ভিউজ বাংলাদেশ এর শুভ উদ্বোধন
২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম
'প্রমোটিং পজিটিভ বাংলাদেশ' স্লোগানে দেশের নতুন ধারার অনলাইন সংবাদমাধ্যম 'ভিউজ বাংলাদেশ'-এর যাত্রা শুরু হলো। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) হোটেল সোনরগাঁওয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক ভিউজ বাংলাদেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
খবরের সঙ্গে খবরের বিশ্লেষণধর্মী দেশের প্রথম বাইলিঙ্গুয়াল ভিউজ পোর্টালে একই সঙ্গে বাংলা ও ইংরেজিতে কনটেন্ট আপলোড করা হয়। লেখক ও সাংবাদিক রাশেদ মেহেদীর সম্পাদনায় দেশের প্রথম ব্যতিক্রমী এই ভিউজ পোর্টালকে স্বাগত জানাতে সোনারগাঁও হোটেলে এসেছিলেন প্রথিতযশা শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং ব্যাংকাররা।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিউজ বাংলাদেশে প্রতিনিধিত্বমূলক মতামতের প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করেন প্রধান অতিথি আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ভিউজ বাংলাদেশ ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরার অঙ্গিকার করছে। বাংলাদেশে অনেক নেতিবাচক বিষয় আছে। কিন্তু আমরা ইতিবাচক বিষয় নিয়ে এগিয়ে যেতে চাই।
স্বাধীনভাবে সত্যের কাছে দায়বদ্ধ থেকে ভিউজ বাংলাদেশ খবর প্রচার করবে বলেও আশা করেন তিনি।
অর্থনীতিবীদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, এটি নতুন ধরনের সংবাদমাধ্যম। এখানে খবরের সঙ্গে মতামতগুলো সঙ্গে সঙ্গে জানা যাবে। তিনি আরও বলেন, আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ। ভিউজ বাংলাদেশ দেশের সব মানুষের কথা তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন।
ভিউজ নেটওয়ার্কের চেয়ারম্যান শরীফা আক্তার বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য পড়ে শোনানো হয়। উপস্থিত সুধিজনেরা ভিউজ বাংলাদেশের অগ্রযাত্রায় শুভকামনা ব্যক্ত করে বক্তব্য রাখেন।
‘ভিউজ বাংলাদেশ’- এর সম্পাদক রাশেদ মেহেদী তাঁর বক্তব্যে বলেন, ‘ক্লিকবেটের বাইরে সিরিয়াস কনটেন্ট তৈরি করার স্বপ্ন নিয়েই ভিউজ নেটওয়ার্কের যাত্রা শুরু। আমরা এমন সংবাদ দিতে চাই যা মানুষের কাজে লাগবে। আমরা আমাদের ভাবনাটা দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরতে চাই। মতামতের জন্য সম্পাদক দায়ী নয়- আমরা এই মতবাদের সঙ্গে বিশ্বাসী নই। অবশ্যই মতামতের জন্য সস্পাদক দায়ী। সামাজিক মাধ্যমে যেকেউ মতামত দেয়, সেজন্য কোনো দায়িত্ব থাকে না। তাই আমাদের এখানে দায়িত্বের সঙ্গে মতামত প্রকাশিত হবে।’
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হক, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, চিকিৎসক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা, লেখক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জিয়াউদ্দীন আহমেদ, দৈনিক সমকালের উপ-সম্পাদক মাহবুব আজিজ, সাংবাদিক মহসীন হাবিব, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসিমুল গণি, কৃষি অর্থনীতিবীদ ড. জাহাঙ্গীর আলম, বৈশাখী টেলিভিশনের চেয়ারম্যান মুশফিক ইনাম, আলোকচিত্র নাসির আলী মামুন, কবি মোহন রায়হান ও সাংবাদিক মধুসূদন মণ্ডল।
রাশেদ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভিউজ বাংলাদেশের সহকারী সম্পাদক গিরীশ গৈরিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিউজ বাংলাদেশের ভিউজ ও বার্তা সম্পাদক মারিয়া সালাম।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস