গণহত্যার দায়ে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি
২৫ মার্চ ২০২৪, ০৭:০৩ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৪, ০৭:০৩ পিএম
ফিলিস্তিনে নির্মম গণহত্যার দায়ে জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। সোমবার (২৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে প্যালেস্টাইন সংহতি কমিটি আয়োজিত এক সমাবেশে বক্তারা এ দাবি জানান।
প্যালেস্টাইন সংহতি কমিটি বাংলাদেশের আহ্বায়ক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুলাহেল কাফি রতন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চোধুরী বলেন, আমরা গণহত্যা দেখেছি। ১৯৭১ সালের ২৫ মার্চ আমাদের দেশে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা করেছিল। তার চেয়েও ভয়াবহভাবে ফিলিস্তিনকে একটা অবরুদ্ধ কারাগারে পরিণত করে সেই কারাগারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আমরা জাতিসংঘ থেকে ইসরায়েলের বহিষ্কার দাবি করছি। জাতিসংঘ যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল তা পালন করতে তারা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, জাতিসংঘ এখন রাষ্ট্রসংঘে পরিণত হয়েছে। আর এ রাষ্ট্রগুলো সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী। ফলে তারাই এর নীতিনির্ধারণ করে থাকে। ফলে এমন গণহত্যা চললেও জাতিসংঘ নীরব ভূমিকা নিয়ে আছে। হিটলার যেভাবে গণহত্যা চালিয়েছিল, আজ ইসরায়েলের নেতানিয়াহু একই ভূমিকায় নেমেছে। প্যালেস্টাইনে যা হচ্ছে এটা কোনো যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ তো নয়ই, এটা নৃশংস, নির্মম গণহত্যা। সেই গণহত্যার বিরুদ্ধে আজ আমরা প্রতিবাদ করছি, সারা বিশ্বজুড়েই প্রতিবাদ হচ্ছে।
সিরাজুল ইসলাম চোধুরী বলেন, জাতিসংঘের মহাসচিব বলছেন পৃথিবীর ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। যুদ্ধ, মাদক-অস্ত্র ব্যবসা, মহামারি ইত্যাদি নানা কারণে। কিন্তু আসল যে কারণ তা হচ্ছে পুঁজিবাদ। প্যালেস্টাইনে যে গণহত্যা চলছে তারও গভীরে গেলে আমরা দেখব যে পুঁজিবাদই এ সংকটের মূল কারণ। আজ আমরা যে স্মারকলিপি পেশ করব সেটা শুধু আমাদের বক্তব্য নয়, এটা পুরো দুনিয়ার মানুষের কথা। আমেরিকার যে তরুণ বৈমানিক নিজের শরীর আগুন দিয়ে এ গণহত্যার প্রতিবাদ করেছেন, এটা তারও কথা। আমরা অবিলম্বে এ গণহত্যাকারী ফ্যাসিস্ট ইসরায়েলকে জাতিসংঘ থেকে এবং এর সব সংস্থা থেকে বহিষ্কারের দাবি করছি। মানুষ ও মনুষ্যত্বের পক্ষে অবস্থান নিয়েই আমরা আমাদের এ দাবি করছি।
বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ইসরায়েল সব আন্তর্জাতিক রীতিনীতি, মানবাধিকার ও আইনকে তোয়াক্কা না করে অবিশ্বাস্য কায়দায় প্যালেস্টাইনে বর্বর গণহত্যা চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও ইসরায়েলকে সমর্থন করে চলায় ইসরায়েল এই ঔদ্ধত্য দেখাতে পারছে। গাজার নিরস্ত্র মানুষের ওপর সশস্ত্র ইসরায়েলি বাহিনী যে আক্রমণ করছে, তার মধ্যে নিহত মানুষদের অধিকাংশই হচ্ছে নারী ও শিশু। ৭ অক্টোবর থেকে এ দফায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে মার্কিন ও ইউরোপীয় অস্ত্র কোম্পানিগুলো বিপুল মুনাফা করছে। এরা ইসরায়েলকে অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করছে। একাত্তর সালের ২৫শে মার্চ বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল, আজ প্যালেস্টাইনে এ গণহত্যার পেছনেও একই দৃষ্টিভঙ্গি, মতাদর্শ ও একই রাজনীতি পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। তাই এ গণহত্যা, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো পৃথিবীর সব দেশের সব মানুষের কর্তব্য।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সর্বদলীয় সভায় অংশ নিবেন বিএনপির সালাউদ্দিন আহমেদ
নারীর সঙ্গে মদ্দপ অবস্থায় পুলিশ-আ.লীগ ডান্স পার্টি ভাইরাল, ভিডিওতে যা আছে?
আশুলিয়ায় হিজড়াদের অশ্লীল মেলা বন্ধের দাবীতে এলাকাবাসীর গণসাক্ষর
কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল হিসেবে সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন
১৭ বছর পর কারামুক্ত বাবর
রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী
এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব