আল্লাহ ও রাসূল (সা.) এর কোনো অসম্মান একমুহূর্ত ও সহ্য করবো না
০৪ মে ২০২৪, ১২:৩১ এএম | আপডেট: ০৪ মে ২০২৪, ১২:৩১ এএম
প্রায় ত্রিশটি মামলায় জামিন লাভের পর আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ৩ বছর ১৫ দিন পর গাজীপুর কাশিমপুর কারাগার থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক মুক্তি লাভ করেছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা প্রিন্সিপাল মিজানুর রহমান চৌধুরী ও মাওলানা মামুনুল হকের মেঝ ভাই মাওলানা মাহফুজুল হক কাশিমপুর কারাগারের গেইটে কারামুক্ত মাওলানা মামুনুল হককে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেন। কারামুক্ত মাওলানা মামুনুল হক সরাসরি মোহাম্মদপুরস্থ বাসার সামনে পৌঁছলে হাজার হাজার ভক্ত ও সমর্থক তাকে ঘিরে ধরে স্বাগত জানায়। এসব অনেক ভুক্ত ও মাদরাসার ছাত্ররা আবেগাপ্লুত হয়ে পড়েন। ভক্তরা কারামুক্ত মাওলানা মামুনুল হককে ফুলের পাপড়ি ছিটিয়ে অভিনন্দন জানান। তাকে বহনকরা জীপের ওপর থেকেই কারামুক্ত মাওলানা মামুনুল হক আল্লাহপাকের শুকরিয়া আদায় করে উপস্থিত ভক্ত ও সমর্থকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,আমাদের ওপর জুলুম করা হয়েছে। নানাভাবে নির্যাতন করা হয়েছে। জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা করা হয়েছে। এসব নির্যাতন নিপীড়ন হাঁসি মুখে বরণ করে নিলাম। কিন্তু আল্লাহ ও রাসূল (সা.) এর কোনো অসম্মান হলে তা’একমূহুর্তও সহ্য করবো না। কারামুক্ত মজলুম মাওলানা মামুনুল হক এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমে নিজের জীবনকে উৎসর্গ করার ঘোষণা দেন।
হযরত ইউসুফ (আ.) এর কারামুক্তির প্রসঙ্গ টেনে পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ নিব না। তিনি, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার ছাত্রদের উদ্দেশ্যে বলেন, এসব শিক্ষার মধ্যে কোনো বৈষম্য নেই। তোমরা এগিয়ে আসো দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। দ্বীনের ঝাণ্ডা সমন্বিত রাখতে আল্লাহর সাহায্য কামনা করে মাওলানা মামুনুল হক বলেন, হাট-হাজারীতে, বি-বাড়িয়ায় আমাদের ভাইদের শহীদ করা হয়েছে। হেফাজতে ইসলামের শাপলা চত্বরে রক্ত ঝরানো হয়েছে। নির্যাতনের যে ষ্টীম-রোলার চালানো হয়েছিল আমার মুক্তির মধ্যদিয়ে একধাপ সমাপ্ত হলো। আল্লাহর দ্বীনের জন্য জেল খেটেছি। খেলাফতের আন্দোলনকে আমাদের পূর্ব পুরুষরা যেভাবে এগিয়ে নিয়েছেন আমরাও একই ধারায় এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবো। এদেশে ইসলামের বিজয় আসবেই ইনশাআল্লাহ। তিনি সারাবিশ্বের সকল মজলুমদের আশু মুক্তির লক্ষ্যে আল্লাহর সাহায্য কামনা করেন। বাদ জুমা দেওনার পীর প্রিন্সিপাল মিজানুর রহমান, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তাফাজ্জুল হক আজিজসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ কারামুক্ত মাওলানা মামুনুল হককে দেখতে তার বাসায় যান এবং খোঁজ খবর নেন। মাওলানা মামুনুল হক আজ শুক্রবার বিকেলে কেরাণীগঞ্জের আজিজনগর ঘাটারচরস্থ পিতা মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের কবর জিয়ারত করতে যান।
আমাদের গাজীপুর জেলা সংবাদদাতা জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছেন, ২০২১ সালের ১১ মে মামুনুল হক ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে স্থানান্তরিত হন। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন আইনে ৪১টি মামলা রয়েছে। সর্বশেষ মামলায় উচ্চ আদালতে জামিন লাভের পরে বৃহস্পতিবার বিকেলে তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। কিন্তু মামলার সংখ্যা বেশি হওয়ায় তা যাচাই-বাছাই করতে সময় লেগেছে। পরে যাচাই-বাছাই শেষে শুক্রবার সকাল ১০টার পর তাকে মুক্তি দেয়া হয়েছে।
এর আগে মাওলানা মামুনুল হককে রিসিপ করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকেই কাশিমপুর ৪ নং সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের গেইটে অপেক্ষায় ছিলেন। কারাগারের বাহিরেও মাওলানা মামুনুল হকের বহু ভক্ত ও সমর্থক তাকে একনজর দেখার জন্য জড়ো হওয়ায় নিরাপত্তার অভাবে কারা-কর্তৃপক্ষ তাকে ওই দিন গভীর রাত পর্যন্ত তাকে মুক্তি দেয়া হয়নি। উল্লেখ্য, ২০২১ সালের ১৮ এপ্রিল নারায়ণগঞ্জের একটি রিসোর্ট থেকে মাওলানা মামুনুল হক গ্রেফতার হন। এ যাবত তার বিরুদ্ধে প্রায় ত্রিশটি মামলা রয়েছে। তিনি কাশিমপুর-৪ হাই সিকিউরিটি কারাগারে ছিলেন। সর্বশেষ মামলায় গত রোববার চট্টগ্রামের সিএমএম আদালতে তার জামিন হয়। তার মুক্তিতে এখন আর বাধা নেই। মাওলানা মামুনুল হকের মুক্তির জন্য নির্বাচনের আগ থেকে সরকারকে চাপে রেখেছিল হেফাজত ইসলাম। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কয়েক দফায় বৈঠক হলেও সমাধান মেলেনি। সর্বশেষ ঈদের আগে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মামুনুল হককে মুক্তির আশ্বাস দিয়েছিলেন। সেই কথা এবার রাখতে যাচ্ছে সরকার বলে আভাস দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা। হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছিলেন, ‘আশা করা যাচ্ছে খুব শিগগিরই মামুনুল হক মুক্তি পাবেন।’ এর আগে গত ১১ মার্চ হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের মুক্তির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজতের শীর্ষ নেতারা। সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে হওয়া এই বৈঠকে মামুনুল হকের মুক্তির আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ধর্মমন্ত্রী ফরিদুল হক খানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১১ মার্চের বৈঠকের নেতৃত্ব দেওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছিলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। ঈদের আগে আগে মাওলানা মামুনুল হকের জামিন ও মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। কিন্তু এবার যদি এই আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মসূচি দেব বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি।’
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট
আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন
কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০
চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫
কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন
ঈশ্বরগঞ্জে সার ও ভাউচারের গড়মিলে ২ ডিলারকে জরিমানা
বাংলাদেশের সমাজব্যবস্থা আলেমদের হাতেই নিরাপদ: এ এম এম বাহাউদ্দীন