ভারতের প্রতিশোধের পানিতে ডুবছে বাংলাদেশ : প্রতিবাদে উত্তাল রাজধানী

Daily Inqilab মেহেদী হাসান পলাশ

২২ আগস্ট ২০২৪, ১২:১৯ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৪, ১২:১৯ পিএম

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন একবার সাংবাদিকদের জানিয়েছিলেন,
"আমাদের বিজয়, ভারতের বিজয়
ভারতের বিজয়, আমাদের বিজয়।"
তার এ কথাটি সত্য ও সার্থক হতে পারতো একটি শব্দ পরিবর্তন করলে। আর তা হলো,
"শেখ হাসিনার বিজয়, ভারতের বিজয়
ভারতের বিজয়, শেখ হাসিনার বিজয়।"
কেননা জুলাই বিপ্লব পরবর্তী ভারতীয় আচরণ ও পদক্ষেপে তারা প্রমাণ করেছে,
"শেখ হাসিনার পরাজয়, ভারতের পরাজয়
ভারতের পরাজয়, শেখ হাসিনার পরাজয়।"

জুলাইয়ের বিপ্লবীরা দাবি করেছে, শেখ হাসিনার পরাজয় এবং ভারতে পালিয়ে যাওয়ার পর প্রতিশোধ নিতে এবং 'হাসিনার বাংলাদেশ' পুণঃপ্রতিষ্ঠা করতে একের পর এক প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। সেনাবাহিনীতে, বিচার বিভাগে এবং ১৫ আগস্ট প্রতি বিপ্লবের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পরাজিত সরকারের অনুগত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাবি দাওয়ার অজুহাতে অসহযোগিতার মাধ্যমে আরেকটি প্রতি বিপ্লব সংগঠনের চেষ্টা দেশে চলমান রয়েছে।

কিন্তু ছাত্র জনতা ও দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে খুব বেশি সুবিধা করে উঠতে না পেরে ভারত প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেয়ার পূর্বে ভারতীয় টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়, তাহলে পার্শ্ববর্তী কেউ স্থিতিশীল থাকবে না। মিয়ানমার, পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারত তথা সেভেন সিস্টার্স অস্থিতিশীল হবে, যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিউত্তর ভারতীয় মহল থেকে না দেয়া হলেও তার এই বক্তব্য যে সাম্রাজ্যবাদী দিল্লির বুকে তপ্ত লোহার পেরেকের মত বিদ্ধ করেছিল, তা সহজেই অনুমেয়।

সেকারণে ভারতের দিক থেকে প্রথম ও কার্যকর আঘাত এল উত্তর-পূর্ব ভারত তথা সেভেন সিস্টার্স থেকেই। এবং সেটা এলো ভারতীয় পানি আগ্রাসনের মাধ্যমে। ৫৪টি নদী ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আন্তর্জাতিক আইনে বাধ্যবাধকতা থাকলেও বাংলাদেশের কোন অনুমতির তোয়াক্কা না করেই ভারত এই সমস্ত নদীতে এক বা একাধিক বাঁধ নির্মাণ করে শুকনো মৌসুমে পানি আটকে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দেয় এবং বর্ষা মৌসুমে একবারে এসব বাঁধ খুলে বাংলাদেশকে ডুবিয়ে মারে।

ভারতের ত্রিপুরাতে অতি বৃষ্টি হওয়ার অজুহাতে বাংলাদেশকে কোনরূপ তথ্য ও পূর্ব সর্তকতা ছাড়াই অকস্মাৎ বিভিন্ন বাঁধ ছেড়ে দিয়ে মুহুরী গোমতী খোয়াই নদী পানি সুনামির মত ঢুকেছে সীমান্তবর্তী ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি জেলায়। পানি ঢুকতে শুরু করেছে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার জেলায়। সিকিমে তিস্তা বিদ্যুৎ প্রকল্পের বাঁধে রহস্যজনক ধস নামায় আতঙ্কে আছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ।

এই মুহূর্তে উত্তর-পূর্ব ও দক্ষিণপূর্ব বাংলাদেশ ইতিহাসের ভয়াবহতম বন্যায় ভেসে যাচ্ছে। ভারত থেকে নেমে আসা পানির স্রোত এতই তীব্র যে সেখানে সাধারণ নৌকা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে। একমাত্র স্পিডবোট ও হেলিকপ্টার ছাড়া উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছেনা। কিন্তু স্পিডবোট ও হেলিকপ্টারে উদ্ধার তৎপরতা চালানোর অনেক সীমাবদ্ধতা রয়েছে। দুর্গত জেলাগুলোর পেট্রোল পাম্পগুলো ডুবে যাওয়ায় স্পিডবোট ইঞ্জিন চালিত নৌকাগুলো জ্বালানি সংকটের কারণে অনেক ক্ষেত্রে অচল হয়ে পড়েছে। ভারতীয় বন্যার পানির সাথে জোয়ারের সময় সাগরের পানি যুক্ত হয়ে বন্যার পানির উচ্চতা লোকালয়ে বাড়ির ছাদ পর্যন্ত ডুবে যাচ্ছে। অতি দ্রুত পানি প্রবেশ করায় অনেকেই ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসতে পারেনি, অনেকেই স্বাভাবিক বন্যা মনে করে আশেপাশের উঁচু স্থানগুলোতে অবস্থান নিলেও অতি দ্রুত বিপুল পরিমাণ পানি সেই সব উঁচু স্থানগুলো গ্রাস করে ফেলে। ফলে বর্তমান বন্যায় হতাহতের সঠিক পরিমাণ এই মুহূর্তে কেউ নিশ্চিত করতে পারছে না। ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন থাকলেও ভারতের এই পানি আগ্রাসনে দুর্গত এলাকার কয়েক লক্ষ সংখ্যালঘু ইতিমধ্যেই নিঃস্ব হয়ে গেছে বন্যার পানিতে। তাদের মন্দির গুলো এবং মন্দিরে থাকা দেব-দেবী বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে।

বাংলাদেশের মানুষ কোন পূর্ব সতর্কতা ছাড়াই ভারতের এই বাঁধ খুলে দিয়ে সৃষ্ট পানি আগ্রাসন সহজ ভাবে গ্রহণ করেনি। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণ ভারতের এই হীন কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে। গত রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে ভারতের এই নোংরা চালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ একই প্রতিবাদে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করা হয়েছে। এটি যে একটি ষড়যন্ত্র তার প্রমাণ পাওয়া যায় এদেশীয় এক ভারতীয় অনুচরের ফেসবুক পোস্ট থেকে। এর প্রমাণ পাওয়া যায় এদেশীয় ভারতীয় এক অনুচরের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। Sugata Saha নামের এই ব্যক্তি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'কীরে! তোরা বলে বাংলা, বিহার, উড়িষ্যা, সেভেন সিস্টার্স দখল করে অখন্ড বাংলাদেশ প্রতিষ্ঠা করবি। এক Dumboor Gate খুলে দেওয়ার পর কাত হয়ে গেলি!!! Barking dog seldom bites. গান্ডু আগা কাটার দল।'

ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটাগোরিকরা একের পর এক ভারতের এই ঘৃণ্য অপকর্মের প্রতিবাদে পোস্ট দিচ্ছেন। জুলাই বিপ্লবের নায়কেরা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে এর প্রতিবাদ করেছেন সরাসরি। এদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক ও বর্তমানে তথ্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালনকারী নাহিদ ইসলাম ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন। সর্বশেষ পোস্টে তিনি লিখেছেন, '২০২৪ আমাদের অনেক কিছু দেখিয়ে দিয়েছে,আর নিতে পারছি না!' আরেক পোস্টে তিনি লিখেছেন, 'আমাদের এক প্রহর আনন্দে কাটলে, এক ঋতু কেটে যায় বিষণ্ণতায়!'

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে কোনরূপ কূটনৈতিক ভাষার ধার না ধেরে তিনি সরাসরি লিখেছেন, 'ভারত আমাদের শত্রু এই কথাটা যে-ই প্রজন্ম বুঝতে পারবে তাঁরাই জাতির শ্রেষ্ঠ সন্তান!'

অন্য এক পোস্টে তিনি লিখেছেন,' "ভারত আমাদের বন্ধু রাষ্ট্র", আমার ছোট্ট জীবনে শোনা সেরা মিথ্যা কথা এটা।'
ভারতের এই আগ্রাসনের প্রতিবাদে তিনি লিখেছেন, 'তিস্তা প্রকল্প চীনকে দিলে ভারত সোজা হয়ে যাবে৷' তিনি আরো লিখেছেন, 'ভারত, বাংলাদেশকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই! বাংলাদেশ পরিচালনা করছেন একজন নোবেল জয়ী। চা বিক্রেতা নয়!'

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, 'পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনা কে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।'

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, 'প্রতিবেশী, বন্ধু, শত্রু এসব আলাপ বাদ ৷ ভারতের নেওয়া প্রতিটি পদক্ষেপ, বাংলাদেশের সাথে ভারতের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণ করবে ৷' তিনি ভারতকে উল্লেখ করে সরাসরি লিখেছেন, 'মহান রব, রহম করো আমাদের। এই ভারতের কড়াকড়ি হিসেব দিতে হবে,বলে দিলাম।' আরেক সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেছেন, 'যখন পানি প্রয়োজন তখন দিচ্ছে না যখন পানি প্রয়োজন নেই তখন বাঁধ খুলে দিচ্ছে।'

উপরোক্ত ফেসবুক পোস্টগুলো থেকে ভারতীয় কর্তৃপক্ষ কী বুঝতে পারছেন, তারা তাদের পেটের মধ্যে বাংলাদেশ জন্ম দিচ্ছে? তাদের ভুল পদক্ষেপগুলো বাংলাদেশকে যে পথে ঠেলে দিচ্ছে এর দায় কাদের? যদিও বাংলাদেশের মানুষ ভারতকে একটি সু প্রতিবেশী হিসেবেই দেখতে পছন্দ করে।

প্রকৃতপক্ষে এই বাংলাদেশকে ভারত বুঝতে সক্ষম হচ্ছে না। জেনারেশন জি, এবং নতুন স্বাধীন বাংলাদেশ বলে যে বাংলাদেশকে দাবী করা হচ্ছে, সেই বাংলাদেশের জন মনোভাব বুঝতে ভারত সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। যে কারণে তার পূর্বের নীতি ও ধ্যান ধারণা চাপিয়ে দিতে চেষ্টা করছে। বাংলাদেশ ২.০ কারো আগ্রাসন, দাদাগিরি, আধিপত্যবাদ মেনে নিতে প্রস্তুত নয় এটা ভারত বুঝতে সম্পূর্ণ অক্ষম। ফলে জুলাইয়ের পরাজয়ের যে রিটালিয়েটরি যেসব পদক্ষেপগুলো নিচ্ছে তা বাংলাদেশের মানুষকে আরও বেশি ভারত বিদ্বেষী করে তুলছে। এই মুহূর্তে বাংলাদেশে ভারতবিদ্বেষ চরমে উঠেছে। এর জন্য দায়ী একের পর এক ভারতের ভুল পদক্ষেপ।

ভারতের এই পানি আগ্রাসন বাংলাদেশের মানুষ সহজভাবে মেনে নিতে পারছে না। তারা দাবি করেছে বাংলাদেশ এর যথোপযুক্ত জবাব দিক। কোনরূপ পূর্ব সতর্কতা ছাড়াই ও বাংলাদেশের নদীগুলোর সক্ষমতা এবং নদী অববাহিকায় বসবাসকারী মানুষের পরিণতির কথা বিবেচনা না করে একসাথে বিপুল পরিমাণ পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে ডুবিয়ে মারাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন হিসাবে বিবেচনা করে বাংলাদেশ বিষয়টি আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরুক। বাংলাদেশের প্রতি ভারতের এই অন্যায় আচরণ বিশ্বের মানুষের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন বিদেশী গণমাধ্যমগুলোকে উপদ্রুত এলাকায় পরিদর্শনের ব্যবস্থা করুক।

শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভারতের সাথে যে সমস্ত জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী এবং বৈষম্যমূলক চুক্তি করেছে তা বাতিল করার দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে, বাংলাদেশের ভিতর দিয়ে উত্তর-পূর্ব ভারতে সড়ক, রেল ও নৌ ট্রানজিট বাতিল করে দেয়ার দাবি উঠেছে। চট্টগ্রাম বন্দর ব্যবহার ও চট্টগ্রাম বন্দর দিয়ে উত্তর পূর্ব ভারতে যে সকল ট্রানজিট সুবিধা দেয়া হয়েছে সেগুলো অবিলম্বে বাতিল করার দাবি উঠেছে। বাংলাদেশের চিকেন নেক খ্যাত ফেনীর পাশে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন যা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর চরম হুমকি সৃষ্টিকারী তা অবিলম্বে বাতিল করা হোক। ভারত যদি অনতিবিলম্বে এই পানি বন্ধ না করে তাহলে উত্তর-পূর্ব ভারতের সাথে বাংলাদেশের সকল স্থলবন্দর বন্ধ করে দেয়া হোক।

বাংলাদেশে কোথায় কোন হিন্দু আওয়ামী লীগার আক্রান্ত হল তা নিয়ে ভারতের চিন্তার শেষ নেই। অমিত সাহা, মোদি সবাই কথা বলেছে। ভারতীয় মিডিয়ার তো এককাঠি এগিয়ে। কিন্তু এই যে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিল, ভারত কী ভেবেছে এতে কত শত হিন্দুর ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফসল ডুবে গেছে। স্বপ্ন ভেঙে কত হিন্দু যুবক নিঃস্ব হয়ে গেছে? কত মন্দির, দেবদেবী ডুবে গেছে? হিন্দুদের নিয়ে যদি তাদের এত মাথাব্যথা থাকতো তাহলে এইভাবে পানি ছাড়ার আগে তাদের কথা চিন্তা করত। এ নিয়ে ভারতের মিডিয়া বা হিন্দুত্ববাদীরাও কোন কথা বলবে না। কথা বলবে না বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। রানা দাশগুপ্ত, প্রিয়া সাহারা ভারতকে বলবে না, আপনাদের ষড়যন্ত্রে এই দেশের শত সহস্র হিন্দু নিঃস্ব হয়ে যাচ্ছে। ভারত হিন্দুদের ডুবিয়ে মারলে তা নিয়ে কেউ কথা বলে না। হিন্দুত্ববাদীরা সারা বিশ্বে গরু হত্যা করে গোস্ত রপ্তানিতে শীর্ষস্থান অর্জন করলে কোন সমস্যা নেই। কেবল সেখানকার মুসলমানরা খেলেই সমস্যা। দেবতা বলে বাংলাদেশে গরু রপ্তানিতে নিষেধাজ্ঞা। কিন্তু গরুর গোশত খারাপ রপ্তানিতে তাদের আগ্রহের শেষ নেই।আসলে তারা যেটা করে তার নাম সংখ্যালঘু রাজনীতি।

বন্যা বাংলাদেশে নতুন নয়। প্রতিবছর বর্ষাকালে এক বা একাধিক বন্যা এদেশে সংঘঠিত হয়। এছাড়াও অনেক প্রলয়ঙ্কারী বন্যা মোকাবেলা করার অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে। বাংলাদেশের মানুষের প্রধান বৈশিষ্ট্য বিপদের তারা যুথবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়ায়। অতীতের বিভিন্ন দুর্যোগে যেমন দেখা গিয়েছে, সাম্প্রতিক জুলাই বিপ্লবে যেমন দেখা গিয়েছে, তেমনি সাম্প্রতিক বন্যাতেও আমরা দেখতে পাচ্ছি দেশের আপামর জনসাধারণ কাঁধে কাঁধ মিলিয়ে এই বন্যা মোকাবেলায় এগিয়ে এসেছে। এই শক্তি দেশপ্রেমের শক্তি, এই শক্তি জাতীয়তাবাদের শক্তি, এই শক্তি সার্বভৌমত্বের চেতনার শক্তি। ১৮ কোটি মানুষের এই যুথবদ্ধ শক্তি বিশ্বের যে কোন আগ্রাসন মোকাবেলায় সক্ষম। তাই ক্ষয়ক্ষতি সামলে ভারতের এই পানি আগ্রাসন বাংলাদেশ অবশ্যই কাটিয়ে উঠবে, কিন্তু এই আগ্রাসন বাংলাদেশের মানুষের মনে যে গভীর ক্ষত সৃষ্টি করেছে তা সহজে মুছে যাবে না। জুলাই বিপ্লবের ভাষায় বলা যেতে পারে, 'সবকিছু মনে রাখা হবে।' কোলকাতা আন্দোলনের ভাষায়, 'সব ইয়াদ রাহে গা'।

 

 


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ ৩ দফা দাবিতে খুলনায় মানববন্ধন

পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ ৩ দফা দাবিতে খুলনায় মানববন্ধন

জয়পুরহাটে বিডিআরের ৩ দফা দাবিতে সদস্যদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

জয়পুরহাটে বিডিআরের ৩ দফা দাবিতে সদস্যদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান

প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান

ফরিদপুরে দুর্ঘটনায় তিন দিনে নিহত ৯ জন, আহত-৩৫

ফরিদপুরে দুর্ঘটনায় তিন দিনে নিহত ৯ জন, আহত-৩৫

ডিমলায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত

ডিমলায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত

মাসের ব্যবধানে বরিশালের বাজারে সবজির মূল্য ৮০ ভাগ হ্রাস

মাসের ব্যবধানে বরিশালের বাজারে সবজির মূল্য ৮০ ভাগ হ্রাস

লক্ষ্মীপুরে ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

লক্ষ্মীপুরে ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

কলাপাড়ায় জুয়েলার্সের মালিকের বাসায় সন্ত্রাসীদের সশস্ত্র হানা, ৬০ ভরি স্বর্ণালঙ্কার দুই লাখ টাকা লুটের অভিযোগ

কলাপাড়ায় জুয়েলার্সের মালিকের বাসায় সন্ত্রাসীদের সশস্ত্র হানা, ৬০ ভরি স্বর্ণালঙ্কার দুই লাখ টাকা লুটের অভিযোগ

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ঢাকার বায়ু দূষণ বন্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ঢাকার বায়ু দূষণ বন্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর নামে বিভাগ চায় লক্ষ্মীপুরবাসী

কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর নামে বিভাগ চায় লক্ষ্মীপুরবাসী

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, নেই লিটন ও হাসান মাহমুদ

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, নেই লিটন ও হাসান মাহমুদ

সেতু নির্মাণকাজ বন্ধে যাতায়াতে চরম ভোগান্তিতে ২ উপজেলাবাসি

সেতু নির্মাণকাজ বন্ধে যাতায়াতে চরম ভোগান্তিতে ২ উপজেলাবাসি

জেলবন্দিদের মুক্তি, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূনঃবহালের দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ

জেলবন্দিদের মুক্তি, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূনঃবহালের দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ

যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ ঘোষণা করুন- সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ ঘোষণা করুন- সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত বেড়ে ১৬, ইরান চায় উদ্ধারকর্মী পাঠাতে

লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত বেড়ে ১৬, ইরান চায় উদ্ধারকর্মী পাঠাতে

পুলিশকে জনগণের আস্থা অর্জনে ব্রতী হতে হবে সিআইডি প্রধান- মো.মতিউর রহমান শেখ

পুলিশকে জনগণের আস্থা অর্জনে ব্রতী হতে হবে সিআইডি প্রধান- মো.মতিউর রহমান শেখ

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলেন নিউজিল্যান্ড অধিনায়ক

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলেন নিউজিল্যান্ড অধিনায়ক

নোয়াখালীর হকার্স মার্কেটে আগুন, ব্যবসায়ীদের দাবি পূর্বপরিকল্পিত

নোয়াখালীর হকার্স মার্কেটে আগুন, ব্যবসায়ীদের দাবি পূর্বপরিকল্পিত

দাম কম হওয়ায় লোকসানের মুখে গোয়ালন্দের পেঁয়াজ চাষীরা

দাম কম হওয়ায় লোকসানের মুখে গোয়ালন্দের পেঁয়াজ চাষীরা