নানা অপরাধের অভয়ারণ্য হাতিরঝিল

লাশ পেলেও উদঘাটন হয় না রহস্য

Daily Inqilab সাখাওয়াত হোসেন

৩০ এপ্রিল ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ১২:১৬ এএম

রাজধানীর মধ্যবিত্তের অন্যতম পর্যটন কেন্দ্র হাতিরঝিল। তবে কিশোর গ্যাংয়ের উৎপাত, ছিনতাই, মদ পান করে রেসিং এবং নির্জন জায়গা ও লেক থাকায় খুন করার পর লাশ ফেলে রাখার কারণে এ প্রকল্পের সুফল পুরোপুরি ভোগ করতে পারছেন না রাজধানীবাসী। গত পাঁচ বছরে হাতিরঝিল এলাকা থেকে শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২০-২৫ জন আত্মহত্যা করেছে। বেশির ভাগই হত্যার শিকার হয়েছে। চলতি মাসেও হাতিরঝিল থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। ২০১৩ সালে হাতিরঝিল প্রকল্প উদ্বোধন হওয়ার পর অনেক কিছুর পরিবর্তন হলেও মাদকের কারবার ও ছিনতাই থেকে শুরু করে নানা অপরাধের অভয়ারণ্য এখন হাতিরঝিল। হত্যার পর লাশ ফেলে রাখার ঘটনা ঘটলেও পরে এগুলোকে আত্মহত্যা বা মানসিক রোগি বলে চালিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের মানুষের জীবনমান যেমন পরিবর্তন হয়েছে তেমনি অপরাধের ধরনও পরিবর্তন হয়েছে। সৃষ্টি হয়েছে কিশোর গ্যাংসহ নানা অপরাধী গোষ্ঠী। রাতে কোলাহলশূন্য হওয়ায় অপরাধীরা নিরাপদ স্থান হিসেবে হাতিরঝিলকে বেছে নিয়েছে। হাতিরঝিলে অপরাধ প্রবণতা অস্বাভাবিক কোনো বিষয় নয়। উন্নত বিশ্বের দেশগুলোতেও সিটির মধ্যে এমনকিছু জায়গা রয়েছে যেখানে অপরাধ প্রবণতা বেশি থাকে। এটা যুক্তরাষ্ট্র কিংবা অস্ট্রেলিয়া-কানাডাতেও রয়েছে। সম্প্রতি প্রযুক্তির কারণে দেশে নতুন নতুন অপরাধ পদ্ধতি প্রবেশ করেছে। অনেকের মধ্যে রিক্রিয়েশন ভাব তৈরি হচ্ছে, রেসিং কালচার কিংবা মাদকসেবীদের গ্যাং কালচার সৃষ্টি হচ্ছে। এসবের প্রভাব হাতিরঝিলেও পড়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের আনাগোনা বেড়েছে, মদ পান করে রেসিং হচ্ছে। নির্জন জায়গা ও লেক থাকায় খুন করার পর লাশ ফেলে দিতে পারছে সহজে। আইন-শৃংখলা বাহিনীর অধিক তৎপরতা ও সিসি ক্যামেরাসহ প্রযুক্তির ব্যবহার ছাড়া হাতিরঝিলের অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে বিষেজ্ঞরা মনে করেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, হাতিরঝিলে রাত একটু বাড়ার পর প্রায় বিভিন্ন অপরাধকর্ম, এমনকি ছিনতাই, ধর্ষণ, অজ্ঞাত কারণে মৃত্যু হয়ে লাশ পড়ে থাকা ও হত্যার মতো ঘটনায় মলিন হয়ে যাচ্ছে এ সৌন্দর্য। নেই পর্যাপ্ত নিরাপত্তা। দিনের বেলায় পুলিশের দেখা মিললেও রাতে নিরাপত্তা বলতে কিছুই থাকে না। এ সুযোগ নিয়ে অপরাধীরা হাতিরঝিলে ছিনতাই, চাঁদাবাজি ধর্ষণের মতো ঘটনা ঘটায়। সিসি ক্যামেরাগুলোর অনেকগুলোই অচল থাকায় অনেক বড় ঘটনা ঘটলেও এসব অপরাধের রহস্য উদঘাটন হয় না। এদিকে হাতিরঝিল, বাড্ডা ও গুলশান থানায় লেকের অংশে অপরাধের ঘটনার আলাদা পরিসংখ্যান নেই। কিশোর গ্যাংয়ের উৎপাত ও মারামারি হয় হরহামেশাই। স্থানীয়রা অভিযোগ করে বলেন, হাতিরঝিলে অনেক ঘটনা ঘটে। কিন্তু রহস্য উদঘাটন হয় না। অন্ধকার অংশে মাদকের আড্ডা ও অসামাজিক কর্মকান্ড চলে। পুরো এলাকায় নেই সিসি ক্যামেরা। ফলে অপরাধীদের জন্য অভয়ারণ্য হয়ে উঠছে হাতিরঝিল। গত শনিবার রাত ৯টায় মধুবাগ হয়ে হাতিরঝিলের প্রবেশমুখে যাওয়ার সময় যান চলাচল করলেও লেকের পাশে গাছের নিচে কয়েকজন নারী-পুরুষ ঘোরাঘুরি করছিলেন। তবে প্রায় দেড় কিলোমিটারজুড়ে কোনো পুলিশের গাড়ি দেখা যায়নি। মধুবাগ, মগবাজার লেকের জায়গাটিও ছিল সুনসান। কয়েকজন ভবঘুরেকেও দেখা গেছে।
গত শনিবার রাত ১০টার দিকে হাতিরঝিল এলাকায় কয়েকটি স্থান ঘুরে দেখা যায়, বেগুনবাড়ী সিদ্দিক মাস্টারের ঢালের একটু সামনেই লেকের পাশে গাঁজা টানছে কয়েকজন যুবক। সেখানে পকেট থেকে মোবাইল বের করতেই নড়েচড়ে ওঠে তারা। পরে সেই দৃশ্য মোবাইলে ধারণ করা সম্ভব হয়নি। এর ১০০ গজ পরেই কয়েকজন তরুণ-তরুণী বেঞ্চে বসে কথা বলছিলেন। পাশ দিয়ে কয়েকটি পথশিশু হেঁটে হেঁটে একে অপরকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। এতে কিছুটা বিব্রত হন ওই তরুণ-তরুণীরা।
হাতিরঝিল লেক থেকে পাঁচ দিনের মাথায় ফের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। তার নাম মো. রবিন (২৯)। গত ২০ এপ্রিল শনিবার সকাল ১০টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। এর আগে ১৫ এপ্রিল ফয়েজ কাদের চৌধুরী (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। রবিন কুমিল্লা চান্দিনার বদরপুরের আব্দুল সাত্তারের ছেলে। পরিবারের সঙ্গে চট্টগ্রামের খুলশিতে থাকতেন। কয়েক বছর ধরে মানসিক সমস্যার কারণে তিনি পরিবার থেকেও বিচ্ছিন্ন বলে স্বজনরা পুলিশকে জানিয়েছেন। বাড়ি থেকে বের হয়ে কারও সঙ্গে যোগাযোগ করেননি। বাড্ডা থানার ওসি ইয়াসিন গাজী তখন বলেছিলেন, পথচারীরা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হয়, রাতের কোনো একসময় রবিন পানিতে পড়ে মারা যান। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যাকা- সেটি গতকাল রোববার পর্যন্ত জানাতে পারেনি পুলিশ। এদিকে ১৫ এপ্রিল ফয়েজের লাশ উদ্ধারের পর স্বজনরা পুলিশকে জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের সঙ্গে রাগারাগি করে হাতিরঝিলে লেকের পানিতে আত্মহত্যা করতে পারেন বলে তাদের ধারণা।
স্থানীয়রা বলছেন, হাতিরঝিলের সঙ্গে বেগুনবাড়ী, কুনিপাড়া, তেজগাঁও, বাড্ডা, উলন, মহানগর ও মধুবাগ এলাকায় অন্তত ৩৮টি গলি আছে। সেতুগুলোর ওপর ও পাশে আছে কিছু অন্ধকার এলাকা। সেসব জায়গায় অঘটন ঘটলেও পুলিশের ভূমিকা রহস্যজনক। হাতিরঝিল থানার ওসি শাহ মো: আওলাদ হোসেন ইনকিলাবকে বলেন, হাতিরঝিল এলাকাটি বিশাল। তিনটি থানা এলাকায় রয়েছে হাতিরঝিল। বাড্ডা ও গুলশান থানা এলাকায়ও হাতিরঝিলের অংশ রয়েছে। যেহেতে একাধিক থানা এলাকা নিয়ে হাতিরঝিল গড়ে উঠেছে সে ক্ষেত্রে আমরা সম্বয় করে কাজ করছি। হত্যা, লাশ পাওয়া যাওয়া বা অন্য কোন অপরাধ সংঘটিত হলে আমরা গুরুত্ব দিয়ে কাজ করে থাকি। মাদক, ছিনতাই ও কিশোরগ্যাংসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ১০০টির উপরে সিসি ক্যামেরা রয়েছে। কিছু নষ্ট থাকলেও বাকীগুলো সচল রয়েছে। অপরাধীরা অপরাধ করে অন্ধকারে এবং সিসি ক্যামেরার আওতার বাইরে। তবে আমরা চেষ্টা করছি প্রতিটি গলির প্রবেশমুখে পুলিশ রাখার জন্য। নান্নু মিয়া রাজধানীর পরিবাগের বাসিন্দা। গত ১২ মার্চ রাত ১২টার দিকে মেরুল বাড্ডায় একটি বিয়েতে অংশ নিয়ে সিএনজি অটোরিকশাযোগে সস্ত্রীক বাসায় ফিরছিলেন তিনি। মেরুল বাড্ডা থেকে হাতিরঝিলের মধুবাগ অংশে আসার পর তিনটি মোটরসাইকেল তাদের অনুসরণ করতে থাকে। কিছুদূর যাওয়ার পর তারা অটোরিকশাটিকে থামানোর সংকেত দেয়। রাজি না হওয়ায় ছুরি বের করে ভয় দেখায়। এতেও কাজ না হওয়ায় দুটি মোটরসাইকেল সামনে গিয়ে রাস্তা আটকায় আর আরেকটি মোটরসাইকেল থেকে দুই কিশোর নেমে ছুরি দেখিয়ে বলে- ‘যা আছে দিয়ে দাও’। এসময় পেছন থেকে দুটি সিএনজি ও একটি প্রাইভেটকার চলে আসায় ছিনতাইকারীরা পালিয়ে যায়।
তিনি বলেন, তারা মধুবাগ থেকে আমাদের ধাওয়া শুরু করে। মগবাজারের প্রবেশ মুখের একটু আগে এসে রাস্তা আটকে দেয় তারা। ছুরি দেখিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। পেছন থেকে ওই গাড়িগুলো না এলে আমাদের বড় বিপদ হতো সেদিন। এর পর থেকে হাতিরঝিল দিয়ে যেতে দিনের বেলায়ও ভয় লাগে। সেই রাতে আমার স্ত্রী যে ভয় পেয়েছে, সেই ট্রমা এখনো কাটেনি তার। আমি ওই রাতে চারদিকে বার বার দেখছিলাম পুলিশের গাড়ি আছে কি না, কিন্তু কোনো গাড়িই আশপাশে ছিল না।
জানা গেছে, হাতিরঝিলের সিসিটিভির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে রাজউক। তাদের নিজস্ব নিরাপত্তাকর্মীও রয়েছে প্রকল্প এলাকায়। কিন্তু সিসিটিভি ক্যামেরার অচলাবস্থা দীর্ঘদিন ধরে চলে আসলেও রাজউকের নজর নেই।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা ইনকিলাবকে বলেন, হাতিরঝিলের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ পেট্রোলিং ও পুলিশ চেকপোস্ট বাড়ানো দরকার। রাতের অন্ধকারে অনেকগুলো এলাকায় সিসি ক্যামেরায় কিছুই দেখা যায় না। রাত বাড়ার সাথে সাথে পুলিশের টহল বা উপস্থিতি কমে যায়। ফলে অপরাধীরা অপরাধ করে অন্ধকারে এবং সিসি ক্যামেরার আওতার বাইরে থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পায় বলে তিনি মন্তব্য করেন।


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
ঢাবি প্রক্টরের সঙ্গে বাম ছাত্রনেতাদের মারমুখি আচরণ
উত্তরা থেকে আ.লীগ নেতা মামুন মন্ডল গ্রেফতার
ভবনে সেফটি প্ল্যান ছিল না, নোটিশ দেওয়া হয়েছিল কয়েকবার: ফায়ার সার্ভিস
হাজারীবাগে ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
আরও

আরও পড়ুন

বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ

তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ

তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ

মুক্ত বাতাসে বাবরের জুমার নামাজ আদায়

মুক্ত বাতাসে বাবরের জুমার নামাজ আদায়

কাপ্তাই জাতীয়  বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ

কাপ্তাই জাতীয়  বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ

কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ

কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন

কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি

কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি

গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের  ঘটনায়  ২ নারীসহ গ্রেফতার  ৪

গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪

জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা

জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা

ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা

ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা

চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রামের উলিপু‌রে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত‌্যু

কুড়িগ্রামের উলিপু‌রে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত‌্যু

ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম

ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম

দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি

দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি

কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ

কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ

স্মার্টফোনের দাসত্ব থেকে মুক্তির উপায়

স্মার্টফোনের দাসত্ব থেকে মুক্তির উপায়

ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দারিদ্র্য বিমোচনে যাকাত : প্রেক্ষিত বাংলাদেশ

দারিদ্র্য বিমোচনে যাকাত : প্রেক্ষিত বাংলাদেশ