সন্ত্রাসী হামলার শিকার ঢাবি শিক্ষার্থীর পিতা, বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Daily Inqilab বিশ্ববিদ্যালয় রিপোর্টার

২২ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পিএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পিএম

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পিতা সন্ত্রাসী হামলার শিকার হওয়ায় এ ঘটনার বিচার চেয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

আজ সোমবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সুবর্ণচরের শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর নাম লিটন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়।

মানববন্ধনে ভুক্তভোগী ঢাবি শিক্ষার্থী লিটন জানান, গত ১২ এপ্রিল গভীর রাতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তার পিতা বশির আহমেদ। গত ১০ দিন যাবত তার পিতা আইসিইউতে আছেন। কিন্তু স্থানীয় প্রশাসন হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে নিরব ভূমিকা পালন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুবর্ণচরের শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী লিটন বলেন, আজ যদি আমার বাবার কিছু হয়ে যেতো, তবে হাজার প্রতিবাদের বিনিময়েও কি আমার বাবাকে ফিরিয়ে দিতে পারতো?

মানববন্ধনে অংশ নিয়ে ঢাবি শিক্ষার্থী লিটনের বোন মুর্শেদা আক্তার কাকলি বলেন, আমি বা আমার পরিবার কখনো স্বপ্নেও ভাবিনি যে বাবার জন্য বিচার চেয়ে রাস্তায় দাঁড়াব। আমার বাবা ৩০বছর ধরে আওয়ামীলীগের রাজনীতি করে গেছেন। যার রাজনৈতিক জীবনে কখনো কোনো লোভ দেখিনি। বাবা কখনো নিজের সুবিধার জন্য রাজনীতি করেননি এবং আমাদের চার ভাই-বোনের পড়াশোনার কিংবা অন্যান্য ব্যাপারেও কখনো কোনো রাজনৈতিক সুবিধা তিনি নেয়নি। আমার বাবার ইচ্ছে ছিল আমরা চার ভাই-বোন সর্বোচ্চ ডিগ্রিধারী হই। বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রমে আজ দুই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়, বড় ভাই ঢাকা কলেজ ও আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করি।

 

তিনি আরো বলেন, এই যেসকল ছেলেরা আমার বাবার উপর হামলা চালিয়েছে, তারাও তো কোনো বাবার সন্তান। আমার প্রশ্ন তাদের মা-বাবার কাছে, আমার প্রশ্ন সুবর্ণচরবাসীর কাছে- এ কেমন সন্তান গড়ছেন আপনারা? আমাদের সমাজ এতোটাই নিচে নেমে গেছে যে, সামান্য ক্ষমতার লোভ আর এক-দুই হাজার টাকার লোভ দেখিয়ে একজন ষাটোর্ধ মানুষকে খুনের চেষ্টা করতে বিবেক বাঁধলো না। এই পনেরো ষোল বছর বয়সের ছেলেদের কারা শেল্টার দিচ্ছে? কারা এদের বিপথে নিয়ে যাচ্ছে? পড়াশোনা করার সোনালী সময়ে কারা এদের অন্ধকারে ধাবিত করছে? কেউ বলতে পারবেন আমার বাবা কোনো লোককে মেরেছে, কোনো বয়স্ক লোককে অসম্মান করেছে? তাহলে কোন সূত্র ধরে আমার বাবার উপর নির্মম হামলা চালানো হলো!

হামলার সম্ভাব্য কারণ জানিয়ে কাকলি বলেন, আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম খায়রুল আলম সেলিমের সভায় গিয়েছিলেন বশির। বাবাকে কখনো রাজনৈতিক প্রতিহিংসার জেরে কাউকে খারাপ কথাও বলতে দেখিনি। কিন্তু আজ সেই বাবাকেই ওই সভায় অংশগ্রহণের কারণে প্রতিহিংসার শিকার হতে হয়েছে। আজ যদি আমার বাবার কিছু হয়ে যেতো, হাজার প্রতিবাদের বিনিময়েও কি আমার বাবাকে ফিরিয়ে দিতে পারতো?

পরিবারের পরিস্থিতির বর্ণনা দিয়ে কাকলি বলেন, আমরা হাসপাতালে বেড়ে বসে প্রতিনিয়ত দোয়া করি, যেনো কোনো সন্তান এই ধরনের অসহায় পরিবেশে না পড়ে। আমরা হাসপাতালের বেড়ে বসে বিচার চেয়ে যাই। আমার বাবা যদি রাজনীতিকে ব্যবহার করে অঢেল টাকা ও ক্যারিয়ার গড়তো তাহলে হয়তো চব্বিশ ঘণ্টার মধ্যেই বিচার হয়ে যেতো। বাবা সৎ পথে চলে আমাদের পড়াশোনা করিয়েছে বিধায় আমরা অসহায় হয়ে আছি। না পারছি খুব খারাপভাবে কিছু করতে, না পারছি নিজের আত্মসম্মানকে বলি দিতে। আজ কিছু লোক এটিকে আমাদের পারিবারিক সমস্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। তাদের কাছে প্রশ্ন- রিজভি, ফয়সাল ও সাকিবের মতো পনের-ষোল বছর বয়সী ছেলেদের সাথে আমার বাবার কী ধরনের পারিবারিক শত্রুতা থাকতে পারে?

কাকলি আরো বলেন, আমরা এই হামলার বিচার না পেলে নিজের কখনো ক্ষমা করতে পারবো না। সামান্য মতের অমিল হলেই রাতের আধারে কেউ কারো ক্ষতি করবে এই ধরনের মানসিকতা হয়ে গেছে। আমরা প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে আমাদের বাবার উপর হামলার বিচার চাই। একই সাথে কেউ যেনো চাইলে কারো উপর হামলা করতে না পারে সে বিষয়েও ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে সুবর্ণচরের সন্তান ও দৈনিক কালবেলার সাংবাদিক ইউসুফ আরেফিন বলেন, আমরা একসাথে বড় হয়েছি, একসাথে চলাফেরা করেছি৷ কখনো মারামারি করিনি, হঠাৎ করেই এই শান্ত জনপদে কী হয়েছে! একজন প্রবীণ রাজনীতিবিদের উপর রাতের আধারে কেনো এই ধরনের হামলা! হামলাকারীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন তাদের গ্রেফতার করছে না। আমরা অবিলম্বে এই হামলার সুষ্ঠু বিচার চাই।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আরমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সুবর্ণচরের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সিনিয়র এডমিনিস্ট্রেটিভ আকরব আলী।


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভোট গ্রহণের একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত

ভোট গ্রহণের একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত

পঞ্চগড়ে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ইউপি সদস্য আটক

পঞ্চগড়ে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ইউপি সদস্য আটক

সুন্দরবনে অগ্নিকান্ডের দায়ভার বনবিভাগকেই নিতে হবে

সুন্দরবনে অগ্নিকান্ডের দায়ভার বনবিভাগকেই নিতে হবে

এবার যে দরে কেনা হবে ধান চাল, জানালেন মন্ত্রী

এবার যে দরে কেনা হবে ধান চাল, জানালেন মন্ত্রী

দেশে প্রবেশ করামাত্রই গ্রেপ্তার কুয়েতের সাবেক মন্ত্রী

দেশে প্রবেশ করামাত্রই গ্রেপ্তার কুয়েতের সাবেক মন্ত্রী

বুধবার হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বুধবার হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে আরও দুই শতাধিক জান্তা সেনার আত্মসমর্পণ

বাংলাদেশ সীমান্তে আরও দুই শতাধিক জান্তা সেনার আত্মসমর্পণ

গাজায় ইসরাইলি গণহত্যা বিশ্বের দরবারে তুলে ধরায় পুলি‍ৎজার পেল রয়টার্স

গাজায় ইসরাইলি গণহত্যা বিশ্বের দরবারে তুলে ধরায় পুলি‍ৎজার পেল রয়টার্স

‘সাধারণ নির্বাচন নয়,সংবিধান বাঁচানোর লড়াই’, ভোট সকালে বার্তা রাহুলের

‘সাধারণ নির্বাচন নয়,সংবিধান বাঁচানোর লড়াই’, ভোট সকালে বার্তা রাহুলের

জনগণের সম্পদ লুটপাটে বারবার ডামি নির্বাচন : রিজভী

জনগণের সম্পদ লুটপাটে বারবার ডামি নির্বাচন : রিজভী

একই কেন্দ্রে ভোট দিলেন মোদি ও অমিত শাহ

একই কেন্দ্রে ভোট দিলেন মোদি ও অমিত শাহ

ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য পুতিনের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ইতালির

ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য পুতিনের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ইতালির

উপজেলা নির্বাচনের দিনে ভোটকেন্দ্রে না যেতে ভোটারদের প্রতি বিএনপির আহ্বান

উপজেলা নির্বাচনের দিনে ভোটকেন্দ্রে না যেতে ভোটারদের প্রতি বিএনপির আহ্বান

বজ্রপাতে পদ্মা সেতুর টোলস্কেলের মাদারবোর্ডে ত্রুটি, ৩ কিলোমিটার যানজট

বজ্রপাতে পদ্মা সেতুর টোলস্কেলের মাদারবোর্ডে ত্রুটি, ৩ কিলোমিটার যানজট

'ফ্রি প্যালেস্টাইন' স্লোগানে মুখরিত ইবি ক্যাম্পাস

'ফ্রি প্যালেস্টাইন' স্লোগানে মুখরিত ইবি ক্যাম্পাস

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই রাফায় কার্পেট বম্বিং ইসরাইলের

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই রাফায় কার্পেট বম্বিং ইসরাইলের

পরমাণু বোমা মেরে ভিয়েতনামকে ধ্বংস করতে ফ্রান্সকে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র

পরমাণু বোমা মেরে ভিয়েতনামকে ধ্বংস করতে ফ্রান্সকে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র

কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের সামনে প্রাইভেট কারে আগুন

কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের সামনে প্রাইভেট কারে আগুন

৯ মে হজ ফ্লাইট, এখনো ভিসা পাননি বেশিরভাগ হজযাত্রী

৯ মে হজ ফ্লাইট, এখনো ভিসা পাননি বেশিরভাগ হজযাত্রী

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় জাহিদ মালেক

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় জাহিদ মালেক