মুসলমানদের চিন্তা চেতার আলোকে শিক্ষাকারিকুলাম সংশোধন করতে হবে পীর সাহেব চরমোনাই
০২ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০২ জুন ২০২৪, ১২:০৩ এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সরকার একমুখী সমন্বিত শিক্ষা কারিকুলাম চালু করে কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে পুতুল খেলা খেলছে। এই খেলা থেকে সরে আসতে হবে। আগের কারিকুলাম কেন ব্যর্থ হলো, এর জন্য কে দায়ী, কে জবাবদিহি করবে, এ ক্ষতি কীভাবে পূরণ হবে-এ বিষয়ে তখন সরকার বেমালুম ভুলে যায়। তিনি বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে এদেশের অধিকাংশ জনগণের চিন্তা চেতনার আলোকে প্রণয়নের দাবি জানান। শিক্ষা থেকে শরীফ থেকে শরীফার গল্প বাদ দিতে হবে। ট্রান্সজেন্ডারের নামে সমকামীতাকে প্রমোট করলে ধর্মপ্রাণ জনগণ বসে থাকবে না। আজ শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা গাজী আতাউর রহমান, কেএম আতিকুর রহমান, ঢাকা জেলা সহ-সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ খান, আলহাজ্ব মোহাম্মদ হানিফ মেম্বার, অধ্যাপক ডা. কামরুজ্জামান, আলহাজ্ব শাহীন আহমদ, মাওলানা ইলিয়াস হোসাইনসহ জেলা সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। জনগণের আর্থিক দুঃসময়ে ঢাকা ওয়াসার পানি মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছেন। পীর সাহেব চরমোনাই বলেন, ঢাকা ওয়াসার কাজের শ্বেতপত্র প্রকাশ, দুর্নীতিবাজদের শাস্তি এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসতে হবে। ইসলামী আন্দোলনের আমীর বলেন, সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে, অন্যদিকে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ সময় ঢাকা ওয়াসা পানির দাম বাড়ালে এই পথ ধরে দেশের বিভিন্ন অঞ্চলেও পানি ব্যবসায়ীরা পানির দাম বাড়াতে থাকবেন, যা জনজীবনকে আরও কঠিন করে তুলবে। তিনি বলেন, কোনো প্রকার গণশুনানি ও যৌক্তিক কারণ ছাড়া ঢাকা ওয়াসা গত ১৬ বছরে ১৬ বার পানির দাম বাড়িয়েছে।
পীর সাহেব চরমোনাই বলেন, সৈয়দ বেলায়েত হোসেন ছিলেন একজন দৃঢ়চেতা দ্বীনের দায়ী। অন্যায়ের ব্যাপারে কোন আপোস করেননি। মহান আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। পরে অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পীর সাহেব চরমোনাই। এদিকে, গতকাল রাজধানীর পল্লবীস্থ একটি মিলনায়তনে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগর উত্তর আয়োজিত মুহতামিমগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী। নগর উত্তর সভাপতি মুফতী আবুল কালাম আজাদ আনোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতী মাছউদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, কবি মিজানুর রহমান মাদারিপুরী, মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুফতী আবু সাঈদ সিদ্দিকী, মুফতী মেরাজুল হক। মতবিনিময় সভায় বিভিন্ন মাদরাসার প্রায় ত্রিশ অধিক মুহতামিমগণ (প্রিন্সিপাল) অংশ গ্রহণ করে তাদের সুচিন্তি ও গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন । বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী বলেন, বাংলাদেশে আজ কুরআনি শিক্ষার অভাবে মানুষ মাদকাসক্ত, হিংসা পরায়ন ও বিপথগামী হচ্ছে। এ কারণে সমাজে অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। কোন আইন করেই অপরাধ প্রবণতা কমানো যাচ্ছে না। পারিবারিক শিক্ষা ধ্বংস হওয়ায় সবচেয়ে প্রাচীন পারিবারিক অবকাঠামো ভেঙ্গে যাচ্ছে। তথাকথিত নীতি নৈতিকতাহীন আধুনিক বর্জুয়া শিক্ষায় শিক্ষিত, স্মার্ট অধিকাংশ পরিবারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। বার্ধ্যক্যে সন্তান পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দুর্বার রাজশাহীকে বিসিবির কড়া বার্তা
কুষ্টিয়া সীমান্তে উদ্ধার ভূখণ্ডে সীমান্ত পিলার স্থাপন করবে বিজিবি
চীনের আধিপত্য রুখতে ট্রাম্পের পদক্ষেপ
সর্বদলীয় সভায় অংশ নিবেন বিএনপির সালাউদ্দিন আহমেদ
নারীর সঙ্গে মদ্দপ অবস্থায় পুলিশ-আ.লীগ ডান্স পার্টি ভাইরাল, ভিডিওতে যা আছে?
আশুলিয়ায় হিজড়াদের অশ্লীল মেলা বন্ধের দাবীতে এলাকাবাসীর গণসাক্ষর
কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল হিসেবে সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন
১৭ বছর পর কারামুক্ত বাবর
রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী
এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ