শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানাল চবি শিক্ষকদের দুই সংগঠন
২৬ আগস্ট ২০২৪, ০৭:৩২ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৪, ০৭:৩২ পিএম
২৫ আগস্ট রাজধানী ঢাকায় সচিবালয়ের সামনে শিক্ষার্থীদেরকে আনসার সদস্যদের মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য।
সোমবার (২৬ আগস্ট) এই হামলার নিন্দা জানিয়ে পৃথক বিবৃতি দেয় সংগঠন দুইটি।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতিতে বলা হয়, 'বাংলাদেশ ও বিশ্বের গৌরব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটি অস্থির সময়ে দেশের হাল ধরেছে। কেননা, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাকর্মীরাও আত্মগোপনে আছেন। স্বৈরাচারের পতন হলেও প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসর ও প্রেতাত্মা এখন রয়ে গেছে। এসব চক্রান্তকারী ও স্বৈরাচারের দোসররা মনে করে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দেশে প্রতিবিপ্লব ঘটাবে! রবিবার রাতে আনসার বাহিনীর কর্মকাণ্ডে তেমনটিই ইঙ্গিত পাওয়া গেছে। গোটা দেশের মানুষ যেখানে বন্যার্তদের সহায়তায় ব্যস্ত, সেখানে আনসার বাহিনী কি করে সচিবালয় অবরুদ্ধ করে, ত্রাণ-বাহী গাড়ি বন্ধ রেখে কিসের ইঙ্গিত দিচ্ছে?
আনসার বাহিনীর কোনো দাবি-দাওয়া থাকলে তা আলোচনা সাপেক্ষ বিষয়। কিন্তু তাদের দাবি মেনে নেওয়ার পরও কাউকে অবরুদ্ধ করে রাখার দুঃসাহস দেখালো কীভাবে? আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাকে অস্থির করার জন্য এসব পরিকল্পিতভাবে করা হচ্ছে। কিন্তু আমরা মনে করি ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে স্বৈরাচারের দোসররা তাসের ঘরে মতো উড়ে যাবে। তাদের কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।
অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে যারা স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষা করার জন্য কাজ করেছে তাদের অবিলম্বে সরিয়ে দক্ষদের পদায়ন করা। তা না হলে গতকালও আনসাররা কোমলমতি শিক্ষার্থীদের ওপর বুট দিয়ে লাথি দিয়ে শরীর থেঁতলে দেওয়ার দুঃসাহস দেখিয়েছে! আমরা অবিলম্বে কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।'
নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পবেসর প্রফেসর ডঃ মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, 'নিপীড়ন বিরোধী শিক্ষকগণ মনে করেন যে, দেশের ফেনী নোয়াখালী অঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দেশের সকল মানুষ যখন নিজেদের সর্বোচ্চটা দিয়ে সাহায্য করে যাচ্ছেন তখন ফ্যাসিবাদের দোসররা অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনাকে পদত্যাগে বাধ্য করার ফলে ছাত্র আন্দোলনের যে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে সেটিকে প্রতিহত করতে এবং বিজয়ের সুফলকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হিসাবে দাবী আদায়ের নামে বিভিন্ন সুবিধাবাদী গোষ্ঠী ভয়ংকর সব ষড়যন্ত্রে মেতেছে। কলেজ ছাত্রদেরকে সচিবালয়ে ঢুকিয়ে পরীক্ষা বন্ধ করার চেষ্টা সফল করেছে, সর্বশেষ গতকাল সচিবালয়ে অঙ্গীভূত আনসার সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সচিবালয়ের কর্মকর্তাদের জিম্মী করেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর উপর্যুপরি হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করেছে । এরইমধ্যে আজকে আবার শাহবাগে রিকশাচালকরা ইঞ্জিনচালিত রিকশা বন্ধের আন্দোলনে নেমেছে এবং আগামীকাল থেকে পল্লি-বিদ্যুৎ সমিতি এবং বিআরই’র চাকরিজীবীরা গণছুটির ঘোষনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। শিক্ষক ঐক্য দাবী আদায়ের নামে বাংলাদেশে সফল গণঅভ্যুত্থান পরবর্তী স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করার এহেন প্রচেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
নিপীড়ন বিরোধী শিক্ষকগণ বলেন, আনসার অন্দোলনের প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানউপদেষ্ঠার ভাষণ যখন জাতিকে নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখিয়েছে, তখন সুবিধাবাদীদের এহেন চক্রান্ত এবং ষড়যন্ত্র জাতি কোন অবস্থাতেই বরদাশত করতে পারেনা। এ জাতীয় হীন প্রচেষ্টার বিরুদ্ধে বিপ্লবী জনতা সোচ্চার এবং সজাগ থেকে সকল ষড়যন্ত্র রুখে দেবে এবং বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। '
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস