর খিলগাঁও এ সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আশরাফুল আলম ইমনের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মোহাম্মদ আলী, আবু মুয়াজ, সাজিদুর রহমান শিবলী এবং জামায়াত নেতা অ্যাডভোকেট এসএম খোকন, খোরশেদ আলম মজুমদার, ছাত্রনেতা তাজুল ইসলাম, নাইম ইসলাম সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আশরাফুল আলম ইমন বলেন, বিজয়ের ৫২ বছর অতিক্রান্ত হলেও এদেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ পাইনি। ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য এখনো তাদের লড়াই সংগ্রাম করতে হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী সরকার এদেশের জনগনের ভোট ও ভাতের অধিকারকে হরণ করেছে। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আজ এদেশের মানুষের বাক স্বাধীনতা নাই, মানবাধিকার বলতে কিছু নাই। সরকার রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করতে ৭ জানুয়ারী একতরফার প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে। এমতাবস্থায় নিজেদের অধিকার আদায়ের জন্য জনগণ রাজপথে নেমে এসেছে। তারা এই ফ্যাসিস্ট সরকারের পতন চাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে আওয়ামী সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

সেগুনবাগিচায় সড়ক অবরোধ : আজকের সর্বাত্মক অবরোধে রাজধানীর সেগুনবাগিচায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য এডভোকেট মাহফুজুল হক চৌধুরীর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আহসান হাবিব, এডভোকেট মারুফুল ইসলাম, এডভোকেট সুলতান উদ্দিন, আবু সায়েম, মোস্তাফিজ শাহীন, এনামুল হক, জামায়াত নেতা অ্যাডভোকেট আফম ইউসুফ সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাতুয়াইলে সড়ক অবরোধ : গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী জালিম সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজকের সকাল সন্ধ্যা অবরোধে রাজধানীর মাতুয়াইলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিনের মজলিসে শুরা সদস্য শাহজাহান খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আমিরুল ইসলাম, আবু তাহসিন, রবিউল ইসলাম, শ্রমিক নেতা জুবায়ের মাহমুদ, ছাত্রনেতা দেলোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জুরাইন-দয়াগঞ্জ মহাসড়ক অবরোধ : আজ ২৪ ডিসেম্বর জামায়াতের ডাকা সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীর জুরাইন ও দয়াগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শুরা সদস্য মাওলানা আব্দুর রব ফারুকীসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ধানমন্ডিতে সড়ক অবরোধ : জামায়াতের ডাকে চলমান সর্বাত্মক অবরোধের সমর্থনে আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ধানমন্ডি দক্ষিণ থানার নায়েবে আমীর হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, মজলিসের শুরা সদস্য মোহাম্মদ আলী, মাহবুব আলম, গোলাম সারোয়ার, জামায়াত নেতা এডভোকেট আব্দুল বারী, মুস্তাক আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস